India vs England T20 World Cup 2022 2nd Semi-Final Live Score: ব্যর্থ হয় বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার জোড়া হাফ-সেঞ্চুরি। ওপেনিং জুটিতে অবিচ্ছেদ্য থেকে ব্রিটিশদের জয় এনে দেন জোস বাটলার ও অ্যালেক্স হেলস।
জোড়া হাফ-সেঞ্চুরি হেলস-বাটলারের। ছবি- এএফপি
৫ ম্যাচের ৪টিতে জিতে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। অন্যদিকে নেট রান-রেটের নিরিখে নিউজিল্যান্ডের কাছে পিছিয়ে পড়ায় অন্য গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। চলতি টি-২০ বিশ্বকাপে উভয় দলের সার্বিক পারফর্ম্যান্স নজরকাড়া। স্বাভাবিকভাবেই ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে ব্যাট-বলের রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। যদিও টিম ইন্ডিয়াকে কার্যত একতরফাভাবে হারিয়ে দেয় ইংল্যান্ড।
10 Nov 2022, 04:58 PM IST
ফাইনালে পাকিস্তানের মুখে ইংল্যান্ড
আগামী রবিবার টি-২০ বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ইংল্যান্ড। উভয় দলই এর আগে একবার করে টি-২০ বিশ্বকাপ জিতেছে। সুতরাং, যারাই চ্যাম্পিয়ন হবে, ওয়েস্ট ইন্ডিজের পরে দ্বিতীয় দল হিসেবে ২ বার টি-২০ বিশ্বকাপের খেতাব হাতে তুলবে তারা।
10 Nov 2022, 04:55 PM IST
ম্যাচের সেরা হেলস
৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অ্যালেক্স হেলস।
10 Nov 2022, 04:54 PM IST
দীর্ঘ হল অপেক্ষা
২০০৭ সালের উদ্বোধনী মরশুমে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। টিম ইন্ডিয়া শেষবার ওয়ান ডে বিশ্বকাপ জেতে ২০১১ সালে। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই আইসিসি ইভেন্টে ভারতের শেষ সাফল্য। প্রায় এক দশক হতে চলল আইসিসি ইভেন্টে টিম ইন্ডিয়ার ট্রফি অধরা। সেই অপেক্ষাটা দীর্ঘ হল আরও।
10 Nov 2022, 04:33 PM IST
দাপুটে জয়ে ফাইনালে ইংল্যান্ড
ভারতের ৬ উইকেটে ১৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৬ ওভারে বিনা উইকেটে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৪ বল বাকি থাকতে ১০ উইকেটের বড় জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। শামির ওভারে ১৪ রান ওঠে। ১টি চার মারেন হেলস। ১টি ছক্কা হাঁকান বাটলার। হেলস ৪৭ বলে ৮৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৪টি চার ও ৭টি ছক্কা মারেন। বাটলার ৪৯ বলে ৮০ রান করে নট-আউট থাকেন। তিনি ৯টি চার ও ৩টি ছক্কা মারেন। শামি ৩ ওভারে ৩৯ রান খরচ করেন।
10 Nov 2022, 04:28 PM IST
বোলিং কোটা শেষ অক্ষরের
১৫তম ওভারে ২ রান খরচ করেন অক্ষর প্যাটেল। ১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৫৬ রান। বাটলার ৭১ ও হেলস ৮১ রানে ব্যাট করছেন। অক্ষর ৪ ওভারে ৩০ রান খরচ করেছেন।
10 Nov 2022, 04:25 PM IST
১৫০ টপকাল ইংল্যান্ড
১৪তম ওভারে শামির বলে ১টি ছক্কা ও ২টি চার মারেন বাটলার। শেষ বলে বাটলারের ক্যাচ মিস করেন সূর্যকুমার। ওভারে মোট ১৪ রান ওঠে। ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৫৪ রান। বাটলার ৭০ ও হেলস ৮০ রানে ব্যাট করছেনষ শামি ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।
10 Nov 2022, 04:19 PM IST
