আগামী ৯ জানুয়ারি থেকে কলিঙ্গ সুপার কাপ শুরু হচ্ছে। আর প্রথম দিনেই মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। তবে কলকাতা ডার্বির জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। সেদিন গ্রুপ ‘এ’-র ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। সেটাই গ্রুপ লিগের (গ্রুপ 'এ') শেষ ম্যাচ হবে। ফলে ওই ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে জানানো হয়েছে, দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল মিলিয়ে কলিঙ্গ সুপার লিগে মোট ২৭টি ম্যাচ হবে। মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত গ্রুপ লিগের ম্যাচ চলবে। তারপর সেমিফাইনাল হবে আগামী ২৪ জানুয়ারি এবং আগামী ২৫ জানুয়ারি। আর ফাইনাল আগামী ২৮ জানুয়ারি হবে।
কলিঙ্গ সুপার লিগের পূর্ণাঙ্গ সূচি
১) ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ: ৯ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
২) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আই লিগ ১: ৯ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
৩) কেরালা ব্লাস্টার্স বনাম আই লিগ ২: ১০ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
৪) নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম জামশেদপুর এফসি: ১০ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
৫) মুম্বই সিটি এফসি বনাম আই লিগ ৩: ১১ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
৬) চেন্নাইয়িন এফসি বনাম পঞ্জাব এফসি: ১১ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
৭) এফসি গোয়া বনাম আই লিগ ৪ : ১২ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
৮) ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি: ১২ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
৯) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম হায়দরাবাদ এফসি: ১৪ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
১০) ইস্টবেঙ্গল বনাম আই লিগ ১: ১৪ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
১১) নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম আই লিগ ২: ১৫ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
১২) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম জামশেদপুর এফসি: ১৫ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
১৩) চেন্নাইয়িন এফসি বনাম আই লিগ ৩: ১৬ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
১৪) মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি: ১৬ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
১৫) এফসি বনাম গোয়া বনাম বেঙ্গালুরু এফসি: ১৭ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
১৬) ওড়িশা এফসি বনাম আই লিগ ৪: ১৭ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
১৭) হায়দরাবাদ এফসি বনাম আই লিগ ২: ১৯ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
১৮) মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল: ১৯ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
১৯) জামশেদপুর এফসি বনাম আই লিগ ২: ২০ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
২০) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি: ২০ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
২১) পঞ্জাব এফসি বনাম আই লিগ ৩: ২১ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
২২) মুম্বই সিটি এফসি বনাম চেন্নাইয়িন এফসি: ২১ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
২৩) বেঙ্গালুরু এফসি বনাম আই লিগ ৪: ২২ জানুয়ারি, দুপুর ২ টো, কলিঙ্গ স্টেডিয়াম - পিচ ১।
২৪) এফসি গোয়া বনাম ওড়িশা এফসি: ২২ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
২৫) প্রথম সেমিফাইনাল: গ্রুপ 'এ' জয়ী বনাম গ্রুপ 'বি' জয়ী, ২৪ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
২৬) দ্বিতীয় সেমিফাইনাল: গ্রুপ ‘সি জয়ী বনাম গ্রুপ 'ডি' জয়ী, ২৫ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
২৭) ফাইনাল: প্রথম সেমিফাইনাল বনাম দ্বিতীয় সেমিফাইনাল, ২৮ জানুয়ারি, সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট, কলিঙ্গ স্টেডিয়াম - মূল পিচ।
কলিঙ্গ সুপার কাপের গ্রুপ বিন্যাস
১) গ্রুপ ‘এ’: মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি এবং আই লিগ ১।
২) গ্রুপ ‘বি’: কেরালা ব্লাস্টার্স এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং আই লিগ ২।
৩) গ্রুপ ‘সি’: মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি এবং আই লিগ ৩
৪) গ্রুপ ‘ডি’: এফসি গোয়া, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং আই লিগ ৪ (প্লে-অফের জয়ী দল)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।