বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: প্রথম দুইয়ে থাকা এখন আমাদের হাতে নেই- সাফ কথা ATKMB কোচ ফেরান্দোর

ISL 2022-23: প্রথম দুইয়ে থাকা এখন আমাদের হাতে নেই- সাফ কথা ATKMB কোচ ফেরান্দোর

জুয়ান ফেরান্দো।

ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে পাঁচ বার। দু’টিতে জিতেছে কলকাতার দল। একটিতে জিতেছে চেন্নাইয়িন এফসি। বাকি দু'টি ড্র হয়েছে। চলতি আইএসএলেই সবুজ-মেরুন বাহিনীর বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে চেন্নাইয়ের দলটি।

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অনেক চেষ্টা করেও জিততে না পারার যন্ত্রণা এবং চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথম লিগে হারের জ্বালা- এই নিয়ে শনিবার ফের খেলতে নামছে এটিকে মোহনবাগান। চেন্নাইয়ের ঘরের মাঠে জুয়ান ফেরান্দো দলকে হারিয়ে এই দ্বিগুণ জ্বালা মেটাতে পারবে কি এটিকে মোহনবাগান?

চেন্নাইয়িন এফসি-র ঘরের মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে লিগ টেবলে এটিকে মোহনবাগানের যা অবস্থান, তার চেয়ে এক ধাপ উপরে অর্থাৎ তিন নম্বরে উঠতে হলে তাদের এই ম্যাচে জিততেই হবে। খাতায় কলমে চেন্নাইয়িনের চেয়ে ভালো দল নিয়েই এগোচ্ছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু ম্যাচটা যেহেতু চেন্নাইয়ে, তাই কিছুটা চিন্তায় রয়েছেন তিনি। ঘরের মাঠেই যাদের কাছে হার দিয়ে এ বারের হিরো আইএসএল অভিযান শুরু করে গত বারের সেমিফাইনালিস্টরা, অ্যাওয়ে ম্যাচে কতটা সুবিধা করতে পারবে তারা, সেটাই প্রশ্ন।

যদিও সেই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে অনেক ফারাক। সেটা ছিল দুই দলেরই প্রথম ম্যাচ। তার পরে দু’পক্ষেরই এক ডজন বা তারও বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দুই দলেরই চোট-আঘাতের তালিকায় একাধিক খেলোয়াড়ের নাম রয়েছে। তাই পরিস্থিতিও অন্য রকম। ফেরান্দো তাই হার-জিত নিয়ে নির্দিষ্ট করে কিছু বলার ঝুঁকি নিতে চান না।

আরও পড়ুন: হেরেই চলেছে লাল-হলুদ, ঘরের মাঠে এ বার হায়দরাবাদের কাছে আত্মসমর্পণ EBFC-র

চেন্নাই উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘মুম্বইয়ের চেয়ে চেন্নাইয়িন এফসি আলাদা দল। তাই খুঁটিনাটি ব্যাপারগুলিতে পরিবর্তন আনতেই হবে। প্রথম লিগের চেয়ে পরিস্থিতি এখানে আলাদা। ঘরের মাঠে খেলা আর বাইরে গিয়ে খেলার মধ্যে তফাৎ আছে।’

প্রথম মুখোমুখিতে হারার পরে ফের মোলাকাত। আগের ম্যাচেই টানা পাঁচ ম্যাচ জিতে আসা হায়দরাবাদ এফসি-কে আটকে দিয়েছে চেন্নাইয়িন এফসি। তাই তাদের যথেষ্ট সমীহ করছেন ফেরান্দো। বলেছেন, ‘চেন্নাইয়িনে ভালো ভালো খেলোয়াড় আছে। সবাই জানেন। ওরা মাঠে ভালো সিদ্ধান্ত নিতে পারে। সেই জন্যই হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে পয়েন্ট পায় বা মুম্বইকেও বেগ দিতে পারে। ওরা শক্তিশালী দল। ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। পায়ে বল রাখতে হবে, জায়গা তৈরি করে তা কাজে লাগাতে হবে। সেটপিস, ড্রিবলিং, ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে ওরা খুবই ভাল। জানি ম্যাচটা কঠিন হবে।’

