বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Kalinga Super Cup: নতুন বছরে নতুন লড়াইয়ের জন্য তৈরি মোহনবাগান, বিদেশিদের সামনে প্রমাণের লড়াই

Kalinga Super Cup: নতুন বছরে নতুন লড়াইয়ের জন্য তৈরি মোহনবাগান, বিদেশিদের সামনে প্রমাণের লড়াই

Kalinga Super Cup এ অভিযান শুরু করতে তৈরি মোহনবাগান (ছবি-এক্স মোহনবাগান)

ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম যখন রীতিমতো জমজমাট হয়ে উঠেছিল ঠিক সেই সময়ে লিগের দলগুলির সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মঙ্গলবার থেকে কলিঙ্গ সুপার কাপের আসর বসতে চলেছে ওড়িশা এফসি-র ঘরের মাঠে।

ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম যখন রীতিমতো জমজমাট হয়ে উঠেছিল ঠিক সেই সময়ে লিগের দলগুলির সামনে আরও এক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। মঙ্গলবার থেকে কলিঙ্গ সুপার কাপের আসর বসতে চলেছে ওড়িশা এফসি-র ঘরের মাঠে। এই নক আউট টুর্নামেন্টে প্রতি বারের মতো এ বারেও প্রতিটি দলের সামনে কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মোহনবাগান তাদের মধ্যে একটি দল। আইএসএল-এ পরপর ৩ ম্যাচে হেরে চাপে ছিল মোহনবাগান। তার মাঝে আবার দলের প্রধান কোচ জুয়ান ফেরান্দোর পদত্যাগ। সবমিলিয়ে কলিঙ্গ সুপার কাপের আগে বেশ চাপে মোহনবাগান সুপার জায়ান্ট।

এমন অবস্থায় সবুজ মেরুনের টেকনিক্যাল ডিরেক্টর অ্যান্টনিও লোপেজ হাবাস এবার প্রধান কোচ হিসেবে দলের দায়িত্ব সামলাবেন। সুপার কাপ থেকেই তিনি এই দায়িত্ব পালন করবেন। সবুজ-মেরুনের একাধিক ফুটবলার জাতীয় দলে রয়েছেন। কয়েকজন ফুটবলারের চোটও রয়েছে। সবমিলিয়ে রীতিমতো কঠিন পরীক্ষার সামনে হাবাস। তবে হাবাস ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত এবং তিনি চলতি মরশুমের শুরু থেকেই মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত রয়েছেন। ফলে কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

সাত ম্যাচে অপরাজিত থাকার পর বছরের শেষে টানা তিনটি ম্যাচে হেরে বিপর্যস্ত মোহনবাগান সুপার জায়ান্ট। দলের সাত জন ফুটবলার কাতারে ভারতের এএফসি এশিয়ান কাপের দলে রয়েছেন। বাকিদের মধ্যে অনেকেরই চোট। ফলে দলের বিদেশিদের ওপর ভরসা করতেই হবে দলকে। এর মধ্যে আবার কোচ বিদায়ের পালাও সেরে ফেলেছে সবুজ-মেরুন বাহিনী। গত আইএসএলে যিনি দলকে কাপ জিতিয়েছিলেন ও এ বার ডুরান্ড কাপে যিনি দলকে চ্যাম্পিয়ন করেন, সেই জুয়ান ফেরান্দোকে সরিয়ে দেওয়া হয়েছে বছর শেষের ভরাডুবির দায়ে। শুধু যে আইএসএলে ব্যর্থ হয়েছে সবুজ-মেরুন বাহিনী, তা নয়। এএফসি কাপের গ্রুপ পর্বেও ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে তারা।

এই অবস্থা থেকে নিজেদের তুলে এনে সুপার কাপ সেমিফাইনালে উঠতে গেলে মোহনবাগানের বিদেশিদের আরও বেশি দায়িত্ব নিতে হবে। সেই সুযোগও রয়েছে। কারণ, এএফসি-র ক্লাব টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রথম এগারোয় ছ’জন বিদেশি ফুটবলারকে রাখা যাবে। আইএসএলে দিমিত্রিয়স পেত্রাতস, আরমান্দো সাদিকু, জেসন কামিংস, হেক্টর ইউস্তে, হুগো বুমোসদের কাউকেই খুব একটা ধারাবাহিক ভাবে ভালো খেলতে দেখা যায়নি। তবে লিগে সেরা ভারতীয় খেলোয়াড়রা তাঁদের পাশে ছিলেন বলে দল হিসেবে সাফল্য পেয়েছিল তারা। কিন্তু যেহেতু সেরা ভারতীয়রা কাতারে এবং আনোয়ার আলি, আশিক কুরুনিয়ানদের গুরুতর চোট, তাই কামিংসদেরই মূল দায়িত্ব নিতেই হবে।

এবারের সুপার কাপের ফর্ম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপের সেরা দলই শুধু সেমিফাইনাল খেলবে। ফলে সেমিফাইনালে যেতে হলে ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি ও শ্রীনিধি ডেকানের বাধা টপকাতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। গ্রুপের প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে মোহনবাগানের। ফলে প্রথম ম্যাচ থেকেই দারুণ খেলতে চায় সবুজ মেুন ব্রিগেড। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে জয় দিয়ে সুপার কাপের অভিযান শুরু করতে চায় মোহনবাগান।  

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাতে একসঙ্গে ১০ লাখ এসি চলেছে! গত সপ্তাহে ‘রেকর্ড’ কলকাতা ও আশপাশের এলাকায় ‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু আজ বৈশাখের মাসিক শিবরাত্রিতে বিরল কাকতাল! মহাদেবের আশীর্বাদ পাবে ৪ রাশি প্রিয়াঙ্কা গান্ধীর সভার আগেই আমেঠিতে কংগ্রেসের পার্টি অফিসে হামলা, ভাঙচুর গাড়ি কোরি অ্যান্ডারসনের আগে এই ৪ ক্রিকেটার ২টি দেশের হয়ে T20 বিশ্বকাপ খেলেছেন তোয়ালে জড়িয়ে কড়া রোদে বসে, Jolly LLB 3-র শ্যুটিংয়ের ফাঁকে এ কী হাল অক্ষয়ের ধুবরি লোকসভা কেন্দ্র ২০২৪: চতুর্থবার জিততে মরিয়া আজমল, জানুন অতীতে কী হয়েছিল কর্মীর কৃতকর্মের দায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের, পর্যবেক্ষণে বলল সুপ্রিম কোর্ট ৭ দিনে ১১৫০ টাকা কমেছে সোনার দাম, আজ তিলোত্তমায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু? শতাব্দীর গাড়ি দেখে ‘চোর ধরো’ স্লোগান BJPর, উনি তো TMCর আদি চোর, বললেন দেবতনু

Latest IPL News

‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু ‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো ধোনির দেখা নেই রে… T20-তে প্রথম নয়ে ব্যাট করতে নামলেন মাহি,মিমে ভরে গেল নেটপাড়া একানা স্টেডিয়ামে প্রথম দল হিসেবে T20 ফর্ম্যাটে দু'শো রানের গণ্ডি টপকাল KKR স্ট্রাইক ও রেট শুনলেই অনেকে ভয় পান, তবে সত্যি চাপা যায় না, বিরাটকে খোঁচা হর্ষের? নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.