প্রথম ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৩-৩ ড্র করেছিল তারা। বৃহস্পতিবারও নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩ গোলই করে হায়দরাবাদ এফসি। তবে এ বার আর তাদের খালি হাতে মাঠ ছাড়তে হয়নি। ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে গত বারের চ্যাম্পিয়নরা। কারণ নর্থইস্ট এ দিন একটি গোলও শোধ করতে পারেনি।
স্বাভাবিক ভাবেই আইএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে নর্থইস্টকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারায় হায়দরাবাদ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন বার্থেলোমিউ ওগবেচে, হোলিচরন নার্জারি এবং বোরহা হেরেরা।
আরও পড়ুন: ISL-এর ম্যাচে আলো নিভল যুবভারতীর, আয়োজক ATK MB-কে দায়ী করে শো-কজ রাজ্য সরকারের
গুয়াহাটিতে নর্থইস্টের ডেরায় গিয়ে তাদেরই নাস্তানাবুদ করে উড়িয়ে দেওয়াটা মোটেও সহজ ছিল না। কিন্তু সেটা করেই নিজেদের জাত চিনিয়েছে হায়দরাবাদ এফসি। এ দিন ঘরের মাঠ ম্যাচ হলেও নর্থইস্ট সে ভাবে খেলতেই পারেনি। সেই দাপটই তারা দেখাতে পারেনি। বরং হায়দরাবাদের কাছে যেন অসহায় আত্মসমর্পণ করেছে।
নর্থইস্টের না আছে আক্রমণের তেজ। না রক্ষণ সামলানোর শক্তি। মাঝমাঠও তথৈবচ। ম্যাচের ১৩ মিনিটের মাথায় মহম্মদ ইয়াসিরের পাস থেকে বার্থালোমিউ ওগবেচের গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকার সুবাদে বিরতির পর আরও আক্রমণের গতি বাড়ায় হলুদ জার্সিধারী দলটি। হায়দরাবাদের হয়ে ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি করেন হোলিচরন নার্জারি। এর পর ৭৩ মিনিটে হোলিচরনের পাস থেকেই বোরহা হেরেরা তৃতীয় গোলটি করেন।
আরও পড়ুন: হৃদয়ভঙ্গ যুবভারতীর, খেলা শেষের ১০ সেকেন্ড আগে গোলে হার ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গলের
এই ম্যাচে গোল সংখ্যা আরও বাড়ত হায়দরাবাদ এফসি-র, যদি না বার্থালোমিউ ওগবেচে ৫৩ মিনিটে সরাসরি নর্থইস্ট ইউনাইটেডের গোলরক্ষকের হাতে বল মেরে গোলের সহজতম সুযোগটি নষ্ট না করতেন। হায়দরাবাদ এফসি ৫৫ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলেই রেখেছিল। গোট ২০টি শট নিয়েছে তারা। তার মধ্যে ১০টি শটই অন টার্গেট ছিল। আর ১০টি শট নিয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি। প্রসঙ্গত আইএসএলের ২টি ম্যাচ খেলে দু'টিতেই হেরেছে নর্থইস্ট।
২০ অক্টোবর ঘরের মাঠে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে নর্থইস্ট ইউনাইটেড। অপর দিকে হায়দরাবাদ এফসি পরবর্তী ম্যাচটি খেলবে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ২২ অক্টোবর নিজেদের ঘরের মাঠে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।