মহাতারকা পিতার যথাযথ পদাঙ্ক অনুসরণ করছেন অর্জুন তেন্ডুলকর। বুধবার গোয়ায় সচিনের দুর্দান্ত এক নজির ছুঁয়ে ফেললেন তাঁর পুত্র। বাবার মতোই রঞ্জি ট্রফিতে নিজের অভিষেক ম্যাচে শতরান করার কৃতিত্ব অর্জন করেন অর্জুন।
এবছর ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে মাঠ নামছেন অর্জুন তেন্ডুলকর। রাজস্থানের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ফার্স্ট ক্লাস ক্রিকেটে হাতেখড়ি হয় সচিন পুত্রের। রঞ্জি অভিষেকেই সেঞ্চুরি করে নজর কাড়লেন তিনি।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে গোয়া। প্রথম দিনের শেষে তারা ৫ উইকেটে ২১০ রান তুলেছিল। অর্জুন তেন্ডুলকর ৪ ও সূয়াস প্রভুদেশাই ৮১ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে অর্জুন ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। পরে ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭৮ বলে শতরানের গণ্ডি টপকে যান জুনিয়র তেন্ডুলকর।
আরও পড়ুন:- BENG vs UP Ranji Trophy: ইডেনে বাংলার পথের কাঁটা সেই রিঙ্কু, লড়াই চলছে জোরদার
১৯৮৮ সালে গুজরাটের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে রঞ্জি অভিষেক হয় সচিন তেন্ডুলকরের। নিজের অভিষেক রঞ্জি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মাস্টার ব্লাস্টার।
আরও পড়ুন:- IPL নিলামের আগে বড় ঘোষণা নাইট রাইডার্সের, বিদেশি লিগে নেতৃত্ব দেবেন সুনীল নারিন
রাজস্থানের বিরুদ্ধে অর্জুন ১২০ রান করে আউট হন। ২০৭ বলের ইনিংসে তিনি ১৬টি চার ও ২টি ছক্কা মারেন। কমলেশ নাগারকোটির বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন জুনিয়র তেন্ডুলকর।
দ্বিতীয় দিনের শেষে রাজস্থান তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৪৯৩ রান তোলে। দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন প্রভুদেশাই। তিনি ২৯টি বাউন্ডারির সাহায্যে ৪১৬ বলে ২১২ রান করে মাঠ ছাড়েন। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন অনিকেত চৌধরী, আরাফত খান, কমলেশ নাগারকোটি ও মানব সুতার।