চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে জিনপিংয়ের জন্য ভোট পড়েছে ২৯৫২ টি। যে সদস্যরা এই ভোট দানে অংশ নেন, তাঁদের বেছে নিয়েছে চিনের শাসকদল। আর এই ভোটপর্বের মাধ্যমেই ৬৯ বছর বয়সী শি চিনের প্রেসিডেন্ট হিসাবে ঘোষিত হলেন তৃতীয়বারের জন্য।
1/5আরও ৫ বছরের জন্য চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন শি জিনপিং। এই নিয়ে তৃতীয়বারের জন্য তিনি চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে শি জিনপিংকে নিয়ে এই বড় ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০১২ সাল থেকে চিনের ক্ষমতায় আসার পর থেকেই নিজের নিকটতম রাজনৈতিক প্রতিপক্ষকে নিপুণভাবে সাইডলাইন করে এগিয়েছেন জিনপিং। এরপরই তৃতীয়বারের জন্য তিনি এই তাজ মাথায় তোলেন। (Photo by NOEL CELIS / AFP) (AFP)
2/5চিনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে জিনপিংয়ের জন্য ভোট পড়েছে ২৯৫২ টি। যে সদস্যরা এই ভোট দানে অংশ নেন, তাঁদের বেছে নিয়েছে চিনের শাসকদল। আর এই ভোটপর্বের মাধ্যমেই ৬৯ বছর বয়সী শি চিনের প্রেসিডেন্ট হিসাবে ঘোষিত হলেন তৃতীয়বারের জন্য। এর আগে, গত অক্টোবর মাসে পার্টির নিয়ম ভেঙে নিজেকে তৃতীয়বারের জন্য জেনারেল সেক্রেটারি ঘোষণা করেন শি। কার্যত তখনই আভাস দেন যে তিনি সম্ভবত আগামীতে চিনের একছত্র নেতা হিসাবে উঠে আসতে চলেছেন। (Photo by NOEL CELIS / AFP) (AFP)
3/5উল্লেখ্য, এর আগেই চিনের সংবিধান সংস্কার করে প্রেসিডেন্ট পদে নির্বাচনের সাপেক্ষে একটি নিয়ম আসে। এর আগে, চিনে একজন ব্যক্তি প্রেসিডেন্ট পদে ২ বার সর্বোচ্চ বসতে পারতেন। তবে সেই নিয়ম ছেঁটে ফেলা হয়। আর নয়া নিয়মের হাত ধরে ফের একবার চিনের ক্ষমতায় তৃতীয়বারের জন্য ৫ বছরের প্রেসিডেন্ট পদের মেয়াদ পান শি জিনপিং। . (Photo by NOEL CELIS / AFP) (AFP)
4/5জানা গিয়েছে, শি জিনপিংয়ের বিরুদ্ধে সেভাবে কোনও প্রার্থীর নামের তালিকা নেই। আর এর ফলেই অপ্রতিদ্বন্দ্বীভাবে এগিয়ে যান শি জিনপিং। (Photo by NOEL CELIS / AFP) (AFP)
5/5এর আগে অপ্রতিদ্বন্দ্বীভাবে শিকে চিনের পিপলস লিবারেশন আর্মির প্রধান হিসাবে বিবেচিত করা হয়। ২ মিলিয়ন সদস্যের চিনের ওই সেনা বাহিনী মূলত দেশের প্রশাসনের থেকেও বেশি পার্টির কথায় চলে, বলে শোনা যায়। (Photo by NOEL CELIS / AFP) (AFP)