বাংলা নিউজ > ময়দান > Ashes 2023: হেডিংলেতে প্রথম দিনেই পড়ল ১৩ উইকেট, ১৯৫ রানে পিছিয়ে ইংল্যান্ড

Ashes 2023: হেডিংলেতে প্রথম দিনেই পড়ল ১৩ উইকেট, ১৯৫ রানে পিছিয়ে ইংল্যান্ড

জমে উঠেছে হেডিংলে টেস্ট।

হেডিংলে টেস্টে প্রথম দিনই ১৩ উইকেট পড়ে গিয়েছে। বোলাররা আগুনে মেজাজে থাকলেও, ব্যাটাররা কিন্তু খোঁড়াচ্ছেন। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ২৬৩ রান করে। জবাবে ইংল্যান্ড প্রথম দিনের শেষে ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে।

অ্যাশেজে পরপর দুই টেস্ট হেরে ইংল্যান্ডের বোলাররা যেন বিধ্বংসী হয়ে উঠেছেন তৃতীয় টেস্টে। মার্ক উড, ক্রিস ওকস, স্টুয়ার্ড ব্রডেরা প্রথম দিনেই একেবারে কাঁপুনি ধরিয়ে দিয়েছে অজি ব্যাটিং অর্ডারে। ব্যতিক্রমী ইনিংস খেলেছেন একমাত্র মিচেল মার্শ। তা না হলে আরও ল্যাজেগোবরে অবস্থা হত অস্ট্রেলিয়ার। কারণ বাকি অজি ব্যাটারদের দশা তথৈবচ।

এদিকে বোলারদের লড়াইয়ের মান এতটুকু রাখতে পারছেন না ব্রিটিশ ব্যাটাররা। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। রান হয়েছে ৬৮। এখনও ১৯৫ রানে পিছিয়ে ইংল্যান্ড। হেডিংলে টেস্টে প্রথম দিনই ১৩ উইকেট পড়ে গিয়েছে। বোলাররা আগুনে মেজাজে থাকলেও, ব্যাটাররা কিন্তু খোঁড়াচ্ছেন।

বৃহস্পতিবার তৃতীয় টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেই নড়বড় করছিল। অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই তারা হারায় ডেভিড ওয়ার্নারকে। স্টুয়ার্ট ব্রডের বলে মাত্র ৪ রান করে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। আর এক ওপেনার উসমান খোয়াজাকে বোল্ড করেন মার্ক উড। ৩৭ বলে ১৩ রান করেন তিনি। ৫৮ বলে ২১ করে ওকসের বলে ক্যাচ আউট হন মার্নাস ল্যাবুশেন। চারে নেমে স্টিভ স্মিথ করে ২২ রান (৩১ বলে)। ব্রডের বলে ক্যাচ আউট হন তিনি। ট্রেভিস হেড আবার ব্যক্তিগত ৩৯ রানে (৭৪ বলে) আউট হয়ে যান। একমাত্র মিচেল মার্শ ছয়ে নেমে অজিদের ইনিংসকে ভরসা জোগান। তাঁর সেঞ্চুরির হাত ধরেই ২৫০ রানের গণ্ডি টপকাতে পেরেছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: বাস ডি'লিডের ঝড়, স্কটিশদের হারিয়ে বিশ্বকাপের ছাড়পত্র পেল ডাচেরা, গড়ল ইতিহাস

১১৮ বলে ১১৮ রানের দুরন্ত ইনিংস খেলেন মার্শ। তাঁর ইনিংসে রয়েছে ১৭টি চার এবং চারটি ছক্কা। ইংল্যান্ডের ব্যাজবলের প্রভাব যেন পড়ে গিয়েছে মার্শের উপরেই। ওডিআই-এর মতোই তিনি ইনিংস খেলেছেন। কিন্তু তাঁকে সঙ্গত করার মতো কেউই ছিলেন না। সাত, আট, নয়, দশে নেমে যথাক্রমে অ্যালেক্স ক্যারি ৮, মিচেল স্টার্ক ২, অধিনায়ক প্যাট কামিন্স ০, টড মারফি ১৩ রান করেন। ১১ নম্বর ব্যাটার স্কট বোল্যান্ড অপরাজিত থাকলেও, তিনি রানের খাতাই খোলেননি। শেষ পর্যন্ত ২৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: বিশ্বকাপের মূলপর্বে উঠল শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস, ভারতের সঙ্গে খেলা কবে, কোথায়?

