বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > আইডেন্টি ক্রাইসিস করি না! ATK MB-কে ঠুকে ইমামি বলল, ইস্টবেঙ্গল নামেই খেলবে দল

আইডেন্টি ক্রাইসিস করি না! ATK MB-কে ঠুকে ইমামি বলল, ইস্টবেঙ্গল নামেই খেলবে দল

ইস্টবেঙ্গলের নামেই আইএসএল খেলবে লাল-হলুদ, বড় ঘোষণা ইমামি কর্তার।

সোমবার ছিল ইস্টবেঙ্গল দিবস। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে ক্লাব তাঁবুতে হাজির হয়েছিলেন লাল-হলুদের বিনিয়োগকারী ইমামির দুই কর্তা আদিত্য আগরওয়াল এবং মণীশ গোয়েঙ্কা। আগামী কাল অর্থাৎ ২ অগস্ট ইমামি ও ইস্টবেঙ্গল নতুন চুক্তিতে সই করবে। তার আগেই বিনিয়োগকারীদের ঘোষণায় লাল-হলুদ সমর্থকদের খুশি দ্বিগুণ হয়ে গেল।

ডার্বি কবে হবে, তার ঠিক নেই। কিন্তু মাঠে নামার আগেই শুরু হয়ে গেল আকচাআকচি। এটিকে মোহনবাগানকে ঠুকে লাল-হলুদের বিনিয়োগকারী ইমামি স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আইএসএলে ইস্টবেঙ্গল নিজের নামেই খেলবে। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে নিঃসন্দেহে লাল-হলুদ সমর্থকদের জন্য এটি ভালো খবর।

সোমবার ছিল ইস্টবেঙ্গল দিবস। সেই অনুষ্ঠান উপলক্ষ্যে ক্লাব তাঁবুতে হাজির হয়েছিলেন লাল-হলুদের বিনিয়োগকারী ইমামির দুই কর্তা আদিত্য আগরওয়াল এবং মণীশ গোয়েঙ্কা। আগামী কাল অর্থাৎ ২ অগস্ট ইমামি ও ইস্টবেঙ্গল নতুন চুক্তিতে সই করবে। তার আগেই বিনিয়োগকারীদের ঘোষণায় লাল-হলুদ সমর্থকদের খুশি দ্বিগুণ হয়ে গেল।

আরও পড়ুন: ফের ইস্টবেঙ্গলে ফিরতে চলেছেন সুহের, অমরিন্দর কি এ বার লাল-হলুদে নাম লেখাচ্ছেন?

অনুষ্ঠান শেষ হয়ে গেলে ইমামির অন্যতম কর্ণধার আদিত্যর কাছে প্রশ্ন করা হয়েছিল যে, ইস্টবেঙ্গল আসন্ন আইএসএল-এ কোন নামে খেলবে? তিনি উত্তরে পরিষ্কার বলে দেন, ‘ইস্টবেঙ্গল খেলবে ইস্টবেঙ্গল নামেই। আইএসএলের নিয়ম মেনে আগে কোনও নাম বসবে না।’

প্রসঙ্গত, আইএসএলের নিয়মই হল, বিনিয়োগকারীর নাম ক্লাবের আগে বা পরে জোড়া যাবে না। তাই আইএসএলে ইস্টবেঙ্গলের নামের সঙ্গে ইমামির নাম যুক্ত না হওয়াটা নতুন কোনও বিষয় নয়। কলকাতা লিগ এবং ডুরান্ডে ইমামি-ইস্টবেঙ্গল নামে খেলবে ক্লাবের ফুটবল টিম। তবে আইএসএলে ইস্টবেঙ্গল নামেই খেলবে তারা।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে ভরসা করতে পারলেন না, ATK MB-তেই থেকে গেলেন প্রীতম

তবে গত দুই মরসুমে লাল-হলুদ কিন্তু এসসি ইস্টবেঙ্গল নামে আইএসএল খেলেছে। শ্রী সিমেন্টের নাম আগে বসেছিল কিনা, তা নিয়ে জল্পনা রয়েছে। অনেকের দাবি আবার, স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল নামে আইএসএল খেলেছে লাল-হলুদ।

এ দিকে লাল-হলুদের অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বসিত ইমামির কর্তারা। দু’ঘণ্টারও বেশি সময় ক্লাব তাঁবুতে কাটান তাঁরা। আদিত্য সমর্থকদের আশ্বস্ত করে বলেন, ‘নিঃসন্দেহে আমরা একটা ভালো টিম বানাব। সমর্থকদের আশ্বস্ত করছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ইস্টবেঙ্গল মাঠে নামবে। ইস্টবেঙ্গল দিবসে এসে খুব ভালো লাগল। এমন সুন্দর একটা অনুষ্ঠানে হাজির থাকতে পেরে ভালো লাগছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.