হাফ-সেঞ্চুরি বাটলারের
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। হার্দিকের ওভারে ১৭ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন বাটলার। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১৪০ রান। হেলস ৮০ ও বাটলার ৫৬ রানে ব্যাট করছেন। জিততে ৭ ওভারে ২৯ রান দরকার ইংল্যান্ডের। হার্দিক ৩ ওভারে ৩৪ রান খরচ করেন।
10 Nov 2022, 04:15 PM IST
অশ্বিনের ওভারে ১৫ রান
১২তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন ১৫ রান খরচ করেন। ১টি চার ও ১টি ছক্কা মারেন হেলস। ১২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইরেটে ১২৩ রান। ৪০ বলে ৭৭ রান করেছেন অ্যালেক্স হেলস। তিনি ৩টি চার ও ৭টি ছক্কা মারেছেন। ৩২ বলে ৪২ রান করেছেন বাটলার। তিনি ৬টি চার মেরেছেন। অশ্বিন ২ ওভারে ২৭ রান খরচ করেছেন।
10 Nov 2022, 04:09 PM IST
১০০ টপকাল ইংল্যান্ড
১১তম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। প্রথম বলেই ছক্কা মারেন হেলস। ওভারে মোট ১০ রান ওঠে। ১১ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১০৮ রান। হেলস ৬৬ ও বাটলার ৩৮ রানে ব্যাট করছেন। পান্ডিয়া ২ ওভারে ১৭ রান খরচ করেছেন।
10 Nov 2022, 04:07 PM IST
১০ ওভারে ৭১ রান দরকার ইংল্যান্ডের
অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯৮ রান। জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৭১ রান। হেলস ৫৭ ও বাটলার ৩৭ রানে ব্যাট করছেন। অর্শদীপ ২ ওভারে ১৫ রান খরচ করেছেন।
10 Nov 2022, 04:02 PM IST
হার্দিকের ওভারে ৭ রান
নবম ওভারে বল করতে আসেন হার্দিক পান্ডিয়া। তাঁর প্রথম ওভারে ৭ রান ওঠে। ৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯১ রান। হেলস ৫১ ও বাটলার ৩৬ রানে ব্যাট করছেন।
10 Nov 2022, 03:54 PM IST
ঝোড়ো হাফ-সেঞ্চুরি হেলসের
১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যালেক্স হেলস। অষ্টম ওভারে ৯ রান খরচ করেন অক্ষর প্যাটেল। ১টি ছক্কা মারেন হেলস। ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৮৪ রান। বাটলার ৩০ ও হেলস ৫০ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ২৮ রান খরচ করেছেন অক্ষর।
10 Nov 2022, 03:50 PM IST
অশ্বিনের ওভারে ১২ রান
সপ্তম ওভারে বল করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। ১টি ছক্কা মারেন হেলস। ওভারে মোট ১২ রান ওঠে। ৭ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৭৫ রান। বাটলার ২৯ ও হেলস ৪২ রানে ব্যাট করছেন।
10 Nov 2022, 03:44 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
পাওয়ার প্লে-র ৬ ওভারে ইংল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৬৩ রান সংগ্রহ করেছে। অক্ষর প্যাটেলের বলে ১টি ছক্কা মারেন হেলস। ১টি চার মারেন বাটলার। ওভারে মোট ১১ রান ওঠে। বাটলার ১৭ বলে ২৮ রান করেছেন। মেরেছেন ৬টি চার। হেলস ১৯ বলে ৩৩ রান করেছেন। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মেরেছেন। অক্ষর ২ ওভারে ১৯ রান খরচ করেছেন।
10 Nov 2022, 03:42 PM IST
৫০ টপকাল ইংল্যান্ড
