বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AIFF Elections: কল্যাণকে কড়া ট্যাকেলে ফেললেন, AIFF-এর প্রেসিডেন্ট পদের মনোনয়ন জমা দিলেন বাইচুং

AIFF Elections: কল্যাণকে কড়া ট্যাকেলে ফেললেন, AIFF-এর প্রেসিডেন্ট পদের মনোনয়ন জমা দিলেন বাইচুং

বাইচুং ভুটিয়া এবং কল্যাণ চৌবে।

বুধবারের সভায় কল্যাণের প্রার্থীপদ নিয়ে কেউ আপত্তিটুকুও তোলেনি। বরং একপেশে ভাবে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন ছিল তাঁর দিকেই। ধারণা করা হয়েছিল, যেহেতু কেন্দ্রীয় সরকারের সমর্থন কল্যাণের সঙ্গে রয়েছে, তাই আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে AIFF Elections-এর পুরো হিসেবটাই বদলে দিলেন বাইচুং ভুটিয়া।

বৃহস্পতিবার (২৫ অগস্ট) থেকে নতুন করে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। বাংলার প্রাক্তন গোলরক্ষক এবং বিজেপি পার্টি সদস্য কল্যাণ চৌবেও ফের নতুন করে প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেবেন। যা খবর তাতে, এই মুহূর্তে কল্যাণের দিকে বড় সমর্থন রয়েছে। এ দিকে এ দিন প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দিলেন বাইচুং ভুটিয়াও। ৪৫ বছরের প্রাক্তন ভারতীয় অধিনায়কের মনোনয়ন প্রস্তাব করেছে অন্ধ্র ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সমর্থন করেছে রাজস্থান এফএ।

ভাইচুং পিটিআই-কে বলেছেন, ‘আমি ফেডারেশনের (AIFF) সভাপতির পদের জন্য আমার মনোনয়ন জমা দিয়েছি এবং মনে করি, এই কাজের জন্য আমিই সঠিক ব্যক্তি।’

এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘আমি দেশ এবং শীর্ষ ক্লাবগুলোর হয়ে অনেক খেলা খেলেছি এবং আমি প্রশাসনিক দিক থেকেও ওয়াকিবহল। কারণ আমি ক্রীড়া মন্ত্রণালয়ের মিশন অলিম্পিক্স সেলের পাশাপাশি অন্যান্য কমিটিতে আছি। আমি চাই, ভারতীয় ফুটবল নতুন উচ্চতায় পৌঁছোক।’

আরও পড়ুন: Fifa ban on AIFF: তিনি যত নষ্টের গোড়া বলে অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রফুল্ল

তবে বুধবার নয়াদিল্লির সভায় কার্যত নির্বাচনের আগে নির্বাচন হয়েই গিয়েছে বলে যাঁরা ধরে নিয়ছিলেন, তাঁরাও সম্ভবত গল্পের এই টুইস্টের কথা কল্পনাও করতে পারেননি। বুধবারের সভায় কল্যাণের প্রার্থীপদ নিয়ে কেউ আপত্তিটুকুও তোলেনি। বরং একপেশে ভাবে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন ছিল তাঁর দিকেই। ধারণা করা হয়েছিল, যেহেতু কেন্দ্রীয় সরকারের সমর্থন কল্যাণের সঙ্গে রয়েছে, তাই আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে পুরো হিসেবটাই বদলে দিলেন বাইচুং।

জানা গিয়েছে, কল্যাণকে সমর্থন করার জন্য বিভিন্ন রাজ্য সংস্থাতেও সর্বোচ্চ রাজনৈতিক স্তর থেকে ফোন গিয়েছে। তবে বাইচুং নির্বাচনের লড়াইয়ে দাঁড়িয়ে সব অঙ্কই ওলটপালট করে দিলেন।

আরও পড়ুন: কেন্দ্রের চেষ্টাতেও গলেনি ফিফা, AFC Club Championships খেলা হল না গোকুলমের মেয়েদের

তবে প্রেসিডেন্ট যিনিই হোন না কেন, দেশের ফুটবলপ্রেমীদের জন্য সব চেয়ে ভালো খবর হল, ভারতীয় ফুটবলের উপর থেকে খুব দ্রুত নির্বাসন উঠে যেতে পারে। ইতিমধ্যেই এআইএফএফের কার্যকরী সাধারণ সচিব সুনন্দ ধর ফিফাকে চিঠি লিখে নির্বাসন তোলার আর্জি জানিয়েওছেন।

সুপ্রিম কোর্ট নিষ্ক্রিয় করে দিয়েছে কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)-কে। অর্থাৎ, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আর নেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে। যে কারণে নির্বাসনের সাজা দিয়েছিল ফিফা। এখন নির্বাচনও করা হচ্ছে ফিফা গঠনতন্ত্র মেনে। নির্বাচনের দিনক্ষণও ঘোষিত হয়ে গিয়েছে ২ সেপ্টেম্বর। বুধবার দিল্লির সভাতেও এসে পৌঁছেছে এ রকমই ইঙ্গিত। মনে করা হচ্ছে, হয়তো আগামী দু’তিন দিনের মধ্যেই ফিফা নির্বাসন উঠে যেতে পারে।

এ দিকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ফিফার নিয়ম মেনে ৩৬টি রাজ্য সংস্থাই শুধু ভোটাধিকার পাবে। প্রাক্তন ফুটবলারদের ভোটাধিকার থাকবে না। এই ৩৬টি রাজ্যের মধ্যে কাশ্মীর এবং লাদাখ নিয়ে জটিলতা রয়েছে। নির্বাচনী অফিসার খুব সম্ভবত এই দুই সংস্থাকে নির্বাচনের বাইরে রাখছেন। তার মানে সংখ্যাটা দাঁড়াচ্ছে ৩৪। তার মধ্যে ৩০টি সংস্থা হাজির থাকা মানে নির্বাচন নিয়ে শেষ বাঁশি প্রায় বেজেই গিয়েছে।

২৫ থেকে ২৭ অগস্টের মধ্যে পদগুলির জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। এবং ২৮ অগস্ট সেগুলি যাচাই করা হবে বলে রিটার্নিং অফিসার জানিয়েছিলেন। প্রার্থীদের ক্ষেত্রে ২০ অগস্টের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ থাকবে। আর রিটার্নিং অফিসার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করবেন ৩০ অগস্ট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ জীবনে এসেছে ছোট্ট প্রাণ, 'আর তাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছি', জানালেন পিয়া 'অস্ত্র রেখেছিলাম আমি আর শুভেন্দু, লুকিয়ে দেখছিল কুণাল' আর কী বললেন সুকান্ত? শাহজাহানের ডেরায় পুলিশের রিভলভার, বিদেশি অস্ত্রও! TMC-কে জঙ্গিগোষ্ঠী ঘোষণার দাবি

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.