বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Ballon d’Or 2021 Live Streaming: কবে, কখন, কোথায় দেখবেন ব্যালন ডি'অর? রেকর্ড সপ্তমবার জিতবেন মেসি?

Ballon d’Or 2021 Live Streaming: কবে, কখন, কোথায় দেখবেন ব্যালন ডি'অর? রেকর্ড সপ্তমবার জিতবেন মেসি?

সোমবার রাতে (ইংরেজি মতে ৩০ নভেম্বর, মঙ্গলবার) ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার @francefootball)

রেকর্ড সপ্তমবার কি লিওনেল মেসি ব্যালন ডি'অর জিততে চলেছেন? নাকি শেষ মুহূর্তে বাজিমাত করবেন রবার্ট লেভানডস্কি?

রেকর্ড সপ্তমবার কি লিওনেল মেসি ব্যালন ডি'অর জিততে চলেছেন? নাকি শেষ মুহূর্তে বাজিমাত করবেন রবার্ট লেভানডস্কি? আজ রাতে প্যারিসে সেইসব প্রশ্নের উত্তর মিলবে। বিশেষজ্ঞদের মতে, প্রাথমিকভাবে পুরুষদের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে পাল্লা ভারী আছে মেসির।

এবারের ব্যালন ডি'অরে কোপা আমেরিকাজয়ী মেসিকে ঘিরে বেশি আকর্ষণ থাকলেও মহিলা ফুটবলের বিশ্বসেরা কে হবেন, তা নিয়েও উন্মাদনা ক্রমশ বাড়ছে। যে অনুষ্ঠানে সেরা অনূর্ধ্ব-২১ বিভাগের খেলোয়াড় কোপা ট্রফি এবং সেরা গোলকিপারকে ইয়াসিন ট্রফি দেওয়া হবে।

কবে হবে ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান?

সোমবার রাতে (ইংরেজি মতে ৩০ নভেম্বর, মঙ্গলবার) ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে চলেছে।

কখন থেকে শুরু হবে ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান?

ভারতীয় সময় অনুযায়ী, রাত ১টা থেকে শুরু হবে ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

কোথায় দেখা যাবে ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান?

স্টার স্পোর্টস সিলেক্ট ১ এবং স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি'তে ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতে পারে।

অনলাইনে কোথায় ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান?

অনলাইনে হটস্টারে সরাসরি ব্যালন ডি'অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান দেখতে পারবেন।

বন্ধ করুন