বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > MBSG vs JFC, ISL 2023-34: আনোয়ার, আশিক, জেসন, হুগোদের ছাড়াই জিতেছি, এর চেয়ে ভালো কী হতে পারে- উচ্ছ্বসিত ফেরান্দো

MBSG vs JFC, ISL 2023-34: আনোয়ার, আশিক, জেসন, হুগোদের ছাড়াই জিতেছি, এর চেয়ে ভালো কী হতে পারে- উচ্ছ্বসিত ফেরান্দো

জুয়ান ফেরান্দো।

খেলার শুরুতে গোল হজমে করেও, দুরন্ত কামব্যাক বাগানের। ঘটনাবহুল ম্যাচ। ১টি লালকার্ড, ১টি পেনাল্টি। কোনওটাই ন্যায্য নয়। জঘন্য রেফারিং। রেফারির ভুলে প্রায় ২৫ মিনিট ১০ জনে খেলল জামশেদপুর। তবে শেষদিকে অলআউট ঝাঁপায় টাটার দল। ম্যাচ ড্রও হতে পারত। শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে ফিরতে পেরে খুশি ফেরান্দো।‌

এক গোলে পিছিয়ে পড়েও পাল্টা তিন গোল মোহনবাগানের। প্রত্যাবর্তন একেই বলে। বুধবার টাটা কমপ্লেক্সে জামশেদপুরকে ৩-২ গোলে হারায় সবুজ-মেরুন ব্রিগেড। টানা চার জয়ে এক নম্বর স্থান ধরে রাখল জুয়ান ফেরান্দোর দল। আইএসএলের ইতিহাসে প্রথম বার শুরুতেই কোনও দল টানা চার ম্যাচ জেতার নজির গড়ল। বাগানের হয়ে গোল করেন আর্মান্দো সাদিকু, লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরি।

দলের নির্ভরযোগ্য তারকারা খেলতে পারেননি। তাতেও এসেছে দুরন্ত জয়। এতেই বেজায় খুশি বাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। টানা চতুর্থ জয়ের ফলে তারা ফের লিগ টেবলের শীর্ষস্থান দখল করল। চার ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। অন্যদিকে জামশেদপুর এফসি খাতায় কলমে তারকাহীন, দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেও ব্যবধান ধরে রাখতে পারল না। এই নিয়ে ছয় ম্যাচের মধ্যে তিন নম্বর হারের ফলে তারা নেমে গেল আট নম্বরে।

অসুস্থতা ও চোটের কারণে এ দিন খেলতে পারেননি তারকা ডিফেন্ডার আনোয়ার আলি, মিডফিল্ডার হুগো বৌমাস এবং স্ট্রাইকার জেসন কামিন্স। তাঁদের জায়গায় মাঠে নামেন হেক্টর ইউস্তে, গ্লেন মার্টিন্স এবং আর্মান্দো সাদিকু। তাঁরা প্রত্যেকেই নজর কাড়েন। এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁদের।

ম্যাচের পর ফেরান্দো বলেন, ‘আমি খুশি সমর্থকদের এবং খেলোয়াড়দের জন্য। গত সপ্তাহে আমাদের শিবিরে অনেকেই অসুস্থ ছিল। এখনও আছে। তবে এটাই ফুটবল, এ সব সত্ত্বেও আমাদের কাজ করে যেতে হবে। আনোয়ার, আশিক, জেসন, হুগো—কেউই তো খেলতে পারছে না। তা সত্ত্বেও যে জিতেছি, সেই জন্য আমি খুশি। যারা খেলেছে, আর্মান্দো, গ্লেন তারা খুবই ভালো পারফরম্যান্স করেছে। তবে আমাদের দলে খুব শীঘ্রই ভারসাম্য আনতে হবে। খেলোয়াড়দের সাহায্য করতে হবে, যাতে তারা সুস্থ হয়ে ফিরে আসতে পারে। সামনে অনেক ম্যাচ খেলতে হবে আমাদের।’

অনুশীলন করার সময়েই চোট পেয়েছিলেন হুগো বৌমাস। তার আগে থেকেই জ্বরে কাবু জেসন কামিন্স। আনোয়ার আলি এবং আশিক কুরুনিয়ান কবে মাঠে ফিরবেন, এখনও কোনও নিশ্চয়তা নেই। এই অবস্থায় কী ভাবে আগামী মঙ্গলবার বাংলাদেশে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচে লড়াই করবেন, সেটাই এখন ভাবছেন সবুজ-মেরুন কোচ।

