ইডেনে রঞ্জি ট্রফির প্রথম ২ ম্য়াচ থেকে বাংলা সাকুল্যে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে। এবার নাগাল্যান্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ থেকে বোনাস-সহ ৭ পয়েন্ট সংগ্রহ করার হাতছানি রয়েছে মনোজ তিওয়ারিদের সামনে। তবে তার জন্য নাগাল্যান্ডকে ইনিংসে অথবা ১০ উইকেটে হারাতে হবে। দ্বিতীয় দিনের শেষেই প্রথম ইনিংসের নিরিখে বড়সড় লিড নিয়েছিল বাংলা। তৃতীয় দিনে মনোজরা সেই লিড আরও বাড়িয়ে নেন। তৃতীয় দিনেই বাংলার বোলাররা নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংস অতি সস্তায় গুটিয়ে দেন। ফলে এক দিন বাকি থাকতেই ইনিংসে ম্যাচ জেতেন মনোজ তিওয়ারিরা।
ম্যাচের সেরা প্রদীপ্ত
প্রথম ইনিংসে ২৪.৪ ওভার বল করে ৪টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। দ্বিতীয় ইনিংসে তিনি ১৩ ওভার বল করে ৩টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। দুই ইনিংস মিলিয়ে মোট ৮টি উইকেট সংগ্রহ করে ম্য়াচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন প্রদীপ্ত প্রামানিক।
৭ পয়েন্ট ঘরে তুলল বাংলা
সরাসরি ম্যাচ জিতলে বাংলার হাতে আসত ৬ পয়েন্ট। তবে নাগাল্যান্ডকে এক ইনিংসের ব্যবধানে পরাজিত করার সুবাদে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে তোলেন মনোজ তিওয়ারিরা। ৩ ম্যাচে বাংলার সংগ্রহ দাঁড়ায় সাকুল্যে ১৬ পয়েন্ট। আপাতত তারা উত্তরাখণ্ডকে টপকে এলিট-এ গ্রুপের এক নম্বরে উঠে আসে।
ইনিংসে জয় বাংলার
প্রথম ইনিংসের নিরিখে ২৮৪ রানে পিছিয়ে থাকা নাগাল্যান্ড দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় ১২৩ রান। সুতরাং, এক ইনিংস ও ১৬১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে বাংলা।
দ্বিতীয় ইনিংসে অল-আউট নাগাল্যান্ড
৪৫.৩ ওভারে শাহবাজ আহমেদের বলে অভিমন্যু ঈশ্বরনের হাতে ধরা পড়েন হপংকিউ। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি নাগাল্য়ান্ড দ্বিতীয় ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১২৩ রানে। ৪ বলে ২ রান করে অপরাজিত থাকেন কেঁসে। করণ লাল ৪৭ রানে ৫টি উইকেট নেন। ৩৮ রানে ৩টি উইকেট নেন শাহবাজ আহমেদ। ২৪ রানে ২টি উইেট নেন প্রদীপ্ত প্রামানিক।
শাহবাদের দ্বিতীয় শিকার নাগাহো
৪৫.২ ওভারে শাহবাজ আহমেদের বলে কৌশিক ঘোষের হাতে ধরা পড়েন নাগাহো। ৯ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। নাগাল্যান্ড ১২৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হপংকিউ।
শ্রীকান্তের উইকেট তুলে নিলেন শাহবাজ
৪৩.৪ ওভারে শাহবাজ আহমেদের বলে মনোজ তিওয়ারির হাতে ধরা পড়েন শ্রীকান্ত মুন্ধে। ৮১ বলে ২৮ রান করেন তিনি। মারেন ২টি চার। নাগাল্যান্ড ১২০ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেঁসে।
৫ উইকেট করণ লালের
৪২.২ ওভারে করণ লালের বলে সুদীপ ঘরামির হাতে ধরা পড়েন ইমলিবতি লেমতুর। ২৪ বলে ৫ রান করেন তিনি। নাগাল্যান্ড ১১২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নামেন নাগাহো। করণ লাল দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট দখল করেন।
রুপেরো আউট, চায়ের বিরতি
৩৪.৩ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে শাহবাজ আহমেদের হাতে ধরা পড়েন রুপোরো। ২৫ বলে ১৪ রান করেন তিনি। মারেন ২টি চার। নাগাল্যান্ড ৯৭ রানে ৬ উইকেট হারায়। রুপেরো ফেরা মাত্রই চায়ের বিরতি ঘোষিত হয়। এখনও প্রথম ইনিংসের নিরিখে বাংলার থেকে ১৮৭ রানে পিছিয়ে রয়েছে নাগাল্যান্ড। হাতে রয়েছে মাত্র ৪টি উইকেট। সুতরাং, তাদের ইনিংস হার এড়ানো মুশকিল দেখাচ্ছে। ১৮ রানে ব্যাট করছেন শ্রীকান্ত। করণ লাল ১৩ ওভার বল করে ৩৪ রানে ৪টি উইকেট নিয়েছেন। ৯.৩ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন প্রদীপ্ত প্রামানিক।
৫ উইকেট হারাল নাগাল্যান্ড
প্রথম ইনিংসে মাত্র ৪ ওভার বল করার সুযোগ পান অভিষেককারী করণ লাল। ১৩ রান খরচ করে কোনও উইকেট পাননি তিনি। তবে দ্বিতীয় ইনিংসে নাগাল্যান্ড শিবিরে ধস নামালেন করণ। প্রথম পাঁচটি উইকেটের মধ্যে একাই ফেরালেন চারজনকে। ২৭.৪ ওভারে করণের বলে প্রদীপ্ত প্রামানিকের হাতে ধরা পড়েন ঝিমোমি। ৩৪ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। নাগাল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রুপেরো।
চেতনকে ফেরালেন করণ
