বাংলা নিউজ > ময়দান > BAN vs IND: ODI সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ,ছিটকে গেলেন তামিম ইকবাল

BAN vs IND: ODI সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ,ছিটকে গেলেন তামিম ইকবাল

তামিম ইকবাল।

সিরিজের আগে বুধবার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার সময়ে চোট পান তামিম। চোট কতটা গুরুতর, সেটা জানার জন্য তামিমের স্ক্যান করানো হয়। এর পর বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে তামিমকে দু'সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ছিটকে গেলেন দলের অধিনায়ক তামিম ইকবাল। জানা গিয়েছে, তাঁর কুঁচকিচে চোট রয়েছে। যে কারণে নিয়মিত অধিনায়ককে ছাড়াই ভারতের বিরুদ্ধে খেলতে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শুধু ওয়ানডে সিরিজ নয়, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও তামিমকে পাওয়া নিয়ে আশঙ্কা রয়েছে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র।

সিরিজের আগে বুধবার নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার সময়ে চোট পান তামিম। চোট কতটা গুরুতর, সেটা জানার জন্য তামিমের স্ক্যান করানো হয়। এর পর বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে তামিমকে দু'সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। এমনটাই সূত্রের খবর। আগামী ৪ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, শেষ ম্যাচটি ১০ ডিসেম্বর।

আরও পড়ুন: চেতনের চেয়ারে বসতে পারেন প্রসাদ, জাতীয় নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কারা?

শুরুতে শোনা গিয়েছে তামিম হাঁটুতে চোট পেয়েছেন। পরে অবশ্য কুঁচকির চোটের কথা জানা যায়। এই বিষয়ে যদিও আনুষ্ঠানিক এখনও কিছু জানায়নি বিসিবি। তামিম ছিটকে গেলেও, তাঁর পরিবর্তে আপাতত কাউকে নেওয়া হচ্ছে না, এমনটাও শোনা গিয়েছে। পূর্ণ মেয়াদে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার পর এই প্রথম কোনও সিরিজ খেলতে পারছেন না তামিম।

তামিমের আগেই চোটের কবলে পড়েন ওয়ানডে সিরিজের দলে থাকা পেসার তাসকিন আহমেদ। পিঠের পুরোনো চোট ফিরে আসায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে পারছেন না তিনি। তবে তাঁরও ক্ষেত্রে কিন্তু পুরো সিরিজে খেলা নিয়ে আশঙ্কা আছে। তাসকিনের পরিবর্ত হিসেবে বাংলাদেশের ‘এ’ দল থেকে নেওয়া হয়েছে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামকে।

আরও পড়ুন: 'কোথায় যেন আছি আমরা?' লাইভ ইন্টারভিউয়ের মাঝে ওয়াশিংটন ভুলে গেলেন, কোথায় খেলছেন

পিঠের ব্যথার কারণে ৫০ ওভারের বিসিএলে শুধু প্রথম রাউন্ড খেলেছেন তাসকিন। এর পর বিশ্রাম নিয়েছেন কিছু দিন। মাঝে এক দিন বোলিং করেছিলেন। কিন্তু প্রস্তুতি ম্যাচ খেলেননি তাসকিন। জানা গিয়েছে, তিনি ব্যথা কমানোর ইঞ্জেকশন নিচ্ছেন।

২০১৫ সালের পর প্রথম বারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারতীয় দল। মিরপুরে প্রথম ওয়ানডে হবে ৪ ডিসেম্বর, ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। চট্টগ্রামে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডের পর ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে শেষ টেস্ট শুরু হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হাজার হাজার চাকরি খাবে স্যামসাং! কতটা চাপে পড়বে ভারত প্রথম ইনিংসে ধস, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় যুব টেস্টে ফলো-অনের লজ্জায় অস্ট্রেলিয়া পুলিশের সামনেই সপাটে চড় বিধায়ককে, পরে পেটালেন আরও ১ জন, পালটা জুটল মার- ভিডিয়ো একের পর এক মেডিক্যাল কলেজে গণইস্তফা সিনিয়র চিকিৎসকদের, পাত্তা দিতে নারাজ নবান্ন গুরুগ্রামে জয়জয়কার বিজেপির, চারটি আসনেই ফুটল পদ্ম উৎসবের আবহে UPI লেনদেনে বড় বদল, ষষ্ঠীতে কী ঘোষণা করল RBI? পুজো মণ্ডপে গিয়ে ডাকের তালে নাচলেন তনুশ্রী, বাদ গেলেন না সুস্মিতাও... 'আমি কি ভিনগ্রহের প্রাণী?...' নিজের আবাসনের পুজো নিয়ে কী বলছেন শ্রীলেখা? ‘‌আমার মন মেজাজ ভাল নেই’‌, প্রেসিডেন্সি জেলে প্রতিমায় মাথা ঠেকিয়ে কাঁদলেন পার্থ ‘রণবীরের শয্যাসঙ্গী… অ্যানিম্যালের পর ৩দিন ধরে শুধুই কেঁদেছি’, কেন বললেন তৃপ্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.