ফেরান্দো বলেও দেন, ‘হুগো ও কামিন্সকে নিয়ে নিশ্চিত ভাবে কিছু বলা কঠিন। তবে আশা করি, ওরা পরের ম্যাচে খেলতে পারবে। জেসনের জ্বর, সর্দি সারানোর জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আমিও গত সপ্তাহে একই সমস্যায় পড়েছিলাম। তাই জানি, অন্তত দু-তিন দিন লাগে এটা সারতে। তবে সবার ক্ষেত্রে একই সময় লাগে না। এখন খেলোয়াড়দের দু’দিন লাগবে রিকভারির জন্য। তার পর দেখব, কে কতটা সুস্থ। সেই অনুযায়ী পরবর্তী এএফসি কাপের ম্যাচের প্রস্তুতি শুরু করব।’ ওই ম্যাচের পরে অবশ্য দল লম্বা ছুটি পেয়ে যাবে ২৬ নভেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক ফুটবলের জন্য এই দীর্ঘ ছুটিতে দলের প্লেয়াররাও চোট আঘাত, অসুস্থতা, ক্লান্তি সব কিছুই কাটিয়ে উঠতে পারবে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাড়ছে পর্যটক, যানজটে জেরবার দার্জিলিং, ২৫ মিনিটের রাস্তায় লাগছে দেড়ঘণ্টা ডাক আসছে না অনুরাগের ছোঁয়া থেকে, ‘উর্মি’ সৌমিলিকে নিয়ে কী কাণ্ড ঘটাল দিব্যজ্যোতি ‘জো-এর সঙ্গে বিচ্ছেদে খারাপ মা-এর তকমা দেওয়া হয়’, সরব প্রিয়াঙ্কার প্রাক্তন জা কবে পালন করা হয় জাতীয় ডেঙ্গি দিবস? কেনই বা পালন করা হয় এই দিন? তীব্র গরমে কলকাতার রাস্তায় দেখা দেবে বাসের আকাল! সমস্যা মেটাতে পদক্ষেপ সরকারের মা হতে যাচ্ছেন বা সদ্য মা হয়েছেন? তাহলে প্রত্যেক দিন খান একটি করে আম ‘একবার ক্রিকেট থেকে অবসর নিলে, তোমরা আর আমায় দেখতে'…বড় বার্তা বিরাটের, ভিডিয়ো বঙ্গোপসাগরে তৈরি এক ঘূর্ণাবর্ত, গরমের মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস ভারতে টুর্নামেন্ট খেলতে নেমেই বাজিমাত নীরজের, পারফরম্যান্স নিয়ে থাকল চিন্তা ICC T20 Ranking-এর শীর্ষে সূর্যকুমার যাদব, বোলারদের প্রথম পাঁচে অক্ষর প্যাটেল

Latest IPL News

CSK-র মেন্টাল কন্ডিশনিং কোচকে নিযুক্ত করে জয়ের ঠিকানা খুঁজতে চাইছে পাকিস্তান এই কারণে আমরা ম্যাচটা হারলাম- কাদের উপর হারের দায় চাপালেন সঞ্জু স্যামসন প্রথম কোয়ালিফায়ারে KKR-র সামনে পড়তে পারে CSK! কোন অঙ্কে সেটা পারবে RR বা SRH? মাটিতে শুয়ে পড়ে প্রভসিমরনের অসাধারণ ক্যাচ ধরলেন যুজি, দেখে চোখ কপালে বোল্টের গম্ভীরও যা পারেননি, তা করে দেখালেন শ্রেয়স! ৫ ম্যাচ বাকি থাকতে IPL-এ ইতিহাস KKR-র টানা ৪ ম্যাচে হার, PBKS-এর কাছে হেরে KKR-এর সুবিধে করল RR, চাপ বাড়াল নিজেদের IPL-এর কোচ হিসেবে এবার দেখা যাবে শাস্ত্রীকে? অশ্বিনের শো-তে বড় খোলসা প্রাক্তনীর RCB vs CSK ম্যাচ বৃষ্টিতে ভাসলে কপাল পুড়বে কোহলিদের,সোনায় সোহাগা হবে চেন্নাইয়ের চিন্তার কিছু নেই বিশ্বকাপে ভালোই খেলবে, রোহিতের অফ ফর্ম নিয়ে বার্তা সৌরভের 'খেলে-খেলে ঘরের কাচ ভাঙত, বোলার নয়, বল দেখে', পোড়েলের সাফল্যে খুশি পরিবার-কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.