মহাতারকারা ব্যর্থ হলেও দলীপ ট্রফির ফাইনালে পশ্চিমাঞ্চলকে নির্ভরতা দিলেন হেত প্যাটেল। গুজরাটের এই উইকেটকিপার ব্যাট হাতে প্রতিরোধ না গড়লে প্রথম দিনেই কোণঠাসা হয়ে পড়তেন অজিঙ্কা রাহানেরা।
দলীপ ট্রফির ফাইনালে প্রতিপক্ষ কারা:
কোয়েম্বাটোরে দলীপ ট্রফির ফাইনালে সম্মুখসমরে নামে অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চল ও হনুমা বিহারীর নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চল। উল্লেখ্য, সেমিফাইনালে উত্তরাঞ্চলকে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণাঞ্চল। পশ্চিমাঞ্চল সেমিফাইনালে পরাজিত করে মধ্যাঞ্চলকে।
পশ্চিমাঞ্চলের প্রথম একাদশ:
যশস্বী জসওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল, অজিঙ্কা রাহানে (ক্য়াপ্টেন), শ্রেয়স আইয়ার, সরফরাজ খান, হেত প্যাটেল (উইকেটকিপার), শামস মুলানি, অতীত শেঠ, তনুষ কোটিয়ান, জয়দেব উনাদকাট ও চিন্তন গাজা।
দক্ষিণাঞ্চলের প্রথম একাদশ:
হনুমা বিহারী (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগরওয়াল, রোহন কুন্নুমাল, মণীশ পান্ডে, বাবা ইন্দ্রজিৎ, রবি তেজা, ঋকি ভুই (উইকেটকিপার), রবিশ্রীনিবাসন সাই কিশোর, কৃষ্ণাপ্পা গৌতম, বাসিল থাম্পি ও চিপুরাপল্লি স্টিফেন।
টস জেতে কারা:
দলীপ ট্রফির ফাইনালে টস জেতে পশ্চিমাঞ্চাল। টস জিতে পশ্চিমাঞ্চল দলনায়ক অজিঙ্কা রাহানে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
পশ্চিমাঞ্চলের প্রথম ইনিংস:
শুরুতে ব্যাট করেত নেমে পশ্চিমাঞ্চল দিনের শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট হারাতে থাকে। মাত্র ১০১ রানে ৬ উইকেট হারিয়ে বসে পশ্চিমাঞ্চল। তারা ৮ উইকেট হারায় দলগত ১৬৭ রানের মাথায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম দিনের শেষে পশ্চিমাঞ্চল তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ২৫০ রানে পৌঁছে যায়।
ভারত বনাম ইংল্যান্ড মহিলা ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
পশ্চিমাঞ্চলের কে কেমন ব্যাট করেন:
১. যশস্বী জসওয়াল ৮ বলে ১ রান করে আউট হন।
২. প্রিয়ঙ্ক পাঞ্চাল ৮ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন।
৩. অজিঙ্কা রাহানে ১৬ বলে ৮ রান করে মাঠ ছাড়েন।
৪. শ্রেয়স আইয়ার ৬৩ বলে ৩৭ রান করে আউট হন। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
৫. সরফরাজ খান ১১৭ বলে ৩৪ রান করে সাজঘরের পথে হাঁটা লাগান। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।
৬. হেত প্যাটেল ৯৬ রান করে প্রথম দিনে নট-আউট থাকেন। ১৭৮ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
৭. শামস মুলানি ১০ বল খেলেও খাতা খুলতে পারেননি।
৮. অতীত শেঠ ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ২০ রান করে মাঠ ছাড়েন।
৯. তনুষ কোটিয়ান ৫ বলে ২ রান করে আউট হন।
১০. জয়দেব উনাদকাট ৬৪ বলে ৩৯ রান করে নট-আউট থাকেন। তিনি ৩টি চার মারেন।
দক্ষিণাঞ্চলের কে কেমন বোলিং করেন:
১. বাসিল থাম্পি ৪২ রানে ২টি উইকেট নেন।
২. চিপুরাপল্লি স্টিফেন ৩৯ রানে ২টি উইকেট দখল করেন।
৩. সাই কিশোর ৮০ রানে ৩টি উইকেট পকেটে পোরেন।
৪. রবি তেজা ১৫ রান খরচ করেও উইকেট পাননি।
৫. কৃষ্ণাপ্পা গৌতম ৭৩ রানে ১টি উইকেট নেন।