বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ফুটবলাররা মানসিক চাপে থাকছে, তাই গোলের সুযোগ নষ্ট হচ্ছে- অদ্ভুত যুক্তি ফেরান্দোর

ফুটবলাররা মানসিক চাপে থাকছে, তাই গোলের সুযোগ নষ্ট হচ্ছে- অদ্ভুত যুক্তি ফেরান্দোর

জুয়ান ফেরান্দোর।

বাগানের পজিটিভ স্ট্রাইকারের অভাব। যেটা মরশুমের শুরু থেকেই চাপে রেখেছে সবুজ-মেরুনকে। দলে কোনও নম্বর নাইন বা পজিটিভ স্ট্রাইকার নেই। আর এই সিদ্ধান্ত কোচ ফেরান্দোরই। যে কারণে গোটা মরশুম জুড়ে ভুগতে হচ্ছে সবুজ-মেরুনকে। তার পরে দল গোল না পেলে, সব দায় এসে পড়ছে ফুটবলারদের ঘাড়ে।

হায়দরাবাদ এফসি-র ঘরের মাঠে তাদের জিততে না দিলেও, গোলের সুযোগ নষ্টে একেবারেই সন্তুষ্ট নন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। দলের চোট-আঘাত সমস্যা নিয়েও তিনি চিন্তিত। সোমবারই ফিরতি সেমিফাইনালে ঘরের মাঠে নামতে হবে তাদের। তার প্রস্তুতির জন্য তাদের হাতে রয়েছে মাত্র দু’দিন। এই দু’দিনে দলকে আরও একটা কঠিন পরীক্ষার জন্য কতটা প্রস্তুত করতে পারবেন তিনি, তা নিয়েও চিন্তায় রয়েছেন স্প্যানিশ কোচ।

বৃহস্পতিবার জিএমসি বালাযোগী স্টেডিয়ামে কোনও গোল করতে না পারলেও ম্যাচের সবচেয়ে সহজ দু'টি গোলের সুযোগ পেয়েছিল এটিকে মোহনবাগান। প্রীতম কোটাল এবং মনবীর সিং এই দু'টি গোল করতে পারলে, এ দিন জিতেই হাসি মুখে মাঠ ছাড়তে পারত ফেরান্দো ব্রিগেড।

গোলশূন্য ড্রয়ের পর বৃহস্পতিবার রাতে ফেরান্দো সাংবাদিকদের বলেন, ‘এই ফলে আমরা হতাশ। কারণ, ম্যাচটা জিততেই এসেছিলাম এখানে। তবে বেশ কঠিন ছিল কাজটা। হায়দরাবাদ ভালো দল। ওদের ভালো ভালো খেলোয়াড় আছে। সেই জন্যই ওরা লিগে দুই নম্বরে ছিল। সেই জন্যই ওরা গত বারের চ্যাম্পিয়ন। এখন আমাদের পরের ম্যাচের প্রস্তুতি নিতে হবে। হাতে দু'দিনের বেশি সময় নেই। হায়দরাবাদ খুবই ভালো দল, এ কথা মাথায় রেখে আমাদের পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে। ওদের বিরুদ্ধে সুযোগ তৈরি করা, জায়গা তৈরি করা খুবই কঠিন। ওরা আসলে তিন বছর ধরে একই পরিকল্পনা নিয়ে খেলে আসছে। এটাই স্বাভাবিক।’

আরও পড়ুন: হায়দরাবাদে বাগানের ত্রাতা বিশাল,যুবভারতীতে অ্যাডভান্টেজে মেরিনার্স

দুই দলের পারফরম্যান্স নিয়ে ফেরান্দো বলেন, ‘প্রথমার্ধে হায়দরাবাদ দুটো ভালো সুযোগ পেয়েছিল। সেখানে আমরা একটা সুযোগ পেয়েছিলাম। দ্বিতীয়ার্ধে ওরা একটা ভালো সুযোগ পায়, আমরা দু'-তিনটে সুযোগ পেয়েছিলাম। দুই দলই প্রায় একই রকম ভালো খেলেছে। আমরা হতাশ। দু'-তিনটে ভাল সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলাম না।’

ঘরের মাঠে দ্বিতীয় লেগেও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সবুজ-মেরুন কোচ। বলেন, ‘দ্বিতীয় লেগেও একই পরিকল্পনা থাকবে। আমরা পরিকল্পনা বদলাই না। আমরা সব সময়েই আক্রমণে ওঠার চেষ্টা করি, পায়ে বল রাখার চেষ্টা করি, জায়গা তৈরি করা ও তা কাজে লাগানোর চেষ্টা করি। প্রতিপক্ষ আজ আমাদের চেয়ে বল দখলে এগিয়ে ছিল। রক্ষণে আরও উন্নতি করতে হবে আমাদের। কিছু খুঁটিনাটি ব্যাপারে পরিবর্তন দরকার ঠিকই। তবে মানসিকতা একই থাকবে।’

