৩ সেপ্টেম্বর অর্থাৎ রবিবারই ডুরান্ড কাপ ২০২৩ এর ফাইনালে মুখোুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল, আর এই দিনেই মোহনবাগানের তারকা বিদেশি ফুটবলার হোসে ব্যারেটোর জন্মদিন। তাই সবুজ মেরুন সমর্থক ও মোহনবাগানের কাছে এই ডুরান্ড কাপের ফাইনালটা একটু বিশেষ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সবথেকে বেশি গোল করেছেন ব্যারেটো। তিনি মোট ১৭টি গোল করেছিলেন। সেই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। এদিনের ডার্বিতে সবুজ-মেরুন ব্রিগেড জিতলেই ব্যারেটোকে বার্থডে গিফট দেওয়া হবে বলে মনে করেন অনেকেই। ইতিমধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের অফিশিয়াল টুইটার পেজে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘মোহনবাগান সমর্থকদের কাছে এটা একটা বিশাল আনন্দের মুহূর্ত। উনি আমাদের অসংখ্য ট্রফি উপহার দিয়েছেন। এমনকী ডার্বিতেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ব্যারেটোই সবথেকে বেশি গোল করেছেন।’ সেইসঙ্গে আরও লেখা হয়েছে, ‘আজ আমাদের প্রিয় সবুজ তোতা ওরফে হোসে ব়্যামিরেজ ব্যারেটোর জন্যে রইল জন্মদিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা!’
রবিবার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের ম্যাচ ঘিরে ইতিমধ্যেই টিকিটের হাহাকার শুরু হয়ে গিয়েছে। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত অবশ্যই চাইবেন জুয়ান ফেরান্দোর মোহনবাগানকে হারিয়ে লাল-হলুদ ব্রিগেডের হয়ে তাঁর প্রথম ট্রফিটা জিততে। অন্যদিকে মেরিনার্সরাও যে এক ইঞ্চি জমি ছাড়বে না, তা বলাই যায়। মরশুমের প্রথম ডার্বিতে ০-১ গোলে মোহনবাগান হেরে গিয়েছিল। সেই প্রতিশোধও নিতে চাইবে মোহনবাগান। তবে তার সঙ্গে নিজেদের কিংবদন্তিকে জন্মদিনের উপহার ম্যাচ জিতে দিতে চাইবেন শুভাশিস, সামাদরা। শেষবার ২০০৪ সালে ডুরান্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। সেই বছরে ২-১ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। ১৯ বছর পরে আবারও সেই ফাইনালের বদলা নিতে চাইবে মোহনবাগান।
এর মাঝেই ডার্বি নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন ব্যারেটো। তাঁর মতে এই ম্যাচে এগিয়ে থাকবে মোহনবাগান। তাঁর মতে মরশুমের প্রথম ম্যাচে মোহনবাগান হারলেও, সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়েই এই ম্যাচে মাঠে নামবে মোহনবাগান। তবে ব্যারেটো জানিয়েছেন যে ইস্টবেঙ্গল কোচ খুবই ভালো, তিনি দলকে মোটিভেট করতে জানেন। তবে মোহনবাগানের কাছে এই ম্যাচ জিতে নিজের জন্মদিনটাকে সেলিব্রেট করতে চান হোসে ব্য়ারেটো। তিনি বলেছেন, ‘৩ সেপ্টেম্বর আমার জন্মদিন, তাই আমার জন্মদিনের দিনে যদি মোহনবাগান জেতে তাহলে আমার কাছে বাড়তি পাওনা হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।