বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > 'দলের লড়াকু মানসিকতায় গর্বিত হবেন সমর্থকরা', মাত্র ১ ম্যাচ জিতেও অবাক দাবি SC EB কোচের

'দলের লড়াকু মানসিকতায় গর্বিত হবেন সমর্থকরা', মাত্র ১ ম্যাচ জিতেও অবাক দাবি SC EB কোচের

মারিয়ো রিভেরা।

আইএসএল তালিকার লাস্টবয় হয়েই শেষ করবে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের পয়েন্ট ১৯ ম্যাচে ১১।

আজ মরশুমের শেষ ম্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। ম্যাচটি নেহাৎ-ই নিয়মরক্ষার। ম্যাচটি জিতলেও লাল-হলুদের অবস্থার কোনও পরিবর্তন হবে না। তারা আইএসএল তালিকার লাস্টবয় হয়েই শেষ করবে। লাল-হলুদের পয়েন্ট ১৯ ম্যাচে ১১।

এ দিকে জিতলে বেঙ্গালুরু এফসি-রও অবস্থার কোনও পরিবর্তন হবে না। হারলেও নয়। তারা আগেই আইএসএলের প্লে-অফে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছে। এখন ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট। জিতলে ২৯পয়েন্ট হবে। এর বাইরে কোনও পরিবর্তন হবে না। ছয়েই থাকবেন সুনীল ছেত্রীরা।

তবে এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিয়ো রিভেরা জানিয়ে দিলেন, দলের ফল খারাপ হলেও ফুটবলারদের চেষ্টা ও মানসিকতা তাঁকে গর্বিত করেছে। আজ বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগে শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন রিভেরা:

আপনি দায়িত্ব নেওয়ার পরে দলকে কেমন অবস্থায় দেখলেন?

দলের ফল ভাল হয়নি ঠিকই। তবে যদি ম্যাচের পারফরম্যান্সের দিকে ফিরে তাকান, তা হলে বলতেই হবে ছেলেরা ভাল খেলেছে। (আমি যোগ দেওয়ার সময়) দলের যে অবস্থা ছিল, তার চেয়ে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের বিরুদ্ধে জয় প্রতি দলের পক্ষেই কঠিন হয়েছে। বল পাস করা থেকে শুরু করে আক্রমণে ওঠা সব কিছুতেই উন্নতি করেছি আমরা। দল যে স্তরে ছিল, তার চেয়ে উঁচুতে উঠেছে এবং সেই জায়গাটা ধরেও রাখতে পেরেছে। কঠিন সময়ের মধ্যেও গত দু-একটি ম্যাচে আপনারা দেখেছেন, দলের ছেলেরা ১৫-১৮টা করে শট মেরেছে। সব মিলিয়ে ভাল ও আক্রমণাত্মক ফুটবল খেলেছি আমরা। ফল ভাল না হলেও ছেলেদের জন্য আমি গর্বিত। যতটা অনুশীলন করা সম্ভব হয়েছে, ওরা করেছে। উন্নতি করার চেষ্টা করেছে।

আপনার দলে চোট-আঘাতের তালিকায় অনেক নাম। শেষ ম্যাচে কাদের মাঠে নামাবেন বলে ঠিক করেছেন?

দেখতে হবে কে ফিট আছে বা কে নেই। তার পরে সিদ্ধান্ত নেব কাদের খেলাব। তবে দলের তরুণ খেলোয়াড়দের মাঠে নামার সুযোগ দিতে চাই আমি। এটাই শেষ ম্যাচ। অনুশীলনে ওরা প্রচুর খেটেছে। আইএসএলে ওদের সুযোগ তাই প্রাপ্য।

এই ম্যাচে জিতলেও লিগ টেবলে আপনাদের অবস্থানে কোনও পরিবর্তন হবে না। এই পরিস্থিতিতে খেলোয়াড়দের উজ্জীবিত করা কি কঠিন?

মনে হয় না। প্রতি দিনই খেলোয়াড়রা নিজেদের উজ্জীবিত করার চেষ্টা করে। খেলোয়াড়রা সবাই পেশাদার। ওরা সব ম্যাচেই ভাল খেলতে ও জিততে চায়। নিজেরাই নিজেদের উজ্জীবিত করতে পারে। তা ছাড়া কয়েকজন খেলোয়াড় নিজেদের প্রমাণ করার জন্য ভাল খেলতে মরিয়া। তাই আপনিই উজ্জীবিত হয়ে মাঠে নামবে তারা।

চোট-আঘাতের তালিকায় এখন কারা রয়েছেন?

হীরা মন্ডল বাড়ি ফিরে গিয়েছে। ওর নাকে অস্ত্রোপচার হবে। ড্যারেনের গোড়ালিতে চোট। সোতার কব্জিতে চোট রয়েছে। কব্জির ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকলে তবেই ও নামবে। রাহুলও এই ম্যাচে খেলতে পারবে না। আর অঘটন না ঘটলে বাকিরা খেলতে পারে।

মরশুম শেষে সমর্থকদের জন্য কী বার্তা দেবেন?

স্পষ্ট করেই বলতে চাই, ভাল ফল করতে না পারার জন্য আমরা দুঃখিত। তবে সমর্থকরা নিশ্চয়ই এই দলটার লড়াকু মানসিকতার জন্য গর্বিত হবেন। প্রতি ম্যাচে ছেলেরা এসসি ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে যে ভাবে লড়াই করেছে, সে জন্য। আশা করি, আগামী মরশুমে ক্লাবের ঐতিহ্যের প্রতি সুবিচার করে দলের খেলোয়াড়রা আরও উন্নত পারফরম্যান্স দেখাবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.