অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়েছে ভারতকে। ২০৮ রান করেও জিততে পারেনি তারা। এই ম্যাচে টিম ইন্ডিয়ার বোলাররা ফের নিরাশ করেছেন। শুধু বোলাররা নয়, ভারতের হারের জন্য ফিল্ডাররাও দায়ী। গুরুত্বপূর্ণ সময়ে তিনটি ক্যাচ ফেলে ভারতের ফিল্ডাররা। অক্ষর প্যাটেল এবং কেএল রাহুলের মতো খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছিলেন, যা টিম ইন্ডিয়ার পরাজয়ের অন্যতম কারণ হয়ে ওঠে।
ম্যাচের পরে, ক্রিকেট বিশেষজ্ঞরা ভারতীয় দলের স্ট্র্যাটেজির সঙ্গে বোলিং কৌশল নিয়ে বিশ্লেষণ শুরু করেছেন। এবং তাঁরা সকলে চূড়ান্ত সমালোচনা করছেন। এ দিকে ভারতীয় খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমান বাট। সলমানের দাবি, ভারতের কিছু খেলোয়াড়ের ওজন বেশ বেশি।
আরও পড়ুন: লোকজনের খেয়েপড়ে কোনও কাজ নেই- ভুবির ট্রোলাদের এক হাত নিলেন স্ত্রী নুপুর
নিজের ইউটিউব চ্যানেলে সালমন বাট বলেছেন, ‘আমি মনে করি না, কেউ এটা নিয়ে কথা বলবে। তবে ভারতের টিমের ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে। বিরাট কোহলি এবং হার্দিক পাণ্ডিয়া সহ কিছু খেলোয়াড়কে ছেড়ে দিলে, ফিটনেসের দিক থেকে ভারত একেবারেই শক্তিশালী নয়। ভারতের মূল খেলোয়াড়দের খেলতে হলে যতটা ফিটনেস দরকার, একেবারেই নেই। তলানিতে।’
তিনি আরও যোগ করেছেন, ‘কেএল রাহুল যে ক্যাচটি ফেলেছিল, দেখে মনে হচ্ছিল ও বলের দিকে ঢিলেঢালা ভাবে দৌড়াচ্ছে। অক্ষর প্যাটেলও একই ভাবে ক্যাচ ছেড়েছে। এ ভাবে তাড়া করতে গিয়ে ক্যাচ ড্রপ করলে ব্যাটসম্যানরা সুযোগ দেবে না। বিশ্বকাপের আগে ভারতের হয়ে খেলোয়াড়দের ফিটনেস এবং বোলিং চিন্তার বিষয়। অস্ট্রেলিয়ায় ফিল্ডিং এবং থ্রো করার ক্ষমতা খুব ভালো হওয়া উচিত। এটা ভারতের জন্য ভালো লক্ষণ নয়।’
আরও পড়ুন: হায়দরাবাদে টিকিট কাটতে গিয়ে তুমুল বিশৃঙ্খলা,পুলিশের লাঠিচার্জ, আহত ৪
এর সঙ্গে সলমান বাট আরও বলেন, ভারতীয় খেলোয়াড়দের ফিট না হওয়ার কারণ কী? এর ব্যাখ্যা দিতে তিনি ভারতকে অন্যান্য দলের সাথে তুলনা করেছেন। বাটের দাবি, ‘ভারতের খেলোয়াড়দের ফিট না থাকার কারণগুলি হল, ওরা বিশ্বের সবচেয়ে বেশি বেতন পায়, ওরাই সবচেয়ে বেশি ক্রিকেট খেলে। যদি ফিটনেসের বিচারে অন্যান্য দলের সঙ্গে তুলনা করা হয়, তা হলে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মতো ফিট নয় ভারত। এটি এশিয়ান দলগুলির মধ্যেও যোগ্যতম নয়। কিছু খেলোয়াড়কে ঢিলেঢালা মনে হচ্ছে, কারও ওজন বেশি। ভারতকে ফিটনেস নিয়ে কাজ করতে হবে।’
প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় আরও বলেছেন, ‘বিরাট কোহলি বিশ্বের কাছে একটি বড় উদাহরণ যে তিনি কতটা ফিট, রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়াও। রোহিত শর্মার দিকে তাকান, কেএল রাহুলকেও ঢিলেঢালা দেখাচ্ছিল, ওরা ফিট হলে ভারতীয় দল আরও বিপজ্জনক হয়ে উঠবে। ভারতকে এ বিষয়ে কাজ করতে হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।