বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > Asian Games: আজ শুরু এশিয়ান গেমস, কোন ইভেন্টে নামবে ভারত? কখন ও কোথায় ওপেনিং সেরিমনি লাইভ দেখবেন?

Asian Games: আজ শুরু এশিয়ান গেমস, কোন ইভেন্টে নামবে ভারত? কখন ও কোথায় ওপেনিং সেরিমনি লাইভ দেখবেন?

মনিকা বাত্রা। ছবি- রয়টার্স (REUTERS)

আজ শুরু হচ্ছে এশিয়ান গেমস। ভারতের কখন ম্যাচ। আর কোথায় দেখা যাবে এশিয়াডের ম্যাচ? জেনে নিন।

শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমসের মূল পর্ব। এবার ভারত থেকে প্রায় ৬৫০ জনের বেশি অ্যাথলিট এশিয়াডে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হরমনপ্রীত সিং এবং অলিম্পিক্সে পদক জয়ী লভলিনা বড়গোহাঁই। ইতিমধ্যেই ফুটবল এবং ক্রিকেটের গ্রুপ পর্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকে পদক জয়ের পর্ব শুরু হবে। ভারতীয় অ্যাথলিটরা চাইবে দেশের জন্য পদক নিয়ে আসতে। তবে প্রতিপক্ষও যে বেশ কঠিন তা ভালো করেই তারা জানে।

শনিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। প্রথম দিনেই ভারত কোন ইভেন্টে নামতে চলেছে, তা একবার দেখে নেওয়া যাক। ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় টেবিল টেনিসে নামবে ভারত। মহিলা দল সকাল সাড়ে ৭টায় নেপালের বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে পুরুষ টেনিস টেবিল দল সাড়ে ৯টায় তাজিকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।

পুরুষদের স্কেইলিংয়ে ৪৯ ইয়ারে ৮:৩০ থেকে খেলবে।‌ মিক্স ডিঙ্গি ৪৭০এ সকাল ৮টা ৩০ মিনিটে থেকে দেখা যাবে ভারতীয় দলকে। ছেলের ডিঙ্গিতে ভারত নামবে সকাল সাড়ে ৮টায়। তার কিছুক্ষন পরে পুরুষদের উইন্ডসার্ফিং দল সকাল ৮টা ৩৪ মিনিটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

মহিলাদের স্কিফ ৪৯ ইয়াকে সকাল ৮টা ৪০ মিনিটে থেকে খেলা হবে। মেয়েদের ডিঙ্গি আইএলসিএ৪ খেলা হবে সকাল ৮টা ৪০ মিনিটে। মহিলাদের ঘুড়ি ফর্মুলা কাইট খেলা হবে সকাল সাড়ে ১১টা থেকে। একই সময় মহিলাদের একক ডিঙ্গি আইএলসি খেলা হবে। মিশ্র মাল্টিহুল নাক্রা ১৭ হবে সেই সময় থেকেই। পুরুষদের উইন্ডসার্ফার আরএস এক্স হবে সকাল ১১টা ৩০ মিনিট থেকে। পুরুষদের কাইট–আইকে ফর্মুলা কাইট শুরু হবে সকাল ১১টা ৩৪ মিনিট থেকে।

ভারতের হয়ে টেবল টেনিসে কারা অংশ নিচ্ছেন দেখে নেওয়া যাক-

পুরুষ দল - শরথ কমল, জি সাথিয়ান, হরমিত দেশাই, মানব ঠক্কর, মানুশ শাহ।

মহিলা দল - মানিক বাত্রা, সৃজা আকুলা, সুতীর্থা মুখার্জি, আহিয়া মুখার্জি, দিয়া চিতালে।

পুরুষদের একক - শরথ কামাল, সাথিয়ান জ্ঞানসেকরন।

মহিলা একক - মানিকা বাত্রা, সৃজা আকুলা।

পুরুষদের ডাবলস - শরথ কমল/সাথিয়ান জ্ঞানসেকরন এবং মানব ঠক্কর/মানুষ শাহ।

মহিলা ডাবলস - সুতীর্থ মুখার্জি/আহিয়া মুখার্জি এবং সৃজা আকুলা/দিয়া চিতালে।

মিক্সড ডাবলস - মানিকা বাত্রা/সাথিয়ান জ্ঞানসেকরন এবং সৃজা আকুলা/হরমিত দেশাই।

এবারের এশিয়ান গেমস সরাসরি সম্প্রচার হবে সোনি লিভ অ্যাপে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সাবস্ক্রিবশন নিলেই দেখতে পাবেন এশিয়ান গেমসের সব ম্যাচ।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মধ্যস্থতা চান না জুনিয়র ডাক্তাররা, এবার খোলাচিঠিতে রাজ্যকে তোপ সব্যসাচী-অনীকদের 'অত্যন্ত সংবেদনশীল...', ভারত-কানাডা সংঘাতের আবহে মোদীকে বার্তা কংগ্রেসের ফের মূল্যবৃদ্ধি, একগুচ্ছ ওষুধের দাম বাড়ল ৫০ শতাংশ! তালিকায় কী কী? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে মুর্শিদাবাদে খুন, অভিযোগের তির হুমায়ুঁ কবিরের দিকে ৪ দিন আগেই হারিয়েছেন বাবাকে! দেশের স্বার্থে তবু মাঠে পাক অধিনায়ক! চোখ ভিজল জলে… কলকাতা পুলিশের ১৬৩ ধারা জারিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হল মামলা একসঙ্গে সুনিধি-শ্রেয়া! 'ছ্যায়লা'র সুরে মুগ্ধ নেটপাড়া বলছে, 'স্বপ্ন সত্যি হল…' আজ বাদে কাল লক্ষ্মীপুজো, পাঁচালি জোগার করেছেন? দরকার নেই, পড়ে নিন এখান থেকে ট্রুডোর মুখোশ খুললেন তাঁরই দেশের লোক! বিষ্ণোই গ্যাংয়ের যোগের দাবি কানাডার ‘থুতু মিশিয়ে খাবার পরিবেশন’! জোড়া অধ্যাদেশ জারি করে কড়া আইন আনছে যোগী সরকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.