তবে দলের খেলোয়াড়দের ক্লান্তি তাঁকে যে বেশ চিন্তায় রেখেছে, তা তাঁর কথাতেই স্পষ্ট। তাই সমর্থকদের দিকে অনেকটাই তাকিয়ে আছেন কোচ। বলেছেন, ‘সাত দিনে তিনটে ম্যাচ খেলতে হচ্ছে আমাদের। এখন খেলোয়াড়দের ফের চাঙ্গা করে তোলাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে আশা করি, উজ্জীবিত ফুটবল খেলবে ছেলেরা। কঠিন সময়ে সমর্থকেরাই কাজে আসেন। তবে নিজেদের কৌশলে মন দিতেই হবে আমাদের।’

আরও পড়ুন: কেরলে Super Cup-এ ৯, ১০ এপ্রিল নামছে EB-ATKMB, বাগানের তুলনায় কঠিন চ্যালেঞ্জ লাল-হলুদের

এমনিতেই আশিক কুরুনিয়ানের চোট। এ দিন হুগো বৌমাসও পুরো ম্যাচ খেলতে পারেননি। তাঁদের নিয়ে ফেরান্দো বলেন, ‘বৌমাস, আশিকদের তিন দিনের মধ্যে ফের সুস্থ ও তরতাজা করে তোলা মোটেই সোজা কাজ নয়। ওরা খুবই চেষ্টা করবে জানি। মাঝখানে শনি ও রবিবার আছে। দেখা যাক কী হয়। সবাইকে উজ্জীবিত করে তোলার চেষ্টা করব। সেরা দলই মাঠে নামানোর চেষ্টা করব। যাদের চোট লেগেছে, তাদের এই সময়ে না খেলানোই ভালো।’

সোমবার ঘরের মাঠে সেমিফাইনালের লড়াইকেই আপাতত ফাইনাল হিসেবে নিচ্ছেন এটিকে ফেরান্দো। বলেও দেন, ‘পরের ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো। ম্যাচ গোলশূন্য থাকলে তা অতিরিক্ত সময়ে গড়াবে। তাই আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে এবং জিততে হবে। দু’পক্ষই ফাইনালে উঠতে মরিয়া। আমাদের আক্রমণাত্মক ফুটবলই খেলতে হবে।’

তবে অসংখ্য গোলের সুযোগ হাতছাড়া হওয়ার ধারাবাহিক সমস্যা নিয়ে তিনি মনে করেন, ‘এই মরশুমে গোলের সুযোগ হাতছাড়া করার সমস্যা শুরু থেকেই হয়েছে। আত্মবিশ্বাসের অভাব হচ্ছে। ফুটবলে মানসিক ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আত্মবিশ্বাসের অভাব হচ্ছে বলে, দলের ছেলেরাও মানসিক চাপে থাকছে সব সময়ে। ফলে আরও সুযোগ হাতছাড়া করছে ওরা। তবে ফুটবলে এমন হয়েই থাকে। হয়তো দেখা যাবে পরের মরশুমে এই খেলোয়াড়রাই দু'টি সুযোগ পেলে দুটোতেই গোল করবে। এটাই ফুটবল।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শাহজাহানের অস্ত্রভাণ্ডার লুকাতেই কি EDর ওপর হামলা? অস্ত্র উদ্ধারে উঠছে প্রশ্ন কানাডায় ফ্রিতে খাবার নেয়, সোশ্যাল মিডিয়ায় কোণঠাসা ভারতীয় যুবক, মুখ খুললেন HT-তে রিচার হবু সন্তানকে আদর! বেবি বাম্পে চুমুই খেয়ে বসলেন রেখা একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে 'দেহত্যাগ করুন', অভিজিৎকে বেনজির আক্রমণ মমতার, SSC মামলায় পদত্যাগ করতে বলেছিলেন বড় খবর! হোয়াটস অ্যাপ কি চলে যাচ্ছে ভারত থেকে? যা হল হাইকোর্টে সবটা জেনে নিন 'রবি কিষাণ আমার জন্মদাতা', শেনোভার DNAপরীক্ষার আবেদনে কী জানাল আদালত? শাহজাহানের 'ডেরা'-য় আরও বোমা-অস্ত্র? সন্দেশখালিতে NSG, রোবট নামিয়ে চলছে অভিযান 'মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করতে হবে' বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের

Latest IPL News

একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.