শুভব্রত মুখার্জি: চলতি আই লিগে শিরোপা জেতার দিকে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাব। আর এমন আবহে চলতি লিগে অবনমনের লড়াইটাও জমে উঠেছে। অবনমন বাঁচানোর লড়াইতে শনিবার নেমেছিল নেরোকা এফসি। একটা সময়ে যখন মোহনবাগান, ইস্টবেঙ্গল আই লিগে খেলত সেই সময়ে এই নেরোকা এফসি রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল কলকাতার দুই ক্লাবের কাছে। চলতি আই লিগে শনিবারের ম্যাচে আগে তাদের অবনমন ঝুলেছিল সরু সুতোর উপরে। মরণ-বাঁচন ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল রিয়াল কাশ্মীর দলের বিরুদ্ধে। অবনমন বাঁচাতে এই ম্যাচে জিততেই হত তাদের। যদিও এর পরেও আশঙ্কা থেকেই যেত। এমন আবহে রিয়াল কাশ্মীরের কাছে ৩-০ ব্যবধানে হেরেই বসল নেরোকা এফসি। ফলে অফিসিয়ালি তাদের আই লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেল।
শ্রীনগরে এদিন নেরোকা এফসিকে কার্যত ম্যাচে দাঁড়াতেই দেয়নি কাশ্মীর। ফলস্বরুপ ম্যাচ হেরে আই লিগের দ্বিতীয় ডিভিশনে নেমে গেল মণিপুরের ক্লাব নেরোকা এফসি। এদিন ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল কাশ্মীর। বিরতির পরে কাশ্মীর আরও একটি গোল করে ম্যাচ জয় নিশ্চিত করে। এদিন ম্যাচের ৩৫তম মিনিটে প্রথম গোলটি করে রিয়াল কাশ্মীর দল। তাদেরকে লিড এনে দেন বিদেশি ফুটবলার নোহেরে ক্রিজো। বিরতির ঠিক আগে এই লিড দ্বিগুণ করেন হায়দার ইউসুফ। ম্যাচের ৪৫ তম মিনিটে গোল করেন তিনি। বিরতিতে যাওয়ার সময়ে ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল কাশ্মীর। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পরে ৬৭ মিনিটের মাথায় তৃতীয় গোলটি করেন শাহির শাহিন। আর এই তৃতীয় গোলটি করে নেরোকার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন তিনি।
নেরোকার এই ম্যাচের পরে আর বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ। তারা যদি সেই তিনটি ম্যাচও জেতে, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ২২। ফলে এর পরেও তারা চার্চিল ব্রাদার্সকে পার করতে পারবে না। এই মরশুমে নামধারী এফসি অবনমনের আওতার বাইরে। ফলে নেরোকার অবনমন নিশ্চিত হয়ে গেল আজ। অপরদিকে এই বছর আই লিগ থেকে অপর যে দলটি অবনমনের আওতায় পড়ল তারা হল ট্রাউ এফসি। ঘটনাচক্রে তারাও মণিপুরের ক্লাব। অন্যদিকে রিয়াল কাশ্মীর তাদের শেষ চার ম্যাচে পরপর চারটে ড্র করার পরে অবশেষে জয়ের দেখা পেল। এই ম্যাচ জয়ের ফলে শেষ নয় ম্যাচে অপরাজিত থাকল তারা। শেষবার 'স্নো লেপার্ডরা' তাদের লিগ ম্যাচ হেরেছিল ৯ ফেব্রুয়ারি।সেবার তাদের হারতে হয়েছিল রাজস্থান ইউনাইটেড এফসির বিরুদ্ধে। এই জয়ের ফলে লিগ তালিকায় তারা দুই নম্বরে উঠে এল। যদিও শিরোপার লড়াইতে নেই তারা। এই মুহূর্তে ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। এই ম্যাচে নামার আগে নেরোকা পরপর দু'টি ম্যাচ জিতেছিল ট্রাউয়ের বিরুদ্ধে। তবে শনিবার তারা কাশ্মীরের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারল না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।