HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Pele and Kolkata: ১৯৭৭-এ প্রথম শহরে আসা পেলের,২০১৫-তেও ভালোবাসার টানে ফেরা,স্মৃতিতে ডুবল তিলোত্তমা

Pele and Kolkata: ১৯৭৭-এ প্রথম শহরে আসা পেলের,২০১৫-তেও ভালোবাসার টানে ফেরা,স্মৃতিতে ডুবল তিলোত্তমা

পেলেকে ঘিরে যে হাজারো স্মৃতি জড়িয়ে এই শহরের বুকে। সবই আজ বড় বেশি টাটকা। কলকাতার সঙ্গে পেলের সম্পর্ক যে বড় বেশি গভীর। ১৯৭৭ সালের পরেও, আরও একবার কলকাতায় এসেছিলেন পেলে। ভালোবাসার বাঁধনে কলকাতাকে জড়িয়ে দিয়ে গিয়েছিলেন। আজ সেই স্মৃতিটুকুই সম্বল তিলোত্তমার।

মোহনবাগানের বিরুদ্ধে কসমসের হয়ে পেলের সেই ম্যাচ।

দীর্ঘ ৪৫ বছর আগে বৃষ্টিভেজা সেই বিকেলের স্মৃতি আজও অমলিন তিলোত্তমার মনে। ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর ইডেনে খেলতে নেমেছিলেন কিংবদন্তি পেলে। বৃষ্টি ভেজা মাঠে ফুটবল সম্রাটকে খেলতে দেখার জন্য ইডেনে ছিল টানটান উত্তেজনা। ইডেনে ইতিহাস লেখা হয়েছিল সেই দিন। সেই ৪৫ বছর আগে ভারতের মাটিতে প্রথম বার পা রেখেছিলেন ব্রাজিলের কিংবদন্তি।

ফুটবল সম্রাটের প্রয়াণের খবরে কলকাতা যেন শোকে বিহ্বল। যেন বাজ ভেঙে পড়েছে শহরের মাথায়। বিশ্ব ফুটবল মানেই তো কলকাতার কাছে ব্রাজিল-আর্জেন্তিনার দ্বৈরথ। ব্রাজিলের সমর্থনে রাত জেগে গলা ফাটানো। আর্জেন্তিনার সমর্থকদের সঙ্গে আকচাআকচি। আর এই আবহে ফুটবল সম্রাট পেলে আর রাজপুত্র মারাদোনাকে নিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে পড়েছে ফুটবল পাগল এই শহর। মারাদোনাকে আগেই হারিয়েছে, এ বার চোখের জলে বিদায় জানাতে হচ্ছে পেলেকেও। বৃহস্পতিবার রাতে পেলের প্রয়াণের খবর প্রকাশ্যে আশার পর থেকেই শোকে মুহ্যমান তিলোত্তমা।

পেলেকে ঘিরে যে হাজারো স্মৃতি জড়িয়ে এই শহরের বুকে। সবই আজ বড় বেশি টাটকা। কলকাতার সঙ্গে পেলের সম্পর্ক যে বড় বেশি গভীর। ১৯৭৭ সালের পরেও, আরও একবার কলকাতায় এসেছিলেন পেলে। ভালোবাসার বাঁধনে কলকাতাকে জড়িয়ে দিয়ে গিয়েছিলেন। আজ সেই স্মৃতিটুকুই সম্বল তিলোত্তমার।

আরও পড়ুন: 'সম্রাট নেই, মাহাত্ম্য থাকবে অমলিন', পেলের মৃত্যুতে মেসি-রোনাল্ডোদের শোকবার্তা

ফুটবলার হিসেবে পেলের প্রথম কলকাতায় আগমন

১৯৭৭ সালে ভারতে প্রথম বার পা রেখেছিলেন ফুটবল সম্রাট পেলে। কসমস ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন তিনি। কলকাতার ইডেন গার্ডেন্সে ১৯৭৭ সালের ২৪ সেপ্টেম্বর মোহনবাগানের বিরুদ্ধে একটি ম্যাচ খেলে কসমস। পেলে ছিলেন তাদের প্রধান প্লেয়ার। দর্শকে ভরা ইডেন গার্ডেন্সের মাঠে এই ম্যাচটি ছিল খুবই উত্তেজনায় ভরা। সেই ম্যাচে অবশ্য তিন বারের ফিফা বিশ্বকাপজয়ী পেলে তাঁর জাদু দেখাতে পারেননি। শুরু থেকেই সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকাররা কড়া মার্কিং-এ রেখেছিলেন পেলেকে। নড়তেও দেননি।

