কলকাতা লিগে একই দিনে নেমেছিল ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং। তবে লাল-হলুদ খিদিরপুরের সঙ্গে গোলশূন্য ড্র করে হতাশ করলেও, সহজ জয় পেল মহমেডান। এরিয়ানকে ৩-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড।
মার্কাস জোসেফের গোলে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল মহমেডান। বক্সের বাইরে থেকে তাঁর দুর্দান্ত শট জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল করেন ওসমানে এনদিয়ে। শেখ ফৈয়াজের শর্ট কর্নার থেকে মার্কাসের পাস পেয়ে গোল করেন এনদিয়ে। মহমেডানের তৃতীয় গোল ফসলু রহমানের।
ডুরান্ডে ট্রফি হাতছাড়া হয়েছে। সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল মহমেডান স্পোর্টিং। তবে এ বার কলকাতা লিগ তারা হাতছাড়া করতে রাজি নয়। যে কারণে শুরুটাও করেছে দাপটের সঙ্গেই। সেই দাপটেই কার্যত উড়ে গেল এরিয়ান।
আরও পড়ুন: কলকাতা লিগেও গোল না করার রোগটা থেকেই গেল ইস্টবেঙ্গলের, ড্র করে দিতে হল খেসারত
ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এ দিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। যার ফল তারা হাতেনাতে পায়। বিরতির আগেই ১-০ এগিয়ে যায় সাদা-কালো ব্রিগড। আর দ্বিতীয়ার্ধে করে বাকি দুই গোল। প্রথমার্ধের শেষের দিকে ৪২ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করে মহমেডানকে এগিয়ে দেন দলের অধিনায়ক মার্কাস জোসেফ। আর দ্বি ওসমানে এনদিয়ে এবং ফসলু এরিয়ানের কফিনে শেষ পেরেক পোঁতেন। এ দিন এরিয়ান সে ভাবে কিছুই করে উঠতে পারেনি। শুরু থেকে শেষ পর্যন্ত দাপিয়ে বেড়ান মহমেডান ফুটবলাররা। প্রথম ম্যাচ জিতে স্বস্তি ফিরেছে সাদা-কালোর।
আরও পড়ুন: কলঙ্কিত ভারতীয় ফুটবল-রক্তে মরফিনের নমুনা মেলায় ২বছর নির্বাসিত ATK MB-র প্রাক্তনী
এ দিকে এ দিন ইস্টবেঙ্গল রিজার্ভ টিমকে খেলিয়েছিল। আসলে কলকাতা লিগের জন্য মূলত রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদেরই খেলানোর ভাবনা বরাবরই ছিল লাল-হলুদের। সেই মতো তারা কলকাতা লিগের জন্য আলাদা টিমও তৈরি করেছে। স্টিফেন কনস্ট্যানটাইনের বদলে কোচের চেয়ার থাকছেন বিনো জর্জ। পুরো আলাদা সেট আপ নিয়ে কলকাতা লিগ খেলতে নেমেছিল লাল-হলুদ। তবে রিজার্ভ দলেরও গোল না করার রোগটাই থেকে গিয়েছে।
ম্যাচের শুরু থেকেই অবশ্য রিজার্ভ বেঞ্চের প্লেয়াররাই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। তাঁদের মুহুর্মুহু আক্রমণে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল খিদিরপুরের ডিফেন্স। কিন্তু গোলের মুখ তারা কিছুতেই খুলতে পারেনি। যে কারণে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-হলুদকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।