বাংলা নিউজ > ময়দান > Duleep Trophy 2023: সেট হয়ে আউট পৃথ্বী, ডাহা ফেল সূর্যকুমার-সরফরাজ, ধসের মুখে বাঁধ দেওয়ার চেষ্টায় পূজারা

Duleep Trophy 2023: সেট হয়ে আউট পৃথ্বী, ডাহা ফেল সূর্যকুমার-সরফরাজ, ধসের মুখে বাঁধ দেওয়ার চেষ্টায় পূজারা

পৃথ্বী শ ও চেতেশ্বর পূজারা। ছবি- পিটিআই/বিসিসিআই।

West Zone vs Central Zone Duleep Trophy 2023 Semi-Final: দলীপ ট্রফির সেমিফাইনালে শুরুতেই পঞ্চিমাঞ্চল শিবিরে জোড়া ধাক্কা দেন মধ্যাঞ্চল দলনায়ক শিবম মাভি।

ব্যাট হাতে খারাপ ফর্ম কাটিয়ে উঠতে ব্যর্থ পৃথ্বী শ। পঞ্চিমাঞ্চলের হয়ে দলীপ ট্রফির সেমিফাইনালে সেট হয়েও আউট হয়ে বসেন তারকা ওপেনার। অন্যদিকে জাতীয় দল থেকে বাদ পড়ে দলীপ ট্রফিকে কামব্যাকের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছেন চেতেশ্বর পূজারা। মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রাথমিক ব্যাটিং বিপযয় রোধের চেষ্টায় ঠুকঠুক করছেন তিনি।

আলুরে দলীপ ট্রফির সেমিফাইনালে সম্মুখসমরে নামে পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল। শিবম মাভির নেতৃত্বাধীন মধ্যাঞ্চল কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চলের বাধা টপকে শেষ চারে জায়গা করে নেয়। সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্চিমাঞ্চল। তারা প্রথম দিনের লাঞ্চে ৩১ ওভার ব্যাট করে ৬৩ রান সংগ্রহ করে। যদিও দিনের প্রথম সেশনেই টপ-মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যানের উইকেট হারাতে হয় প্রিয়ঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চলকে।

ক্যাপ্টেন পাঞ্চালের সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে নামেন পৃথ্বী। পঞ্চিমাঞ্চলের দুই গোড়াপত্তনকারী ব্যাটার দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন। শেষে সৌরভ কুমার প্রথম সাফল্য এনে দেন মধ্যাঞ্চলকে। ইনিংসের ১৬তম ওভারে সৌরভের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন পৃথ্বী। আউট হওয়ার আগে ৪টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ২৬ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন:- Praveen Kumar Car Accident: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার প্রবীণ কুমার

পৃথ্বীকে অনুসরণ করে পরের ওভারেই মাঠ ছাড়েন প্রিয়ঙ্ক। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ১৩ রান করে যশ ঠাকুরের বলে এলবিডব্লিউ হন তিনি। দলগত ৪৩ রানের মাথায় দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে পঞ্চিমাঞ্চল। ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৭ রান করেন। শিবম মাভির বলে জুরেলের হাতেই ধরা দিয়ে সাজঘরের পথে হাঁটা লাগান সূর্য।

আরও পড়ুন:- The Hundred: ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টকে বিপদে ফেলে ম্যাক্সওয়েল-মার্শকে সরিয়ে নিল অস্ট্রেলিয়া, IPL হলে পারত?

খাতা খুলতে পারেননি সরফরাজ খান। ১২ বলের নড়বড়ে ইনিংস খেলে মাভির বলে বোল্ড হন তিনি। দলগত ৫৬ রানের মাথায় তৃতীয় ও চতুর্থ উইকেট হারায় পঞ্চিমাঞ্চল। হেত প্যাটেলকে সঙ্গে নিয়ে ধসের মুখে দেওয়াল তোলার চেষ্টা জারি রাখেন চেতেশ্বর পূজারা। লাঞ্চে তিনি ব্যাট করছিলেন ব্যক্তিগত ৭ রানে। সেই পর্যন্ত ৪৭ বলের ইনিংসে চেতেশ্বর ১টি চার মারেন। হেত প্যাটেল ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ৫ রান করে লাঞ্চের বিরতিতে যান। মধ্যাঞ্চলের হয়ে প্রথম সেশনে শিবম মাভি একজোড়া উইকেট তুললেও কোনও সাফল্য পাননি আবেশ খান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

LIVE: আজ কাটবে জট? একগুচ্ছ প্রশ্ন নিয়ে আলো ফুটল জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.