তবে চোট-আঘাত সমস্যা থেকে এখনও মুক্ত হতে পারছেন না। আক্রমণে মনবীর সিংকে নিয়ে উদ্বেগ তো ছিলই। তাতে নতুন সংযোজন দিমিত্রি পেত্রাতোস। তিনি শনিবার মাঠে নামতে পারবেন কি না, নিশ্চিত করে বলতে পারলেন না কোচ। শুধু বললেন, ‘পেত্রাতোস খেলতে পারবে কি না, দেখতে হবে, ডাক্তাররা বলবেন। আরও দু'দিন অনুশীলন আছে। তার পরে বোঝা যাবে। মনবীরের ব্যাপারেও একই কথা বলব। ম্যাচের আগে যদি দেখি ও ফিট আছে, তা হলে খেলাব। এখনও সাতটা ম্যাচ আছে, তার পরে প্লে অফ। অযথা ঝুঁকি নিতে চাই না।’

মুম্বইয়ের বিরুদ্ধে প্রায় হাফ ডজন শট গোলে রেখেও একটিতেও সাফল্য পাননি এটিকে মোহনবাগান তারকারা। লিস্টন কোলাসো থেকে পেত্রাতোস, আশিক কুরুনিয়ান অনেকেই গোলের সুযোগ নষ্ট করেন সে দিন। ম্যাচের পরে এই গোলের সুযোগ তৈরি নিয়েই সন্তোষ প্রকাশ করেন তাঁদের কোচ। এ দিনও সেই জায়গা থেকে বিন্দুমাত্র সরলেন না। বলেন, ‘গোলের সুযোগ তৈরি করতে পারলে তবেই জেতার ৯০ শতাংশ সম্ভাবনা থাকে। একটা ম্যাচে যদি ২০টা শট গোলে রাখা যায়, তা থেকে দু-একটা গোল আসবেই। কিন্তু সারা ম্যাচে দু-একটা শট গোলে রাখলে গোল আসার সম্ভবনা খুবই কম। এটাই আমার নীতি।’

আরও পড়ুন: আনোয়ার আলিকে বিশাল বড় অঙ্কের প্রস্তাব, পরের মরশুমের দল গোছানো শুরু ATK MB-র

দলের আক্রমণ বিভাগের প্রশংসা করে কোচ বলেন, ‘আমাদের দল এই ব্যাপারে যথেষ্ট দক্ষ। কিন্তু আক্রমণের চূড়ান্ত পর্যায়ে ভাগ্য আমাদের সহায় হচ্ছে না। যেমন মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ওদের গোলকিপার সে দিন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রতিপক্ষ যদি আমাদের থেকে ভালো পারফরম্যান্স দেখায়, তা হলে হয় নিজেদের আরও উন্নত করতে হয়, না পারলে তা মেনে নিতেই হয়। তবে গোলের সুযোগ তৈরি করাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কিন্তু লিগ যত এগোচ্ছে, ততই প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রতিটি দলের কাছে। তাই গোলের সংখ্যা যে বাড়াতেই হবে, তা স্বীকার করে নিয়ে প্রীতম কোটালদের হেডমাস্টার বলেন, ‘অবশ্যই বেশি গোল করতে হবে এবং সেই চেষ্টা চালিয়েও যাচ্ছি আমরা। কিন্তু আমি তো আর মাঠে নেমে গোল করতে পারব না। বড়জোর খেলোয়াড়দের সাহায্য করতে পারি। দলের ছেলেদের বিভিন্ন খুঁটিনাটি শেখাতে পারি। কিন্তু মাঠে নেমে ক্রস দেওয়া বা গোলে শট মারা, এটা তো আমার পক্ষে সম্ভব নয়।’

