চলতি ডুরান্ড কাপেএখনও জয় পায়নি ইমামি ইস্টবেঙ্গল। পরের রাউন্ডে এটিকে মোহনবাগান উঠবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ দু’টি ম্যাচ জিতলেও সেভাবে নিজেদের সেরা ফুটবল দেখাতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। রাজস্থানের কাছে হেরে এখন কঠিন অঙ্কে আটকে রয়েছে জুয়ান ফেরান্দোদের পরের রাউন্ডের টিকিট।
দুই প্রধানের কঠিন পরিস্থিতির মধ্যেরীতিমতো চমক দেখাচ্ছে মহমেডান স্পোর্টিং। বেঙ্গালুরু,জামশেদপুর,এফসি গোয়ার মতো কঠিন দলের গ্রুপে থেকেও শীর্ষে শেষ করে নকআউটে চলে গেল সাদা-কালো ব্রিগেড। শুক্রবার সুনীল ছেত্রী,রয় কৃষ্ণদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল সাদা কালো ব্রিগেড। এদিনের ড্রয়ের ফলে লিগে নিজেদের গ্রুপ শীর্ষে রইল মহমেডান স্পোর্টিং।
এদিন অল্পের জন্য জিততে পারল না মহমেডান। শক্তিশালী বেঙ্গালুরু এফসি-কে প্রায় হারিয়েই দিয়েছিল সাদা কালো ব্রিগেড। অতিরিক্ত সময়ে গোল হজম করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ডুরান্ড কাপে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা হল না মহমেডানের। তবে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে উঠল তারা।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল মহমেডান। ১৩ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন প্রীতম সিংহ। আভাস থাপার ক্রস থেকে শেখ ফৈয়াজের শট বাঁচিয়ে দেন বেঙ্গালুরুর গোলকিপার লারা। ফিরতি বল জালে জড়িয়ে দেন প্রীতম। প্রথমার্ধে বেঙ্গালুরুকে সে ভাবে খেলতেই দেয়নি মহমেডান। রয় কৃষ্ণ,সুনীল ছেত্রীদের গোল করার কোনও সুযোগই দেয়নি তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রায় সমতা ফিরিয়েছিল বেঙ্গালুরু। ৪৭ মিনিটের প্রবীর দাসের দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন মহমেডান গোলকিপার। এদিকে ৬৩ মিনিটে অভিষেক হালদারের দূরপাল্লার শট আটকে দেন বেঙ্গালুরুর গোলকিপার। তবে দশ মিনিট পরেই ধাক্কা খায় মহমেডান। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অভিষেক হালদার।
আরও পড়ুন… জটিল অঙ্কের জটে আটকে সবুজ-মেরুন, ডুরান্ডের নক আউটে পৌঁছতে ATK MB-র ভরসা Emami EB
৭৩ মিনিটে মহমেডানের অভিষেক হালদার লাল কার্ড দেখায় খেলার গতি পালটে যায়। এরপরে বেঙ্গালুরু ম্যাচের রাশ ধরে। শেষদিকে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন রয় কৃষ্ণ,সুনীল ছেত্রীরা। এমন অবস্থায় ৯০ মিনিট পর্যন্ত নিজেদের লিড ধরে রেখেছিল মহমেডান। কিন্তু ইনজুরি টাইমে শিব শক্তি গোল করে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান। এরপর ম্যাচে আর কোনও গোল হয়নি। শেষ পর্যন্ত এক এক করে মাঠ ছাড়ে মহমেডান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।