কলকাতা লিগ জয়ের উচ্ছ্বাসটা আইলিগের শুরুতেই ম্লান হয়ে গেল। লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেল মহমেডান স্পোর্টিং। শনিবার মাঞ্জেরিতে গোকুলাম কেরলের কাছে ০-১ গোলে হেরে বসে থাকল সাদা কালো ব্রিগেড। ম্যাচের একমাত্র গোল ক্যামেরুনের স্ট্রাইকার অগস্তে জুনিয়রের।
পর পর দু'বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলেও আই লিগের শুরুটা হতাশাজনক ভাবেই করল মহমেডান। প্রথম ম্যাচে মারাত্মক খারাপ খেলল দুই দলই। গত বারের রানার্স মহমেডান তো গোলের মুখই খুলতে পারল না। যার খেসারত দিতে হল তাদের।
আরও পড়ুন: I-League চ্যাম্পিয়ন হলেই খেলা যাবে ISL, বদলে গেল ভারতীয় ফুটবলের নিয়ম
এ দিন গোটা ম্যাচে খোলস ছেড়ে বের হতেই দেখা গেল না দুই দলকে। প্রথমার্ধে রক্ষণ অক্ষত রেখেই কিছু আক্রমণে উঠেছিল মহমেডান এবং গোকুলম। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে কংক্রিট কোনও সুযোগ পায়নি কেউ। যে কারণে বিরতির আগে গোলমুখ খুলতে পারেনি মহমেজান বা গোকুলম কেউই। এ দিন মার্কাসের অনুপস্থিতি স্পষ্ট ভাবে ধরা পড়েছিল মহমেডানের খেলায়। প্রথমার্ধের শেষে ম্যাচের রেজাল্ট গোলশূন্য ছিল।
আরও পড়ুন: হুডখোলা বাসে ক্লাব-তাঁবু ফেরা, ফুলঝুরি, রংমশাল, তুবড়ি, পটকায় উৎসবে মাতল মহমেডান
বিরতির পর দুই দল কিছুটা আক্রমণের গতি বাড়ায়। কিন্তু ৫৮ মিনিটে গোল হজম করে বস মহমেডান। বক্সের বাইরে থেকে গোকুলামের স্ট্রাইকার অগস্তে জুনিয়রের শট সরাসরি গোলে ঢুকে যায়। বাকি সময় চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি মহমেডান। ম্যাচের শেষে আন্দ্রে চের্নিশভ বলেন, ‘দু'টি দলই লড়াই করেছে। প্রথম ১০-১৫ মিনিট আমার ছেলেরা কিছুটা নার্ভাস ছিল। আই লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে ম্যাচ। তাও ওদের ঘরের মাঠে। পরের দিকে ঠিক হয়ে যায়।’ স্ট্রাইকারদের ব্যর্থতার হার, মেনে নেন মহমেডানের কোচ। পাশাপাশি জানিয়ে দেন, পরের ম্যাচে পাওয়া যাবে মার্কাস জোসেফকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।