বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Durand Cup: লাল কার্ড দেখলেন অভিষেক, বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করল ১০ জনের মহমেডান

Durand Cup: লাল কার্ড দেখলেন অভিষেক, বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করল ১০ জনের মহমেডান

গ্রুপ টপার হয়ে কোয়ার্টার ফাইনালে উঠল মহমেডান স্পোর্টিং (ছবি-টুইটার ডুরান্ড)

চলতি ডুরান্ড কাপে এখনও জয় পায়নি ইমামি ইস্টবেঙ্গল। পরের রাউন্ডে এটিকে মোহনবাগান উঠবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ দু’টি ম্যাচ জিতলেও সেভাবে নিজেদের সেরা ফুটবল দেখাতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। রাজস্থানের কাছে হেরে এখন কঠিন অঙ্কে আটকে রয়েছে জুয়ান ফেরান্দোদের পরের রাউন্ডের টিকিট।

চলতি ডুরান্ড কাপেএখনও জয় পায়নি ইমামি ইস্টবেঙ্গল। পরের রাউন্ডে এটিকে মোহনবাগান উঠবে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ দু’টি ম্যাচ জিতলেও সেভাবে নিজেদের সেরা ফুটবল দেখাতে পারেনি সবুজ-মেরুন ব্রিগেড। রাজস্থানের কাছে হেরে এখন কঠিন অঙ্কে আটকে রয়েছে জুয়ান ফেরান্দোদের পরের রাউন্ডের টিকিট।

দুই প্রধানের কঠিন পরিস্থিতির মধ্যেরীতিমতো চমক দেখাচ্ছে মহমেডান স্পোর্টিং। বেঙ্গালুরু,জামশেদপুর,এফসি গোয়ার মতো কঠিন দলের গ্রুপে থেকেও শীর্ষে শেষ করে নকআউটে চলে গেল সাদা-কালো ব্রিগেড। শুক্রবার সুনীল ছেত্রী,রয় কৃষ্ণদের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল সাদা কালো ব্রিগেড। এদিনের ড্রয়ের ফলে লিগে নিজেদের গ্রুপ শীর্ষে রইল মহমেডান স্পোর্টিং।

এদিন অল্পের জন্য জিততে পারল না মহমেডান। শক্তিশালী বেঙ্গালুরু এফসি-কে প্রায় হারিয়েই দিয়েছিল সাদা কালো ব্রিগেড। অতিরিক্ত সময়ে গোল হজম করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ডুরান্ড কাপে সব ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা হল না মহমেডানের। তবে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকেই পরের রাউন্ডে উঠল তারা।

আরও পড়ুন… AIFF President Elections: মাত্র ১ 'গোল' স্ট্রাইকার বাইচুংয়ের, ৩৩ 'গোল' করে AIFF-র সভাপতি গোলকিপার কল্যাণ

এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল মহমেডান। ১৩ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দেন প্রীতম সিংহ। আভাস থাপার ক্রস থেকে শেখ ফৈয়াজের শট বাঁচিয়ে দেন বেঙ্গালুরুর গোলকিপার লারা। ফিরতি বল জালে জড়িয়ে দেন প্রীতম। প্রথমার্ধে বেঙ্গালুরুকে সে ভাবে খেলতেই দেয়নি মহমেডান। রয় কৃষ্ণ,সুনীল ছেত্রীদের গোল করার কোনও সুযোগই দেয়নি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রায় সমতা ফিরিয়েছিল বেঙ্গালুরু। ৪৭ মিনিটের প্রবীর দাসের দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় বাঁচিয়ে দেন মহমেডান গোলকিপার। এদিকে ৬৩ মিনিটে অভিষেক হালদারের দূরপাল্লার শট আটকে দেন বেঙ্গালুরুর গোলকিপার। তবে দশ মিনিট পরেই ধাক্কা খায় মহমেডান। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অভিষেক হালদার।

আরও পড়ুন… জটিল অঙ্কের জটে আটকে সবুজ-মেরুন, ডুরান্ডের নক আউটে পৌঁছতে ATK MB-র ভরসা Emami EB

৭৩ মিনিটে মহমেডানের অভিষেক হালদার লাল কার্ড দেখায় খেলার গতি পালটে যায়। এরপরে বেঙ্গালুরু ম্যাচের রাশ ধরে। শেষদিকে মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকেন রয় কৃষ্ণ,সুনীল ছেত্রীরা। এমন অবস্থায় ৯০ মিনিট পর্যন্ত নিজেদের লিড ধরে রেখেছিল মহমেডান। কিন্তু ইনজুরি টাইমে শিব শক্তি গোল করে বেঙ্গালুরুর হয়ে সমতা ফেরান। এরপর ম্যাচে আর কোনও গোল হয়নি। শেষ পর্যন্ত এক এক করে মাঠ ছাড়ে মহমেডান।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষ্টমী? জানুন রাশিফল এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.