HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: দলে ধারাবাহিকতার চূড়ান্ত অভাব- মেনে নিয়ে দশে থাকা জামশেদপুরকে বাড়তি গুরুত্ব EB কোচের

ISL 2022-23: দলে ধারাবাহিকতার চূড়ান্ত অভাব- মেনে নিয়ে দশে থাকা জামশেদপুরকে বাড়তি গুরুত্ব EB কোচের

আইএসএলে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসি-র মধ্যে যে পাঁচবার দেখা হয়েছে, তার মধ্যে দু’বার জিতেছে ইস্টবেঙ্গল ও একবার জিতেছে জামশেদপুর এফসি। বাকি দু’টি ম্যাচ ড্র হয়েছে। চলতি মরশুমের প্রথম লেগে  ইস্টবেঙ্গল এফসি ৩-১-হারায় জামশেদপুরকে।

স্টিফেন কনস্ট্যান্টাইন।

একটা ম্যাচে জয়, তো পরের ম্যাচেই হার। জয়ে ইস্য় অনেক সময় লেগে যাওয়া। এই ব্যাপারগুলো যে একটা দলের কোচ ভালো ভাবে নেবেন না, এটাই স্বাভাবিক। স্টিফেন কনস্ট্যান্টাইনের ক্ষেত্রেও ব্যাপারটা সে রকমই। গত ম্যাচে ওড়িশা এফসি-র কাছে ফের হারতে হয়েছে লাল-হলুদ বাহিনীকে। তাই এখন কনস্ট্যান্টাইন তাকিয়ে, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ফিরতি ম্যাচের দিকে।

শুক্রবার ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল, যে জামশেদপুর এখন লিগ তালিকার দশ নম্বরে রয়েছে। এই দলকেই জামশেদপুরে গিয়ে ৩-১ গোলে হারিয়ে এসেছিল লাল-হলুদ। এ বার ঘরের মাঠে সেই দলকে হারিয়ে লিগের প্রথম ছয়ে থাকার ক্ষীণ আশাটুুকু বাঁচিয়ে রাখতে চাইবে কনস্ট্যান্টাইনের টিম। তবে এই ম্যাচ কঠিন হবে বলেই মনে করছেন ব্রিটিশ কোচ।

বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘কোনও ম্যাচই সোজা নয়। যে কোনও দিন যে কোনও দল, অন্য দলকে হারাতে পারে। জামশেদপুরে গিয়ে আমরা পুরো পয়েন্ট নিয়ে এসেছিলাম। এ বার নিশ্চয়ই ওরা প্রস্তুত হয়েই এসেছে। তাই ম্যাচটা কঠিনই হবে বলে মনে হয়। লিগ টেবলের নীচের দিকে থাকলেও, ওরা ভাল দল। আমাদের লড়াই করতে হবে।’

আরও পড়ুন: ফের ট্রান্সফার ব্যানের কবলে ইস্টবেঙ্গল, নতুন ফুটবলার সই করানো নিয়ে জটিলতা

গত ম্যাচে শুরুটা ভাল করেও ১-৩-এ হেরে যায় ইস্টবেঙ্গল। অনেকে বলছেন, রক্ষণের ভুলেই এমন হয়েছে। কিন্তু কনস্ট্যান্টাইন তা মানতে রাজি নন। বলেছেন, ‘আমার মনে হয় রক্ষণকে দোষারোপ করে লাভ নেই। জিতলে যেমন দল জেতে, তেমন হারলেও দলই হারে। এটা ঠিকই যে, আমাদের ধারাবাহিকতার অভাব রয়েছে। একটা ম্যাচে জিতছি তো, পরের দুটো ম্যাচে হারছি। কিন্তু আমরা উন্নতির চেষ্টা করছি। পরিশ্রম করছে ছেলেরা। বল-সহ ও বল ছাড়া আমাদের আরও ভালো করতে হবে। ওঠা-নামাতেও আরও গতি আনতে হবে।’

চোট আঘাত সমস্যা নিয়েও বেশ জর্জরিত ইস্টবেঙ্গল শিবির। তরুণ ফরোয়ার্ড হীমাংশু জাংরা এই মরশুমে আর মাঠে নামতে পারবেন কি না, তা যেমন অনিশ্চিত, তেমনই ক্লেটন সিলভার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই ব্যাপারে কোচ বলেছেন, ‘হীমাংশুকে অন্তত দু’সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। চোট সারিয়ে ফিরে আসার পরেও ও কতটা সাহায্য করতে পারবে দলকে, তাও সন্দেহ আছে। সারা মরশুমেও হয়তো ওকে আমরা নাও পেতে পারি। ক্লেটন ঠিকই আছে। তবে ওর বয়স এবং শারীরিক অবস্থা যে রকম, তাতে ওর চোট নিয়ে আমাদের আরও ধৈর্য্যশীল হতে হবে। ও নিজেও বড় মাপের পেশাদার। জানে নিজেকে ঠিক রাখতে কী করতে হয়। তাই ওকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আরও ভাবতে হবে।’

