মালয়েশিয়ার মালেকায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন বাংলার দাবাড়ু গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে ৯ পয়েন্টের মধ্যে সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেন এই বাঙালি তরুণ। চৌষট্টি খোপের দুনিয়ায় বড়সড় সাফল্য পেল বাংলার ছেলে। এই সাফল্য বাংলার দাবার জন্য ভীষণ ইতিবাচক ছবি মনে করা হচ্ছে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ওপেন রাউন্ডে ভারতীয় দাবাড়ুরাই দাপট দেখান। শেষ ৯ সংস্করণেই সোনা জিতেছেন কোনও না কোনও ভারতীয়। মঙ্গলবার মালয়েশিয়ার মালেকায় সেই ধারা অব্যাহত রাখতে পেরে খুশি মিত্রাভ গুহ।
তবে একা মিত্রাভ গুহ নন, মালেকা থেকে পদক নিয়ে ফিরছে আরও দুই বাঙালি দাবাড়ু। এরমধ্যে অনূর্ধ্ব-৮ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুদে সর্বার্থ মণি। জানা গিয়েছে ৯ পয়েন্টের মধ্যে ৯ পয়েন্টই পেয়েছে সে। অর্থাৎ সব ম্যাচই জিতে চ্যাম্পিয়ন হয়েছে গতবছর অনূর্ধ্ব-৭ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হওয়া সর্বার্থ। অন্যদিকে, মেয়েদের অনূর্ধ্ব-১৪ বিভাগে রানার্স হয়েছে সপর্যা ঘোষ। গত ডিসেম্বরে সংযুক্ত আরব আমির শাহিতে এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে চারটি পদক পেয়েছিল বাংলার এই দাবাড়ু। তবে বাংলার আরেক গ্র্যান্ডমাস্টার সায়ন্তন দাস প্রতিযোগিতার ওপেন বিভাগে নবম স্থানে থেকে শেষ করেছেন।
গত বছর শ্রীলঙ্কায় আয়োজিত হয়েছিল কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন মিত্রাভ গুহ। তিনি জিতেছিলেন রুপোর পদক। এবার পদকের রঙ বদলে গিয়েছে। সোনা জিতেছেন মিত্রাভ। সাফল্যের ব্যাপারে শুরু থেকে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। সোনা জেতার পরে মিত্রাভ গুহ বলেছেন, ‘কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে আগের বার রুপো পেয়েছিলাম। ফলে এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হওয়া নিয়ে বাড়তি তৎপরতা ছিল। সেই লক্ষ্যপূরণ হয়েছে। আমি খুশি।’ অবশ্য মালেকায় চ্যাম্পিয়ন হয়েই পরবর্তী প্রতিযোগিতা নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তিনি। ৪ মার্চ থেকে মহারাষ্ট্রের নাসিকে শুরু হচ্ছে জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ। সেখানে ভালো ফল করাই আপাতত পাখির চোখ এই গ্র্যান্ডমাস্টারের।
মালেকায় প্রথম থেকেই চ্যাম্পিয়নের মেজাজে ছিলেন মিত্রাভ। প্রথম রাউন্ডে স্থানীয় দাবাড়ু জিন চেং চংকে হারান তিনি। কালো ঘুঁটি নিয়ে খেলে ২৮ চালেই ম্যাচ জেতেন মিত্রাভ। পরের দুই রাউন্ডে অজি তু জিয়াং গুয়েন এবং সিঙ্গাপুরের কুইয়ানিউন গংকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেন তিনি। এরপর স্বদেশী দীপন চক্রবর্তীকে হারালেও পঞ্চম রাউন্ডে ভারতেরই গ্র্যান্ডমাস্টার এমআর ললিতবাবুর কাছে হার মানেন মিত্রাভ। ষষ্ঠ রাউন্ডে সিঙ্গাপুরের জেনং ওংয়ের সঙ্গে ড্র করেন তিনি। তবে এরপর আর থামানো যায়নি মিত্রাভকে। শেষ তিন রাউন্ডে ফের জয়ের হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন হয়ে যান তিনি। এই তিন রাউন্ডে তিনি যথাক্রমে মালয়েশিয়ার জুও রেন লিম এবং ভারতের বৈভর সুরি ও এস রোহিত কৃষ্ণকে হারিয়েছেন মিত্রাভ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য তিন জন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন মিত্রাভ গুহ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।