৫ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল ইংল্যান্ড। মহম্মদ শামির বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন অ্যালেক্স হেলস। ওভারে মোট ১১ রান ওঠে। ৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫২ রান। বাটলার ২৪ ও হেলস ২৬ রানে ব্যাট করছেন।
10 Nov 2022, 03:38 PM IST
অক্ষরের ওভারে ৮ রান
চতুর্থ ওভারে বল করতে আসেন অক্ষর প্যাটেল। প্রথম বলেই চার মারেন বাটলার। ওভারে মোট ৮ রান ওঠে। ৪ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৪১ রান। বাটলার ২৪ ও হেলস ১৫ রানে ব্যাট করছেন।
10 Nov 2022, 03:34 PM IST
খরুচে বোলিং ভুবির
তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমার ১২ রান খরচ করেন। পঞ্চম বলে ছক্কা মারেন হেলস। ৩ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৩৩ রান। বাটলার ১১ বলে ১৮ রান করেছেন। ৭ বলে ১৩ রান করেছেন অ্যালেক্স হেলস। ভুবি ২ ওভারে ২৫ রান খরচ করেছেন।
10 Nov 2022, 03:29 PM IST
অর্শদীপের ওভারে ৮ রান
দ্বিতীয় ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। দ্বিতীয় বলে চার মারেন বাটলার। ওভারে মোট ৮ রান ওঠে। ২ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১ রান। বাটলার ১৭ ও হেলস ২ রানে ব্যাট করছেন।
10 Nov 2022, 03:19 PM IST
ইংল্যান্ডের রান তাড়া শুরু
অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন জোস বাটলার। বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। শুরুতেই ওয়াইড বল করেন ভুবি। প্রথম, তৃতীয় ও ষষ্ঠ বলে তিনটি বাউন্ডারি মারেন বাটলার। প্রথম ওভারে ১৩ রান ওঠে।
10 Nov 2022, 03:08 PM IST
লড়াইয়ের রসদ পেল ভারত
শেষ ওভারে ক্রিস জর্ডনের চতুর্থ বলে ছক্কা মারেন হার্দিক। পঞ্চম বলে চার মারেন তিনি। শেষ বল বাউন্ডারিতে পাঠালেও শট খেলার সময় পান্ডিয়ার পা স্টাম্পে লেগে যায়। ফলে চার রান সংগ্রহ করার বদলে হিট-উইকেট হয়ে মাঠ ছাড়তে হয় পান্ডিয়াকে। তিনি ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৬৩ রান করে মাঠ ছাড়েন। কোনও বল খেলার সুযোগ পাননি অশ্বিন। ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে। সুতরাং, জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৬৯ রান। জর্ডন ৪ ওভারে ৪৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
10 Nov 2022, 03:04 PM IST
ঋষভ পন্ত রান-আউট
১৯.৩ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন ঋষভ পন্ত। হার্দিককে বাঁচাতে নিজের উইকেট ছুঁড়ে দেন পন্ত। ৪ বলে ৬ রান করেন পন্ত। ভারত ১৫৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবিচন্দ্রন অশ্বিন।
10 Nov 2022, 02:59 PM IST
হাফ-সেঞ্চুরি হার্দিকের
১৯তম ওভারে স্যাম কারানের দ্বিতীয় বলে চার মারেন ঋষভ পন্ত। চতুর্থ বলে চার মারেন হার্দিক পান্ডিয়া। পঞ্চম বলে ছক্কা মারেন তিনি। শেষ বলেও চার মারেন হার্দিক। ওভারে মোট ২০ রান ওঠে। হার্দিক ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫২ রানে ব্যাট করছেন। পন্ত ৫ রান করেছেন। ১৯ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ১৫৬ রান। কারান ৪ ওভারে ৪২ রান খরচ করেন।
10 Nov 2022, 02:52 PM IST
বিরাট কোহলি আউট
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই আউট হলেন বিরাট কোহলি। ১৭.৬ ওভারে জর্ডনের বলে রশিদের হাতে ধরা পড়েন তিনি। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫০ রান করে মাঠ ছাড়েন বিরাট। ভারত ১৩৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত। হার্দিক ৩৭ রানে ব্যাট করছেন। জর্ডন ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।
10 Nov 2022, 02:50 PM IST
হাফ-সেঞ্চুরি কোহলির
১৮তম ওভারে ক্রিস জর্ডনের প্রথম ২টি বলে পরপর ২টি ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। চতুর্থ বলে ১ রান করেন তিনি। পঞ্চম বলে ২ রান নিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। ৩৯ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
10 Nov 2022, 02:46 PM IST
কারানের ওভারে ১১ রান
১৭তম ওভারে ১১ রান খরচ করেন স্যাম কারান। প্রথম বলে ছক্কা মারেন হার্দিক পান্ডিয়া। ১৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১২১ রান। কোহলি ৪৮ ও হার্দিক ২৪ রানে ব্যাট করছেন। কারান ৩ ওভারে ২২ রান খরচ করেছেন।
10 Nov 2022, 02:42 PM IST
জর্ডনের ওভারে ১০ রান
১৬তম ওভারে ১০ রান খরচ করেন ক্রিস জর্ডন। তৃতীয় বলে তার মারেন বিরাট কোহলি। তিনি ৩৮ বলে ৪৮ রান করেছেন। পান্ডিয়া ব্যাট করছেন ১৫ বলে ১৩ রান করে। ১৬ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১১০ রান। জর্জন ২ ওভারে ১৬ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।
10 Nov 2022, 02:35 PM IST
কোহলির মাইলস্টোন
১৫তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে ১টি চার মারেন হার্দিক এবং ১টি চার মারেন কোহলি। ওভারে মোট ১০ রান ওঠে। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১০০ রান। কোহলি ৪৩ ও হার্দিক ৯ রানে ব্যাট করছেন। কোহলি বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৪০০০ রানের মাইলস্টোন টপকে যান। মাইলস্টোনে পৌঁছতে কোহলির দরকার ছিল ৪২ রান। লিয়াম ৩ ওভারে ২১ রান খরচ করেছেন।
10 Nov 2022, 02:30 PM IST
ওকসের ওভারে ১০ রান
১৪তম ওভারে ১০ রান খরচ করেন ক্রিস ওকস। তৃতীয় বলে চার মারেন বিরাট কোহলি। ১৪ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৯০ রান। কোহলি ৩২ বলে ৩৮ রান করেছেন। ৯ বলে ৪ রান করেছেন হার্দিক। ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন ওকস।
10 Nov 2022, 02:26 PM IST
কৃপণ ওভার লিভিংস্টোনের
১৩তম ওভারে মাত্র ৩ রান খরচ করেন লিয়াম লিভিংস্টোন। ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮০ রান। কোহলি ২৮ বলে ৩১ রান করেছেন। ৭ বলে ২ রান করেছেন হার্দিক।
10 Nov 2022, 02:21 PM IST
সূর্যকুমার যাদব আউট
১১.২ ওভারে আদিল রশিদের বলে ছক্কা হাঁকাতে গিয়ে সল্টের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ১০ বলে ১৪ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। ভারত ৭৫ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক পান্ডিয়া। ১২ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৭৭ রান। কোহলি ২৯ রানে ব্যাট করছেন। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নেন আদিল রশিদ।
10 Nov 2022, 02:18 PM IST
স্টোকসকে চার-ছক্কা সূর্যকুমারের