মোহনবাগানের খেলোয়াড়রা কিন্তু সেই ম্যাচে বিশ্বের সেরা প্লেয়ারকে আটকে দিয়েছিলেন। গোল করতে পারেননি পেলে। এমন কী পেলের কসমস ক্লাবকে চাপে রেখে একটা সময়ে ২-১-এ এগিয়েও গিয়েছিল মোহনবাগান। কিন্তু কসমসকে বিতর্কিত পেনাল্টি দেওয়া হয়। আর সেই পেনাল্টি থেকে গোল করে ম্যাচটি ২-২ গোলে ড্র করে পেলের ক্লাব।

সেই ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল কসমসই। ১৭তম মিনিটে প্রথম গোলটি করেন কার্লোস আলবার্তো। যদিও এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পেলের ক্লাব। শ্যাম থাপার গোলে ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আকবর দ্বিতীয় গোল করে ২-১ এগিয়ে দিয়েছিলেন সবুজ-মেরুনকে। কিন্তু দ্বিতীয়ার্ধে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান চাঙ্গালিয়া।

এই ম্যাচকে নিয়ে এখনও চর্চা চলে। বিশেষ করে এই ম্যাচে মোহনবাগান যে রকম লড়াই করেছিল, তা আজও প্রশংসিত।

আরও পড়ুন: প্রয়াত হলেন ‘সম্রাট’ পেলে - আর দেখা যাবে না বিশ্ব ফুটবলের সেরা হাসি

কসমসের বিরুদ্ধে খেলা বাগান ফুটবলারদের স্মৃতিচারণ

পেলের প্রয়াত হওয়ার খবরে মন খারাপ কসমসের বিরুদ্ধে খেলা মোহনবাগানের অন্যতম প্লেয়ার গৌতম সরকারের। তিনি বলছিলেন, ‘পেলের বিরুদ্ধে খেলার সুযোগ পাব, এ কথা তো কোনও দিন স্বপ্নেও ভাবিনি। নিউ ইয়র্ক কসমসের হয়ে পেলে কলকাতায় খেলতে আসায় আমরা সেই সুযোগ পাই। আমি, শিবাজি বন্দ্যোপাধ্য়ায়-সহ মোহনবাগানের সেই দলের সবাই পেলের বিরুদ্ধে খেলেছিলাম। আজ সেই টুকরো টুকরো স্মৃতি মনে পড়ছে। পেলে সে দিন আমার প্রশংসা করেছিলেন। ম্যাচের পর যখন আমরা তাঁর সঙ্গে দেখা করেছিলাম, তখন তিনি আমাকে বলেছিলেন, তুমিই কি ১৪ নম্বর জার্সি পরে খেলছিলে? তুমি তো আমাকে খেলতেই দাওনি। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’

স্মৃতিচারণা করতে গিয়ে প্রদীপ চৌধুরী আবার বলছিলেন, ‘মর্মান্তিক খবর। বৃষ্টিভেজা ইডেনে খেলা হয়েছিল। গ্যালারি ঠাঁসা। প্রথম বার ফুটবল সম্রাট কলকাতায় খেলতে এসেছিলেন। ফলে উন্মাদনা তুঙ্গে। আমরাও তেতে ছিলাম। কোচ প্রদীপ বন্দ্য়োপাধ্যায় বলেছিলেন, ঘাবড়ে না গিয়ে দেশের মান রাখার চেষ্টা করার কথা। তারকাখচিত দল ছিল কসমস। আকর্ষনের কেন্দ্রে ছিলেন স্বয়ং ফুটবল সম্রাট। কোনও সন্দেহ নেই আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। অবস্থা সঙ্কটজনক হচ্ছিল। সবাইকেই একদিন থামতে হয়। পেলেকেও হল। আত্মার চিরশান্তি কামনা করি।’