ইংল্যান্ডের হয়ে মার্ক উড পাঁচ উইকেট নেন। প্রথম দু'টি টেস্টে দলে নেওয়া হয়নি তাঁকে। কিন্তু প্রত্যাবর্তন করেই পাঁচ উইকেট তুলে নেন তিনি। প্রথম দু'টি স্পেলে তাঁর বলের গতির গড় ছিল ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। তিনটি উইকেট নেন ক্রিস ওকস। ২টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সও যে আহামরি তা নয়। ইতিমধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছে তাদের। ওপেন করতে নেমে বেন ডাকেট ২ রান করেই আউট হয়ে যান। এর পর সাজঘরে ফিরে যান হ্যারি ব্রুক। তিনে নেমে ব্রুক মাত্র ৩ রান করেন। এই দু'টি উইকেটই নিয়েছেন প্য়াট কামিন্স। মিচেল মার্শ ফেরান আর এক ওপেনার জ্যাক ক্রলিকে। তিনি তাও ৩৯ বলে ৩৩ রান করেছেন। এখনও অজিদের চেয়ে ১৯৫ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। তবে ক্রিজে রয়েছেন জো রুট (১৯) এবং জনি বেয়ারস্টো (১)। এই জুটি যদি শুক্রবার টিকে যায়, তবে চাপ বাড়বে অস্ট্রেলিয়ার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চাবাহার নিয়ে ভারতকে 'নিষেধাজ্ঞা জুজু' দেখাল USA, জবাবে মুখ খুললন জয়শংকর কংগ্রেসে যোগ দিলেন বিজেপি MP জয়ন্তের পুত্র আরিশ, অস্বীকার করলেন দাদু যশবন্ত প্রচারে বেরিয়ে বিয়ের প্রস্তাব পেলেন দেবাংশু, শুনে কী বললেন তৃণমূল প্রার্থী? আইপিএলের ম্যাচেই মধুরেণ সমাপয়েৎ, লোকেশ রাহুলের দুরন্ত ক্য়াচ, হাততালি LSG মালিকের বাংলাদেশ সিরিজে দুরন্ত পারফরম্যান্স, আইসিসির ক্রমতালিকায় উন্নতি হরমনপ্রীত-রিচার IPL 2024-আগামী বছরই নিলামে ঝড় তুলবেন, অজি তারকাকে নিয়ে আগাম বার্তা মহারাজের রাজস্থানে খনিতে ছিঁড়ল লিফট, ৫৭৭ ফুট নীচে আটকে কলকাতা থেকে যাওয়া অফিসাররা ICC T20 World Cup- ভারত সেমিফাইনালে উঠলে ম্যাচ গায়ানাতে, নেই রিজার্ভ ডে হলদিরামের ৭৬% অংশিদারিত্ব কিনতে চায় ব্ল্যাকস্টোন, সংস্থার দমে ঘুরবে মাথা! সিবিএসসি-র দশম শ্রেণিতে কত নম্বর পেলেন বজরঙ্গি ভাইজানের ‘মুন্নি’ হর্ষালি?

Latest IPL News

আইপিএলের ম্যাচেই মধুরেণ সমাপয়েৎ, লোকেশ রাহুলের দুরন্ত ক্য়াচ, হাততালি LSG মালিকের IPL 2024-আগামী বছরই নিলামে ঝড় তুলবেন, অজি তারকাকে নিয়ে আগাম বার্তা মহারাজের IPL-অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে বিরাট, পার্পল ক্যাপে বুমরাহ,তবে আজই হতে পারে বদল অধিনায়কত্ব নিয়ে তুলোধনা গৌতির , প্রাক্তন অধিনায়ক স্বীকার করলেন নিজের ব্যর্থতা ঝোড়ো হাফ-সেঞ্চুরি বাংলার অভিষেকের, লখনউকে হারিয়ে লিগের অভিযান শেষ দিল্লির রাহুলের উপরে কি রেগে গিয়েছিলেন গোয়েঙ্কা? মুখ খুললেন LSG কোচ, সামনে এল আসল কারণ হার্দিকের সমর্থনে গম্ভীর, কার্যত ব্যক্তিগত আক্রমণ করলেন পিটারসেন ও এবিডি-কে আপনাকে মধ্যমা দেখাতে পারব না, হঠাৎ কেন হর্ষ ভোগলেকে এই কথা বললেন নীতীশ রানা দেখছি-আসছি-চাপ নেই: একাধিক বাংলা শব্দ বলে KKR ভক্তদের মন জিতলেন ফিল সল্ট IPL থেকে ছিটকে গিয়েও অশান্তি চলছেই, অনুশীলনে মুখ দেখাদেখি বন্ধ সূর্য-হার্দিকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.