
County Championship: অনেক কিছু শিখছি, ‘লেজেন্ড’ হাসান আলির সঙ্গে খেলার অভিজ্ঞতা ভাগ করলেন অ্যান্ডারসন
১ মিনিটে পড়ুন . Updated: 11 May 2022, 10:49 PM IST- অ্যান্ডারসন ও হাসান আলি বর্তমানে একসঙ্গে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন।
ভরা আইপিএল মরশুমের মাঝেই রমরমিয়ে চলছে কাউন্টি ক্রিকেটও। চেতেশ্বর পূজারার পাশাপাশি একঝাঁক পাকিস্তানি তারকাও সেখানে অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে অন্যতম হলেন হাসান আলি। ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টিতে আগুনে ফর্মে রয়েছেন হাসান আলি।
ইতিমধ্যেই ২৪ উইকেট নিয়ে ফেলা পাকিস্তানি ফাস্ট বোলার হাসান বর্তমানে কাউন্টির সর্বোচ্চ উইকেটশিকারী। ল্যাঙ্কাশায়ারের হয়ে হাসানের সঙ্গেই সাজঘর ভাগ করছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনও। পাক তারাকার পাশে খেলার অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুললেন তিনি। BBC Radio 5 Live-এ অ্যান্ডারসন বলেন, ‘হাসান আলি একজন লেজেন্ড এবং তুখড় বোলার। ও বেশ জোরে বল করে এবং প্রতিটি বলেই নিজের সবটা উজাড় করে দেয়। ওর সঙ্গে বোলিং করার অভিজ্ঞতাটা দারুণ। আগে খেলা হয়নি যাদের সঙ্গে, এমন খেলোয়াড়দের সঙ্গে খেললে, তাদের প্রস্তুতি দেখলে অনেক কিছু শেখা যায়। যদিও ও আমায় বেশি প্রশ্ন করে, তবে আমিও ওর থেকে অনেক কিছু শিখছি।’
হাসানের উদ্যম দেখে উচ্ছ্বসিত অ্যান্ডারসন। তিনি পাক তারকার বিষয়ে কথা বলতে গিয়ে যোগ করেন, ‘ও ক্রিকেট এবং বোলিং করাটা ভীষণ পছন্দ করে। যখন বিদেশি খেলোয়াড়কে সই করানো হয়, তখন ঠিক বোঝা যায় না ওরা এই পরিবেশের অভিজ্ঞতা অর্জন করতে আসছে না স্রেফ টাকার লোভে আসছে। তবে ও ক্রিকেটটাকেই খুব ভালবাসে। পারলে তো সারাদিনই বল করে, কখনও ক্লান্তি বা বিশ্রাম নেওয়ার খাতিরে কিন্তু অধিনায়ককে না করে না ও।’