লিগ কাপে বড় সাফল্য পেল মিডিলসবরো। সেমিফাইনালে হোম ম্যাচে বড় জয় পেল তারা। প্রথম থেকে ডিফেন্সিভ ফুটবল খেলেও শেষে ম্যাচ পকেটে তুলে নিল মাইকেল ক্যারিকের ছেলেরা। চেলসির বিরুদ্ধে একটি 'লো স্কোরিং ম্যাচ' তারা শেষ করলো ১-০ ফলাফলে। এই জয়ের ফলে টুর্নামেন্টে টিকে থাকার পাশাপাশি পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে সফল হল হ্যাকনেরা। পাশাপাশি, টুর্নামেন্টে মারাত্মক চাপে পড়ে গেল চেলসি। বড় ধাক্কা খেলো তারা। কঠিন লড়াই করা সত্ত্বেও ম্যাচে ফিরতে পারল না তারা। কোনও ভাবেই ভাঙতে পারেবি মিডিলসবরো এফসির রক্ষণভাগ।
এদিন মিডলসবরো এফসি নিজেদের হোমগ্রাউন্ড রিভারসাইড স্টেডিয়ামে মুখোমুখি হয় চেলসি। প্রথম থেকে শেষ পর্যন্ত কড়া টক্কর দিয়ে ম্যাচ জেতায় মুখে হাসি নিয়ে স্টেডিয়াম ছাড়েন দর্শকরা। প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় মিডলসবররো। তবে দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোলের মুখ দেখতে পারেনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে নামে চেলসি। তবে ৩৭ মিনিটের মাথায় ম্যাচে ফেরে মিডলসবরো এবং দলকে এগিয়ে দেন হ্যাকনে। এরপর লাগাতার আক্রমণ আসতে থাকে চেলসির তরফ থেকে গোটা ম্যাচ জুড়ে। তবে তা রুখতে সক্ষম হয় মিডলসবরোর রক্ষণভাগ। অবশেষে একরাশ উচ্ছাস নিয়ে ১-০ ফলাফলে মাঠ ছাড়ে জনি হওসনরা। প্রসঙ্গত, ফের মুখোমুখি হবে এই দুই দল। দুজনের মধ্যে পরবর্তী ম্যাচ হবে ২৩ জানুয়ারি এবার দেখার বিষয় শেষ পর্যন্ত বদলা নিতে সফল হয় কিনা চেলসি। জিতবে কি তারা?
ম্যাচ শেষে পচেত্তিনো স্কাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমরা প্রথম থেকে অনেক ভুল করেছিলাম বলেই ওরা প্রথমার্ধে গোল করার সুযোগ পায়। তারপর যদিও আমরা অনেক লড়াই করে ছিলাম কিন্তু গোল করতে পারিনি।' অন্যদিকে ক্যারিকের বক্তব্য, 'দলের একাধিক ফুটবলারের চোট নিয়েও চেলসির মতো বড় মাপের দলকে হারিয়েছে। ফলে আমরা সত্যি খুব খুশি।'
উল্লেখ্য, চলতি লিগ কাপ পড়েছে নিজেদের ৬৪ তম মরশুম। টুর্নামেন্ট শুরু হয়েছে গতবছরের অগাস্ট মাসের ৮ তারিখে এবং শেষ হবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে। ইংল্যান্ড ও ওয়েলসে খেলা হচ্ছে এই টুর্নামেন্ট। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে গোল হয়েছে ৩০৮টি। সর্বোচ্চ গোলদাতা তালিকার শীর্ষস্থানে রয়েছেন মিডিলসবরো এফসির ইংলিশ মিডফিল্ডার মর্গান ইলিয়ট রজার্স। আপাতত তিনি করেছেন চারটি গোল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।