শনিবার সাত পাকে বাঁধা পড়লেন টেবিল টেনিস খেলোয়াড় জুটি হারমিত দেশাই এবং কৃতিকা সিনহা রায়। কলকাতায় ইএম বাইপাসের ধারে বিলাসবহুল হোটেলে বসেছিল তারকা জুটির রাজকীয় বিয়ের আসর। বাঙালি সাজে ধুতি পঞ্জাবি, মাথায় টোপর পরে বিয়ে করতে বসেন হারমিত। এদিন কৃতিকা সেজেছিলেন টুকটুকে লাল শাড়িতে নববধূর বেশে।
পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়েন দুজনে। জীবনের নতুন অধ্যায় শুরুর পরই শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি। সুরাটের ছেলে হারমিত। জাতীয় শিবিরে থাকার সময় তাঁদের মধ্যে প্রেম হয়। বাংলার অবাঙালি জামাইকে নতুন বরের বেশে দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন। ইতিমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে নবদম্পতির বিয়ের ছবি।
এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপের পুরুষ ডাবলস বিভাগে ব্রোঞ্জ পদক রয়েছে হারমিতের ঝুলিতে। তিনি অর্জুন জয়ী তারকাও। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক পদক। সম্প্রতি, প্রো ট্যুরে সাথিয়া এবং হারমিত দেশাই জুটি পুরুষ ডাবলসে বিশ্ব পর্যায়ে তাঁদের প্রথম শিরোপা জিততে সমর্থ হয়েছেন।
অন্যদিকে, কৃতিকা সিনহা রায়ও বাংলার টেবিল টেনিসের পরিচিত মুখ। জাতীয় শিবিরে হারমিতের সঙ্গে তিনি প্র্যকটিস পার্টনার হিসেবে ডাবলস খেলেন। একসঙ্গে বহু সফর করেছেন তাঁরা। কৃতিকার ঝুলিতে রয়েছে জুনিয়র জাতীয় খেতাব। ইন্ডিয়ান অয়েলে চাকরি করেন তিনি। টিটি দম্পতি হিসেবে চারহাত এক হল হারমিত-কৃতিকার। ভালোবাসার রঙ ছড়াচ্ছেন নব দম্পতি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।