বাংলা নিউজ > ময়দান > T20I জয়ের সেঞ্চুরিতেও ফিফটি-ফিফটি ভাগ, বিরল নজির অস্ট্রেলিয়ার

T20I জয়ের সেঞ্চুরিতেও ফিফটি-ফিফটি ভাগ, বিরল নজির অস্ট্রেলিয়ার

আইরিশদের বিরুদ্ধে দাপুটে জয় অস্ট্রেলিয়ার। ছবি- আইসিসি।

ত্রিদেশিয় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে মাইলস্টোন ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্ত নজির গড়ে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে হারানো মাত্রই দ্বিতীয় দল হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের মাইলস্টোন ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।

মেয়েদের ক্রিকেটে অজিদের আগে ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের কৃতিত্ব রয়েছে কেবল ইংল্যান্ডের। উল্লেখযোগ্য বিষয় হল, অস্ট্রেলিয়া ৫০টি ম্যাচ জিতেছে শুরুতে ব্যাট করে। বাকি ৫০টি ম্যাচ জিতেছে রান রান তাড়া করতে নেমে। সুতরাং বলাই যায় যে, ১০০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়েও ৫০-৫০ ভাগ রয়েছে অজিদের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া মাঠে নামে পাকিস্তানের বিরুদ্ধে। বৃষ্টির জন্য ম্যাচটি মাঝপথেই পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া মুখোমুখি হয় আইরিশদের। সেই ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় অজিরা।

আরও পড়ুন:- ভিডিয়ো: নেটে ঝুলন গোস্বামীর বলে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি সারছেন লোকেশ রাহুল

প্রথমে ব্যাট করে আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৯৯ রান সংগ্রহ করে। রেবেকা ২২, ওরলা ১২, লিয়া পল ১২ ও ক্যানিং ১৪ রান করেন। ৩টি উইকেট নেন অ্যালানা কিং। ২টি উইকেট নেন ডার্সি ব্রাউন।

আরও পড়ুন:- ওয়ার্নের 'বল অফ দি সেঞ্চুরি'কে মনে করিয়ে কুশল মেন্ডিসকে ফেরালেন ইয়াসির শাহ

পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১০৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অ্যালিসা হিলি ১০ রান করে আউট হন। বেথ মুনি ৪৫ ও মেগ ল্যানিং ৩৯ রান করে নট-আউট থাকেন। একমাত্র উইকেটটি নেন কেলি। ম্যাচের সেরার পুরস্কার জেতেন কিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন