
ঋষভ পন্তকে মধ্যমা দেখিয়ে তীব্র বিতর্কে জড়ালেন তাঁরই সতীর্থ, জানেন তিনি কে?
১ মিনিটে পড়ুন . Updated: 24 Mar 2021, 07:33 PM IST- কোভিড টেস্ট করতে গিয়ে ঋষভ পন্তকে মধ্যমা দেখান রোহিত শর্মা। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
শেষ পর্যন্ত কি না নিজের দলের সতীর্থকেই মধ্যমা দেখিয়ে বসলেন রোহিত শর্মা! আর যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে গিয়েছে। কোভিড পরীক্ষা করাতে গিয়ে ভারতীয় দলের সহ অধিনায়ক ঋষভ পন্তকে মধ্যমা দেখিয়েছেন বলে অভিযোগ।
নিয়ম অনুযায়ী একদিনের সিরিজ চলার মাঝেই ভারতীয় ক্রিকেটারদের কোভিড পরীক্ষা চলছিল। রোহিত শর্মার কোভিড টেস্ট হওয়ার পর ঋষভ পন্ত তাঁকে জিজ্ঞেস করেছিলেন, ‘আরে, দাদা কেমন আছো?’ এর উত্তরেই পন্তকে মধ্যমা দেখান রোহিত।
এই ভিডিয়ো ইস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন পন্ত। তার পর সেটা ভাইরাল হতে সময় লাগেনি। পন্তের এই পোস্টের পর থেকেই এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়ে যায়। অনেকেই সমালোচনা করে বলেছেন, রোহিত শর্মার মতো একজন সিনিয়র ক্রিকেটারের এ হেন আচরণ মানা যায় না। এমন আচরণ ভারতীয় সংস্কৃতি বিরোধী। অনেকে আবার এই ঘটনাটি নেহাৎ-ই মজার ছলে নিয়েছেন।
প্রথম একদিনের ম্যাচে দলে ছিলেন না পন্ত। আর রোহিত শর্মা ওপেন করতে নেমে ৪২ বলে ২৮ রান করে আউট হন। ভারত ম্যাচ জিতে যাওয়ার রোহিতের ফর্ম নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে সমালোকদের তীব্র আক্রমণের শিকার হয়েছেন হিটম্যান।