প্রতি ম্যাচে তিন পয়েন্টের লক্ষ্যে যে দল এখন থেকে আক্রমণাত্মক ফুটবলই খেলবে, তা ইঙ্গিতে বুঝিয়েই দিলেন ফেরান্দো। তাই রক্ষণে দুই বিদেশি স্টপার খেলানোর কথাও ভাবছেন না তিনি। বলে দিলেন, ‘দু’জন বিদেশি ডিফেন্ডারকে একসঙ্গে খেলানোর বিষয়টা আমার মাথায় এখন নেই। আমাদের দর্শন হল, প্রতি ম্যাচে তিন পয়েন্ট পেতে হবেই। আমাদের আক্রমণ বিভাগে ভালো মানের খেলোয়াড়রা রয়েছে। তাই মাঝে মাঝে ঝুঁকি নিতে হয়। শুধু রক্ষণের ওপর জোর না দিয়ে আক্রমণের ওপর বেশি জোর দেওয়াই ভাল। তবে পরিস্থিতি অনুযায়ী, যেমন কারও চোট-আঘাত লাগলে, সেই নীতিতে বদল আনতেই হয়।’

লিগের ১৫ নম্বর রাউন্ড শুরু হয়ে গিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই লিগসেরা নিয়ে জল্পনাও শুরু হয়ে গিয়েছে ফুটবল মহলে। সবুজ-মেরুন সমর্থকেরাও সেই জল্পনা যোগ দিয়েছেন। সবাই চান তাঁদের প্রিয় দল সেরা দুইয়ে থাকুক এবং সরাসরি সেমিফাইনালে উঠুক। তাঁদের জন্য কোচের বক্তব্য, ‘আমাদের যে ভাবে চোট-আঘাত সমস্যার মধ্যে দিয়ে আসতে হয়েছে, তা খুবই কঠিন পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। এগুলো অনেকটা ভাগ্যেরও ব্যাপার। কখন, কার চোট লাগবে, কেউ বলতে পারে না। আমরা এই ব্যাপারে ভাগ্যের সহায়তা খুব একটা পাইনি। নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করার জন্য তৈরি করতে হবে। প্রতি ম্যাচে একটাই লক্ষ্য তিন পয়েন্ট। সেই লক্ষ্য পূরণ করতে পারলে আমরা ভালো জায়গায় যেতে পারি।’

লিগশিল্ড জয়ের ব্যাপারেও প্রায় একই কথা বলছেন তিনি, ‘অঙ্কের হিসেবে তো সম্ভব। তবে সবটা আমাদের হাতে নেই। আমাদের দলের নীতি হল শেষ মিনিট পর্যন্ত লড়াই করো। এক নম্বর জায়গা না পেলে দ্বিতীয় স্থানের জন্য লড়াই করো, সেটাও না হলে তিন নম্বরের জন্য লড়ো। লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয়, এ কথা কখনও বলি না আমরা। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করি। এই দলের উপর আমার সম্পুর্ণ আস্থা আছে। কারণ, অনেক কঠিন পরিস্থিতিতেও দলের ছেলেরা চারিত্রিক দৃঢ়তার প্রমাণ দিয়েছে। তা সত্ত্বেও ভালa ফল পাইনি। যেমন মুম্বইয়ের বিরুদ্ধে। কিন্তু চেষ্টা চালিয়ে যেতেই হবে। ফুটবলে পরিস্থিতি ঘন ঘন বদলে যায়। কখন কার দিন আসে কেউ জানে না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘যা ইচ্ছে বলো,আম্পায়ারকে বুঝে নেব’! বিশ্বকাপ ফাইনালে স্লেজিংয়ের গল্প রোহিত গলায়… দশভূজার হাতে ১০ অস্ত্র, কোন অস্ত্র কে কেন দিয়েছিলেন মাকে? কী বলছে শাস্ত্র? অষ্টধাতু ব্যবহার করে প্রতিমা নির্মাণ ব্যারাকপুরে, তাক লাগালেন হাবড়ার শিল্পী সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও বাংলাদেশে অনেক পুজো বাতিল, ভয়ে উদ্যোক্তারা মীন রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে মকর রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে শাংহাই মাস্টার্সে জকোভিচকে সতর্ক করল আম্পায়ার! মাথা গরম করে ক্ষোভ দেখালেন জোকার… ধনু রাশির সাপ্তাহিক রাশিফল, ৬ অক্টোবর থেকে ১২ অক্টোবর কেমন কাটবে ১৩৩৮ দিন টেস্টে জেতেনি পাকিস্তান! ফ্ল্যাট পিচের আর্জি শুনে চটে লাল কোচ গিলেসপি…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.