বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ARG vs KSA, FIFA World Cup 2022: ‘ইতিহাসের পাতার জন্য থাকবে এই জয়টা', মেসিদের হারিয়ে উচ্ছ্বাসে ভাসছেন সৌদি কোচ

ARG vs KSA, FIFA World Cup 2022: ‘ইতিহাসের পাতার জন্য থাকবে এই জয়টা', মেসিদের হারিয়ে উচ্ছ্বাসে ভাসছেন সৌদি কোচ

গোলের পর উচ্ছাস সৌদি আরবের। (ছবি সৌজন্যে এএফপি)

FIFA World Cup 2022: আর্জেন্তিনাকে হারানোর পর সৌদি আরবের গোলকিপার মহম্মদ আল-ওয়াইস বলেন, 'অত্যন্ত শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা যে এই ফলাফল করতে পেরেছি, তাতে আমি অত্যন্ত খুশি।'

বেশি কেউ পাত্তা দেয়নি। ম্যাচটা আর্জেন্তিনার জন্য স্রেফ নিয়মরক্ষার হবে বলে ভেবেছিলেন অনেকে। কিন্তু সবাইকে চমকে দিয়ে লিওনেল মেসিদের হারিয়ে দিয়েছে সৌদি আরব। সেই জয়ের পর সৌদির কোচ হার্ভে রেনার্ড জানান, এই জয়টা ইতিহাসের পাতায় তোলা থাকবে। 

মঙ্গলবার আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে সৌদি আরব। যে দলটা প্রথম ৪৫ মিনিটে একটাও গোলমুখী শট নিতে পারেনি, সেই দলটাই দ্বিতীয়ার্ধে একেবারে খেলতে নামে। পাঁচ মিনিয়ে দুটি দুর্দান্ত গোলে এগিয়ে যায় সৌদি। সেই লিড ধরে রাখতে নিজেদের উজাড় করে দেন সৌদির খেলোয়াড়রা। সেই জয়ের পর সৌদির কোচ বলেন, ‘ইতিহাসের পাতার জন্য থাকবে এই জয়টা। এটা ফুটবল। এখানে কখনও কখনও সবকিছু পুরো অবিশ্বাস্য জিনিস হতে পারে।’ 

আরও পড়ুন: FIFA World Cup 2022: সৌদির কাছে হেরে লড়াইটা কঠিন করলেন মেসিরা,কোন অঙ্কে নকআউটে যেতে পারে আর্জেন্তিনা

সৌদির সেই ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর হলেন গোলকিপার মহম্মদ আল-ওয়াইস। যিনি প্রথমার্ধে মেসির একটি নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন। দ্বিতীয়ার্ধে আরও দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন। একাধিক দুর্দান্ত সেভ করেন। রুখে দেন সৌদির পতন। বিশেষত ৬৩ মিনিটে যে ক্ষিপ্রতায় রুখে দিয়েছিলেন, তা সৌদির জয়ের অন্যতম কারণ। 

আরও পড়ুন: Lionel Messi reacts on loss against KSA: ‘এই হারটা কষ্ট দিচ্ছে’, সৌদির অঘটনের পর আর্জেন্তিনাকে নয়া চ্যালেঞ্জ দিলেন মেসি

সেই আল-ওয়াইস বলেন, ‘অত্যন্ত শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা যে এই ফলাফল করতে পেরেছি, তাতে আমি অত্যন্ত খুশি। আমরা নিজেদের ভালোভাবে তৈরি করেছি। আমরা ১০০ শতাংশ প্রস্তুত ছিলাম। আশা করি যে ভবিষ্যতে আমরা আরও ফলাফল করতে পারব। আমার মতে, বিশেষত ম্যাচের শেষের দিকটায় আমরা দারুণ খেলেছিলাম। কারণ আমরা তিন পয়েন্ট নিশ্চিত করেছিলাম।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন