মোহনবাগানের জয়ের ধারা অব্যাহতই থাকল। শনিবার ঘরের মাঠে কলকাতা লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারাল মোহনবাগান। গোল করেন নওরেম এবং সোহেল ভাট। তবু গ্রুপ-'এ'র শীর্ষে ওঠা হল না মোহনবাগানের। এক নম্বর স্থানের দখল রাখল ডায়মন্ড হারবার এফসি।
৬ ম্যাচের ৫টিতে জিতেছে, ১টি ম্যাচ ড্র করেছে মোহনবাগান। তাদের পয়েন্ট ১৬। আপাতত গ্রুপ-এ-র দুইয়ে থাকল তারা। এদিকে ডায়মন্ডহারবার একই দিনে পিয়ারলেসের সঙ্গে ১-১ ড্র করে ১ পয়েন্ট পায়। তারা সাত ম্যাচের পাঁচটিতে জিতেছে। ২টি ড্র করেছে। ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল ডায়মন্ডহারবার। তবে ডায়মন্ড হারবারের চেয়ে মোহনবাগান এক ম্যাচ কম খেলেছে। তাই অঙ্কের হিসেবে বাগানের শীর্ষস্থানের দখল নেওয়ার বড় সুযোগ রয়েছে।
আরও পড়ুন: খেলল ইউনাইটেড, ম্যাজিক দেখালেন নওরেম, সোহেল, ২-০ জিতল মোহনবাগান
শনিবার কালীঘাট এমএস আবার ১-০ সাউদার্ন সমিতিকে হারিয়েছে। 8 ম্যাচে তারা ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে গ্রুপ-এ-র লিগ টেবলের তিনে উঠে এসেছে। চারে রয়েছে পিয়ারলেস। তারা ডায়মন্ড হারবারকে শনিবার আটকে দিয়েছে। তাদের পয়েন্ট এখন ৮ ম্যাচে ১৩। এই গ্রুপে মহমেডান স্পোর্টিং আবার পাঁচে রয়েছে। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। ৪টি ম্যাচ তারা জিতেছে। একটিতে হেরেছে। ছয়ে থাকা আর্মি রেডের পয়েন্ট আবার ৬ ম্যাচে ১২। এর পর সাতে রয়েছে সাউদার্ন সমিতি। তাদের পয়েন্ট ৭ ম্যাচে দশ। কালীঘাটের কাছে হেরে এদিন খালি হাতে মাঠ থেকে ফেরে সাউদার্ন।
ইউনাইটেড এসসি শনিবার মোহনবাগানের বিরুদ্ধে ভালো খেলেও হেরেছে। তাদের পয়েন্ট ৮ ম্যাচে ৭। আটে রয়েছে তারা। টালিগঞ্জ অগ্রগামী ৭ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রয়েছে নয়ে। দশে রয়েছে সিএফসি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট পাঁচ। ১১, ১২ এবং ১৩-তম স্থানে রয়েছে যথাক্রমে ডালহৌসি (৬ ম্যাচে ৩ পয়েন্ট), পূর্বাঞ্চলের এফসিআই (৬ ম্যাচে ৩ পয়েন্ট) এবং পাঠচক্র (৭ ম্যাচে ২ পয়েন্ট)।
আরও পড়ুন: ডুরান্ড খেলতে নেমেই ছন্দপতন, মুম্বইয়ের কাছে ১-৩ হেরে বসল মহমেডান
গ্রুপ-'বি'তে আবার এক নম্বর জায়গার দখল রেখেছে ভবানীপুর ক্লাব। কলকাতা লিগে তারা এখনও অপরাজিত। ৬ ম্যাচ খেলে ৫টিতে তারা জিতেছে। শেষ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচে ড্র করেছে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। সাত ম্যাচে তাদের ১৫ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল রয়েছে আপাতত গ্রুপ-বি-র পয়েন্ট টেবলের দুইয়ে। তারা চারটি ম্যাচ জিতেছে। তিনটিতে ড্র করেছে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে এরিয়ান ক্লাব। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ক্যালকাটা কাস্টমস রয়েছে চারে। তাদেরও আবার ৬ ম্যাচে ১২ পয়েন্ট। তবে গোলপার্থক্যে এরিয়ান এগিয়ে।
খিদিরপুরেরও ছয় ম্যাচে ১২ পয়েন্ট। তারাও গোলপার্থক্যে পিছিয়ে রয়েছে পাঁচে। এই গ্রুপের ছয়ে রয়েছে জর্জ টেলিগ্রাফ। ৭ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। সাত নম্বরে থাকা রেনবোর এসি-র পয়েন্ট ৬ ম্যাচে আট। পুলিশ এসি ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আটে রয়েছে। ওয়াড়ির ছয় ম্যাচে সাত পয়েন্ট। তারা রয়েছে নয়ে। রেলওয়ে এফসি রয়েছে দশে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ (৭ ম্যাচে ৫ পয়েন্ট), ইস্টার্ন রেলওয়ে (৭ ম্যাচে ৪ পয়েন্ট) এবং বিএসএস এসি (৭ ম্যাচে ৩ পয়েন্ট) রয়েছে যথাক্রমে ১১, ১২ ও ১৩ নম্বরে।
লিগের উত্থান-পতন এখনও চলছে। যে কারণে এখনই খুব পরিষ্কার করে বলা যাবে না, কোন ছ'টি দল সুপার সিক্সে যাবে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।