সুব্রত ভট্টাচার্যও ফিরে গিয়েছেন পুরনো স্মৃতিতে। বলছিলেন, ‘ধীরেনদা যখন ড্রেসিংরুমে ওই ম্যাচে পেলের বিরুদ্ধে খেলার কথা বলেছিলেন তখন বিশ্বাস হয়নি। সে বার আমি ছিলাম মোহনবাগানের অধিনায়ক। কোচ প্রদীপ বন্দ্যোপাধ্যায়। মরশুমটা ভালো যাচ্ছিল না। এই অবস্থায় অত বড় ম্যাচ খেলার সুযোগ, তাও ঘরের মাঠে বিশ্বাস হয়নি শুরুতে। ধাতস্থ হয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম। প্রদীপদা তাতিয়ে যাচ্ছিলেন। খেলার দিন বৃষ্টি হয়েছিল। খেলার পরে পার্টিতে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। অমায়িক ব্যবহার। প্রয়াত হয়েছেন বলে বলছি না। সেই দিন তাঁর আপন করে নেওয়ার ক্ষমতা মন ছুঁয়েছিল। খারাপ খবরটা যে আসবে, তা জানতাম। বলার কিছু নেই। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

২০১৫ সালে ফের কলকাতায় আসেন পেলে

পেলেকে বোধহয় কলকাতার ফুটবল প্রেম আকর্ষিত করেছিল। যে কারণে তিনি দ্বিতীয় বার কলকাতায় এসেও ছিলেন আবেগপ্রবণ। ১৯৭৭ সালের পর ফের ২০১৫ সালের অক্টোবরে ভারত সফর করেন পেলে। এই সময়ে তিনি প্রায় সপ্তাহ খানেক কাটিয়ে গিয়েছেন ফুটবলের শহরে। এমন কী বাঙালির প্রধাব উৎসব দুর্গাপূজাতেও সামিল হয়েছিলেন তিনি। দেখেছিলেন ইন্ডিয়ান সুপার লিগের কিছু ম্যাচও।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘বেবিমুন’ কাটাচ্ছেন দীপবীর? অন্তঃসত্ত্বা দীপিকার বেবি বাম্পের ছবি তুমুল ভাইরাল চাকরি বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, আপাতত ফেরত দিতে হবে না বেতনও ‘‌উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের পিটিয়ে মারা হয়েছে’‌, পুরুলিয়ায় ভয়ঙ্কর দাবি মমতার কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে আদৃত-কৌশাম্বির বিয়ের এই মিল জানা আছে? রয়েছে মিঠাই কানেকশনও বাথরুমে টুথব্রাশ রাখছেন? জানেন কী ক্ষতি করছেন T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড ব্যথার চিকিৎসায় ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট কতটা জরুরি? কী বলছেন চিকিৎসকরা মেকআপ রুম থেকে আসছে 'আহ-উহ' আওয়াজ, সোফায় নবনীতা, তাঁর উপর চড়ে পুষ্পিতা, এসব কী! এসএসসি মামলায় ফের শুনানি ১৬ জুলাই, বেতন ফেরত নিয়ে বড় নির্দেশ, আপাতত চাকরি বহাল! জানলে অবাক হবেন, রবীন্দ্রনাথের বংশের আসল পদবী ‘ঠাকুর’ নয়! তবে কী ছিল

Latest IPL News

T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার সেঞ্চুরির পথে খোঁড়াচ্ছিলেন, ম্যাচ শেষে চোট নিয়ে আপডেট দিলেন স্কাই T20 WC 2024-এর আগে ব্যাটে রান নেই! সাজঘরে ফিরেই কি কেঁদে ফেললেন রোহিত শর্মা? স্ট্র্যাটেজি নয়, বাধ্য হয়েই ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিল ধোনি! সামনে এল বড় কারণ টিম KKR বারাণসীতে কী করছে? কলকাতায় নামতে পারল না নাইটদের চাটার্ড বিমান

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