আরও পড়ুন: অলৌকিক কিছু না ঘটলে সেরা ছয়ে থাকা যাবে না- ওড়িশার কাছে হেরে মেনে নিলেন EB কোচ

দলের তরুণ উইঙ্গার নাওরেম মহেশ সিং মাঝে কয়েকটি ম্যাচে যথেষ্ট ভাল খেললেও, ইদানীং নিজের সেরাটা দিতে পারছেন না। এই ব্যাপারে মহেশকে যে মোটেই সমর্থন জানাতে রাজি নন তিনি, তা স্পষ্ট জানিয়ে দিয়ে কোচ বলে দেন, ‘গত তিন-চারটে ম্যাচে ও মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। ওকে বুঝতে হবে লিগটা কুড়ি ম্যাচের, তিনটে ম্যাচের নয়। যে সুযোগ পেয়েছে, তাতে ও ভাল খেলেছে ঠিকই। তিন-চারটে ম্যাচে অসাধারণ খেলেছে। কিন্তু তার পরের তিন-চার ম্যাচে ভাল খেলতে পারেনি। সেটা যথেষ্ট নয়। ওকে ধারাবাহিক হতে হবে। ও ভাল খেলোয়াড়, পরিশ্রম করে। কিন্তু তিন-চারটে ম্যাচে ভাল খেলে কখনও ভাল খেলোয়াড় হওয়া যায় না। ওর কাছ থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে।’

দলের মাঝমাঠে সমস্যা হচ্ছে এবং তাঁর দল গোলের সুযোগ তৈরি করতে পারছে না বলে অভিযোগ উঠলেও তা স্বীকার করতে রাজি নন প্রাক্তন ভারতীয় কোচ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় না কোনও সমস্যা আছে। অনেক সুযোগই আমরা তৈরি করেছি। সারা মরশুমেই প্রচুর সুযোগ তৈরি করেছি আমরা। হয়তো সেগুলো থেকে বেশি গোল করতে পারিনি। কিন্তু, খেয়াল রাখবেন, লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে আমাদেরই একজন খেলোয়াড়। ক্লেটন আট গোল করেছে। ও যদি আরও সাহায্য পেত, তা হলে আরও তিন-চারটে গোল পেত। ওকে সাহায্য করার জন্য লোক আনব আমরা। তা হলে ওকে আর কেউ ডাবল মার্কিং করবে না হয়তো। আরও জায়গা পাবে ও এবং অন্য স্ট্রাইকার গোল করার সুযোগ পাবে। আমাদের প্রতিপক্ষরা যত সুযোগ পাচ্ছে বা তৈরি করছে, তা থেকে অনেক বেশি গোল করছে, যেটা আমরা পারছি না। তাই হারছি।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাবা-মার বিচ্ছেদ কীভাবে সামলায় ১২ বছরের মীরা? বরখাকে নিয়ে জবাব ইন্দ্রনীলের ৫৪ বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ HC-র, চিরতরে বসে গেল ভারতের উড়ান সংস্থা রোহিঙ্গাদের জেলা পরিষদের টাকায় পুষেছে শাহজাহান, ছড়িয়ে দিয়েছে গোটা দেশে: দিলীপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়ার ঘটনায় কী বললেন শ্রীময়ী সকালে উঠে খালি পেটে ঘি খেলে কী হয়? জানা থাকলে বহু সমস্যা থেকে মুক্তি পাবেন ২৫৭৫৩ জনের কারা যোগ্য তা বলা সম্ভব নয়, SC আবেদনের পর কবুল করলেন SSC চেয়ারম্যান প্রেমের অনুভূতি কাদের প্রেমের সম্পর্কে নতুনত্ব আনবে? কী বলছে আজকের প্রেম রাশিফল ছোট থেকে ডায়াবেটিক, মা হওয়ার পর ৩২ কেজি ওজন বাড়া! রোগা হতে কী করেন সোনম কবে প্রকাশিত হবে অসমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? ‘বোমা রাখা আছে’, ইমেল ঘিরে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে, মেলে নি কিছুই

Latest IPL News

কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.