১৮.৪ ওভারে করণ লালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন চেতন বিস্ট। ৫ বলে ৪ রান করেন তিনি। নাগাল্য়ান্ড দ্বিতীয় ইনিংসে ৫৭ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন ঝিমোমি। করণ ৬ ওভারে ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।
করণের দ্বিতীয় শিকার জোনাথন
১৬.৫ ওভারে করণ লালের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জোনাথন। ২ বলে ২ রান করেন তিনি। নাগাল্যান্ড ৫৩ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চেতন বিস্ট।
জোশুয়াকে ফেরালেন প্রদীপ্ত
১৫.৬ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে মনোজ তিওয়ারির হাতে ধরা পড়েন জোশুয়া। ৪৩ বলে ২৬ রান করেন তিনি। মারেন ৪টি চার। নাগাল্যান্ড৫০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোনাথন।
যুগন্ধরকে ফেরালেন করণ লাল
১৪.১ ওভারে করণ লালের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন যুগন্ধর। ৪৮ বলে ১৯ রান করেন তিনি। মারেন ৩টি চার। নাগাল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রীকান্ত মুন্ধ।
নাগাল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু
দ্বিতীয় ইনিংসে নাগাল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন যুগন্ধর ও জোশুয়া। ৫.৪ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে নাগাল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৭ রান। জোশুয়া ১৩ ও যুগন্ধর ২ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি মনোজের, ব্যাট ছাড়ল বাংলা
৪টি বাউন্ডারির সাহায্যে ৫৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মনোজ তিওয়ারি। ৯৬ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪৫০ রান তুলে বাংলা তাদের প্রথম ইনিংস ডিক্লেয়াক করে দেয়। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে বাংলা এগিয়ে থাকে ২৮৪ রানে। মনোজ ৬০ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। ৫৫ বলে ৭৫ রান করে নট-আউট থাকেন শাহবাজ আহমেদ।
হাফ-সেঞ্চুরি শাহবাজের, লাঞ্চের বিরতি
৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শাহবাজ আহমেদ। তৃতীয় দিনের লাঞ্চে ৯৪ ওভার ব্যাট করে বাংলার স্কোর ৪ উইকেটে ৪৪৪ রান। ৪৭ বলে ৭১ রান করেছেন শাহবাজ। তিনি ৪টি চার ও ৫টি ছক্কা মেরেছেন। ৫৬ বলে ৪৯ রান করেছেন মনোজ তিওয়ারি। তিনি ৪টি চার মেরেছেন। নাগাল্যান্ডের ১৬৬ রানকে ছাপিয়ে বাংলাহ হাতে লিড রয়েছে ২৭৮ রানের।
বাংলার লিড ছাড়াল ২০০
৮৯ ওবার শেষে বাংলার সংগ্রহ ৪ উইকেটে ৩৮১ রান। সুতরাং, বাংলার হাতে লিড রয়েছে ২১৫ রানের। মনোজ ৪৫ বলে ৩৯ রান করেছেন। ২৭ বলে ২০ রান করেছেন শাহবাজ। মনোজ ৪টি চার মেরেছেন। শাহবাজ ১টি ছক্কা হাঁকিয়েছেন।
তৃতীয় দিনের খেলা শুরু
নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় তৃতীয় দিনের খেলা। ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার মনোজ তিওয়ারি ও শাহবাজ আহমেদ। ৮৫ ওভার শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ৩৪৯ রান। বাংলার হাতে লিড ১৮৩ রানের। মনোজ ২০ ও শাহবাজ ৮ রানে ব্যাট করছেন।
নির্ধারিত সময়ে শুরু হয়নি তৃতীয় দিনের খেলা
মন্দ আলোয় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি তৃতীয় দিনের খেলা। ইতিমধ্যেই প্রথম দু'দিনে বেশ কিছু ওভার নষ্ট হয়েছে পর্যাপ্ত আলো না থাকায়। তৃতীয় দিনে ৯০ ওভারের কোটা পূর্ণ করা যাবে কিনা, সংশয় রয়েছে সেই বিষয়েও।
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনের শুরুতেই নাগাল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৬৬ রানের মাথায়। প্রদীপ্ত প্রামানিক একাই ৬টি উইকেট দখল করেন। পালটা ব্যাট করতে নেমে বাংলা দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান তোলে। সুতরাং, দ্বিতীয় দিনেই বাংলা লিড নেয় ১৭০ রানের। অভিমন্যু ঈশ্বরন ১৭০ ও সুদীপ ঘরামি ১০৪ রান করে আউট হন। ২৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মনোজ তিওয়ারি। ৬ বলে ১ রান করে নট-আউট থাকেন শাহবাজ আহমেদ।
প্রথম দিনের স্কোর
টস জিতে শুরুতে ব্যাট করতে নামা নাগাল্যান্ড প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তোলে। প্রথম দিনে তারা সাকুল্যে ৬২ ওভার ব্যাট করে। চেতন বিস্ট দলের হয়ে সব থেকে বেশি ৬৪ রান করেন। এছাড়া জোনাথন ও লেমতুর, উভয়েই ২৫ রান করে যোগদান রাখেন দলের ইনিংসে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।