শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমসের মূল পর্ব। এবার ভারত থেকে প্রায় ৬৫০ জনের বেশি অ্যাথলিট এশিয়াডে অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হরমনপ্রীত সিং এবং অলিম্পিক্সে পদক জয়ী লভলিনা বড়গোহাঁই। ইতিমধ্যেই ফুটবল এবং ক্রিকেটের গ্রুপ পর্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে। শনিবার থেকে পদক জয়ের পর্ব শুরু হবে। ভারতীয় অ্যাথলিটরা চাইবে দেশের জন্য পদক নিয়ে আসতে। তবে প্রতিপক্ষও যে বেশ কঠিন তা ভালো করেই তারা জানে।
শনিবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। প্রথম দিনেই ভারত কোন ইভেন্টে নামতে চলেছে, তা একবার দেখে নেওয়া যাক। ভারতীয় সময় সকাল সাড়ে সাতটায় টেবিল টেনিসে নামবে ভারত। মহিলা দল সকাল সাড়ে ৭টায় নেপালের বিরুদ্ধে খেলতে নামবে। অন্যদিকে পুরুষ টেনিস টেবিল দল সাড়ে ৯টায় তাজিকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।
পুরুষদের স্কেইলিংয়ে ৪৯ ইয়ারে ৮:৩০ থেকে খেলবে। মিক্স ডিঙ্গি ৪৭০এ সকাল ৮টা ৩০ মিনিটে থেকে দেখা যাবে ভারতীয় দলকে। ছেলের ডিঙ্গিতে ভারত নামবে সকাল সাড়ে ৮টায়। তার কিছুক্ষন পরে পুরুষদের উইন্ডসার্ফিং দল সকাল ৮টা ৩৪ মিনিটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
মহিলাদের স্কিফ ৪৯ ইয়াকে সকাল ৮টা ৪০ মিনিটে থেকে খেলা হবে। মেয়েদের ডিঙ্গি আইএলসিএ৪ খেলা হবে সকাল ৮টা ৪০ মিনিটে। মহিলাদের ঘুড়ি ফর্মুলা কাইট খেলা হবে সকাল সাড়ে ১১টা থেকে। একই সময় মহিলাদের একক ডিঙ্গি আইএলসি খেলা হবে। মিশ্র মাল্টিহুল নাক্রা ১৭ হবে সেই সময় থেকেই। পুরুষদের উইন্ডসার্ফার আরএস এক্স হবে সকাল ১১টা ৩০ মিনিট থেকে। পুরুষদের কাইট–আইকে ফর্মুলা কাইট শুরু হবে সকাল ১১টা ৩৪ মিনিট থেকে।
ভারতের হয়ে টেবল টেনিসে কারা অংশ নিচ্ছেন দেখে নেওয়া যাক-
পুরুষ দল - শরথ কমল, জি সাথিয়ান, হরমিত দেশাই, মানব ঠক্কর, মানুশ শাহ।
মহিলা দল - মানিক বাত্রা, সৃজা আকুলা, সুতীর্থা মুখার্জি, আহিয়া মুখার্জি, দিয়া চিতালে।
পুরুষদের একক - শরথ কামাল, সাথিয়ান জ্ঞানসেকরন।
মহিলা একক - মানিকা বাত্রা, সৃজা আকুলা।
পুরুষদের ডাবলস - শরথ কমল/সাথিয়ান জ্ঞানসেকরন এবং মানব ঠক্কর/মানুষ শাহ।
মহিলা ডাবলস - সুতীর্থ মুখার্জি/আহিয়া মুখার্জি এবং সৃজা আকুলা/দিয়া চিতালে।
মিক্সড ডাবলস - মানিকা বাত্রা/সাথিয়ান জ্ঞানসেকরন এবং সৃজা আকুলা/হরমিত দেশাই।
এবারের এশিয়ান গেমস সরাসরি সম্প্রচার হবে সোনি লিভ অ্যাপে। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর সাবস্ক্রিবশন নিলেই দেখতে পাবেন এশিয়ান গেমসের সব ম্যাচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।