ব্যাট হাতে খারাপ ফর্ম কাটিয়ে উঠতে ব্যর্থ পৃথ্বী শ। পঞ্চিমাঞ্চলের হয়ে দলীপ ট্রফির সেমিফাইনালে সেট হয়েও আউট হয়ে বসেন তারকা ওপেনার। অন্যদিকে জাতীয় দল থেকে বাদ পড়ে দলীপ ট্রফিকে কামব্যাকের মঞ্চ হিসেবে ব্যবহার করতে চাইছেন চেতেশ্বর পূজারা। মধ্যাঞ্চলের বিরুদ্ধে প্রাথমিক ব্যাটিং বিপযয় রোধের চেষ্টায় ঠুকঠুক করছেন তিনি।
আলুরে দলীপ ট্রফির সেমিফাইনালে সম্মুখসমরে নামে পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চল। শিবম মাভির নেতৃত্বাধীন মধ্যাঞ্চল কোয়ার্টার ফাইনালে পূর্বাঞ্চলের বাধা টপকে শেষ চারে জায়গা করে নেয়। সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্চিমাঞ্চল। তারা প্রথম দিনের লাঞ্চে ৩১ ওভার ব্যাট করে ৬৩ রান সংগ্রহ করে। যদিও দিনের প্রথম সেশনেই টপ-মিডল অর্ডারের চারজন ব্যাটসম্যানের উইকেট হারাতে হয় প্রিয়ঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চলকে।
ক্যাপ্টেন পাঞ্চালের সঙ্গে জুটি বেঁধে ওপেন করতে নামেন পৃথ্বী। পঞ্চিমাঞ্চলের দুই গোড়াপত্তনকারী ব্যাটার দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন। শেষে সৌরভ কুমার প্রথম সাফল্য এনে দেন মধ্যাঞ্চলকে। ইনিংসের ১৬তম ওভারে সৌরভের বলে ধ্রুব জুরেলের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন পৃথ্বী। আউট হওয়ার আগে ৪টি বাউন্ডারির সাহায্যে ৫৪ বলে ২৬ রানের সংক্ষিপ্ত ইনিংস খেলেন তিনি।
পৃথ্বীকে অনুসরণ করে পরের ওভারেই মাঠ ছাড়েন প্রিয়ঙ্ক। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৪ বলে ১৩ রান করে যশ ঠাকুরের বলে এলবিডব্লিউ হন তিনি। দলগত ৪৩ রানের মাথায় দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে পঞ্চিমাঞ্চল। ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। তিনি চার নম্বরে ব্যাট করতে নেমে ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ৭ রান করেন। শিবম মাভির বলে জুরেলের হাতেই ধরা দিয়ে সাজঘরের পথে হাঁটা লাগান সূর্য।
খাতা খুলতে পারেননি সরফরাজ খান। ১২ বলের নড়বড়ে ইনিংস খেলে মাভির বলে বোল্ড হন তিনি। দলগত ৫৬ রানের মাথায় তৃতীয় ও চতুর্থ উইকেট হারায় পঞ্চিমাঞ্চল। হেত প্যাটেলকে সঙ্গে নিয়ে ধসের মুখে দেওয়াল তোলার চেষ্টা জারি রাখেন চেতেশ্বর পূজারা। লাঞ্চে তিনি ব্যাট করছিলেন ব্যক্তিগত ৭ রানে। সেই পর্যন্ত ৪৭ বলের ইনিংসে চেতেশ্বর ১টি চার মারেন। হেত প্যাটেল ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ৫ রান করে লাঞ্চের বিরতিতে যান। মধ্যাঞ্চলের হয়ে প্রথম সেশনে শিবম মাভি একজোড়া উইকেট তুললেও কোনও সাফল্য পাননি আবেশ খান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।