বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কলকাতা লিগ ২০২১: ভবানীপুরের কাছে হার মহমেডান স্পোর্টিং ক্লাবের

কলকাতা লিগ ২০২১: ভবানীপুরের কাছে হার মহমেডান স্পোর্টিং ক্লাবের

ভবানীপুর বনাম মহমেডান স্পোর্টিং (ছবি:আইএফএ)

মহমেডান একাধিক আক্রমণ করেও ভবানীপুরের ডিফেন্সকে ভাঙতে পারেনি। ফলে এদিন ২-০ গোলেই ম্যাচ জেতে ভবানীপুর।

শুভব্রত মুখার্জি: সদ্য ডুরান্ড কাপের শেষ ম্যাচে মহমেডানকে হারের মুখ দেখতে হয় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে ০-২ গোলে হারের পরে এবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে শঙ্করলাল চক্রবর্তীর প্রশিক্ষনাধীন ভবানীপুরের কাছে হারতে হল আন্দ্রে চেরিশনভের প্রশিক্ষণপ্রাপ্ত মহমেডানকে। এদিন ম্যাচের শুরুতে ৬ মিনিটের মাথাতেই ভবানীপুর লিড নেয়। তাদের ১-০ গোলে এগিয়ে দেন সুজয় দত্ত। এর মাত্র ৫ মিনিটের মাথায় ফের মহমেডান ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে ভবানীপুরকে ২-০ গোলে এগিয়ে দেন হেনরি কিসেকা। এরপর আর ম্যাচে গোল হয়নি। মহমেডান একাধিক আক্রমণ করেও ভবানীপুরের ডিফেন্সকে ভাঙতে পারেনি। ফলে এদিন ২-০ গোলেই ম্যাচ জেতে ভবানীপুর।

উল্লেখ্য ডুরান্ড কাপ এবং কলকাতা লিগের ম্যাচ মিলিয়ে ৬ দিনে ৩ টি ম্যাচ খেলা মহমেডান ফুটবলারদের স্বাভাবিকভাবেই মাঠে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। ম্যাচ শেষে চেরিশনভ তার ফুটবলারদের পাশে দাঁড়িয়ে সেই কথাকেই সামনে তুলে ধরেন। উল্লেখ্য আজকের কলকাতা লিগের এই ম্যাচের আগে দুই দল অপরাজিত ছিল। ভবানীপুর লিগ শীর্ষে থাকা দলের থেকে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে ছিল। কারণ তারা একটি ম্যাচ কম জিতেছিল। তবে এদিনের ম্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই ভবানীপুর ২-০ গোলে এগিয়ে যায়।

এরপরে অবশ্য ব্ল্যাক প্যান্থাররা একাধিক আক্রমণ তুলে আনে বিপক্ষ ভবানীপুর ডিফেন্সে। তবে গোলের মুখ খুলতে পারেননি জোসেফরা। এই জয়ের ফলে ভবানীপুর ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল। মহমেডান এই মুহূর্তে দাঁড়িয়ে ৭ পয়েন্টে। এক পয়েন্টে রয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং বিএসএস স্পোর্টিং ক্লাব । মহমেডান স্পোর্টিং তাদের পরবর্তী ম্যাচ খেলবে ২১ শে সেপ্টেম্বর। সেই ম্যাচে বিএসএসের বিরুদ্ধে খেলবে সাদা কালো ব্রিগেড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সায়ন্ত অতীত, ‘বন্ধন’ শুভ্রজিতের সঙ্গে বাগদান সারলেন ‘মাধবীলতা’ প্রিয়াঙ্কা রোহিতরা বিশ্বকাপ জিতেছেন, হরমনপ্রীতরা পারবেন? দেখুন ভারতের গ্রুপ, সূচি ও স্কোয়াড বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে, বিবৃতি দিল আওয়ামি লিগ স্টার্ক-কামিনসদের স্লো পিচ দিলেই বিশ্বকাপ জিততাম! এখনও আক্ষেপ যাচ্ছে না কাইফের… দুর্গাপুজোয় শাক–সবজির মূল্যবৃদ্ধি ঠেকাতে উদ্যোগী রাজ্য, টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক দেবদাসের 'কাহে ছেড়'-এর সুরে নাচছে শিব-পার্বতী! কাণ্ড দেখে হেসে খুন নেটপাড়া দুর্গাপুজোর প্রাক্কালেই হাতে এল নতুন চাকরি, এবার উৎসবে ফিরলেন চাকরিপ্রার্থীরা কোন মন্ত্রে শতশত বছর ধরে টিঁকে ভারতের মন্দিরগুলি? 'বিস্ময়' ফুটিয়ে তুলবে এই পুজো পুজোয় মুখের উজ্জ্বলতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন এই রস! কম খরচেই হবে বাজিমাত ED-র গুঁতোয় জেরবার Bookmyshow, কোল্ডপ্লে শোর টিকিট ব্ল্যাক নিয়ে FIR সংস্থার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.