১১তম ওভারে বেন স্টোকসের শেষ ২টি বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার যাদব। ওভারে মোট ১২ রান ওঠে। ১১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ২ উইকেটে ৭৪ রান। ২৪ বলে ২৭ রান করেছেন বিরাট কোহলি। সূর্যকুমার ৯ বলে ১৪ রান করেছেন।
10 Nov 2022, 02:12 PM IST
অর্ধেক ইনিংস শেষ
১০ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান। কোহলি ২৬ রানে ব্যাট করছেন। সূর্যকুমারের সংগ্রহ ৩ রান। আদিল ৩ ওভারে ১৭ রান খরচ করেছেন।
10 Nov 2022, 02:08 PM IST
রোহিত শর্মা আউট
৮.৫ ওভারে ক্রিস জর্ডনের বলে স্যাম কারানের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ২৮ বলে ২৭ রান করেন হিটম্যান। মারেন ৪টি চার। ৫৬ রানে ২ উইকেট হারায় ভারত। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তিনি মাঠে নেমে প্রথম বলেই ১ রান নিয়ে খাতা খোলেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৫৭ রান। ২০ বলে ২৩ রান করেছেন কোহলি।
10 Nov 2022, 02:06 PM IST
৫০ টপকাল ভারত
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। আদিল রশিদের ওভারে ৫ রান ওঠে। ৮ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫১ রান। রোহিত ২৩ ও কোহলি ২২ রানে ব্যাট করছেন।
10 Nov 2022, 02:01 PM IST
লিভিংস্টোনের ওভারে ৮ রান
সপ্তম ওভালে বল করতে আসেন লিয়াম লিভিংস্টোন। তৃতীয় বলে চার মারেন কোহলি। ওভারে মোট ৮ রান ওঠে। ৭ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ১ উইকেটে ৪৬ রান। কোহলি ১৯ ও রোহিত ২১ রানে ব্যাট করছেন।
10 Nov 2022, 01:58 PM IST
পাওয়ার প্লে-র খেলা শেষ
ষষ্ঠ ওভারে বল করতে আসেন আদিল রশিদ। প্রথম বলেই চার মারেন রোহিত। ওভারে মোট ৭ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩৮ রান। রোহিত শর্মা ১৮ বলে ২০ রান করেছেন। তিনি ৩টি চার মেরেছেন। বিরাট কোহলি ১৩ বলে ১২ রান করেছেন। তিনি ১টি ছক্কা মেরেছেন।
10 Nov 2022, 01:52 PM IST
জীবনদান পেলেন রোহিত
পঞ্চম ওভারে স্যাম কারানের দ্বিতীয় ও তৃতীয় বলে জোড়া বাউন্ডারি মারেন রোহিত শর্মা। চতুর্থ বলে পয়েন্টে ব্রুকের হাত থেকে জীবনদান পান হিটম্যান। ওভারে মোট ১০ রান ওঠে। ৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩১ রান। রোহিত ১৩ বলে ১৪ রান করেছেন। কোহলি ১২ বলে ১১ রান করেছেন।
10 Nov 2022, 01:49 PM IST
ওকসকে ছক্কা হাঁকালেন কোহলি
চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন ক্রিস ওকস। প্রথম বলেই কভারের উপর দিয়ে ছক্কা মারেন কোহলি। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। তৃতীয় বলে ১ রান সংগ্রহ করেন রোহিত। একটি ওয়াইডের পরে পঞ্চম বলে ১ রান নেন কোহলি। ওভারে মোট ১০ রান ওঠে। ৪ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২১ রান। কোহলি ১০ ও রোহিত ৫ রানে ব্যাট করছেন।
10 Nov 2022, 01:45 PM IST
কারানের ওভারে ১ রান
তৃতীয় ওভারে বল করতে আসেন স্যাম কারান। তাঁর প্রথম ওভারে মাত্র ১ রান ওঠে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১১ রান। রোহিত ৪ ও কোহলি ২ রান করেছেন।
10 Nov 2022, 01:39 PM IST
লোকেশ রাহুল আউট
দ্বিতীয় ওভারে বল করতে এসে ইংল্যান্ডকে প্রথম সাফল্য এনে দেন ক্রিস ওকস। ১.৪ ওভারে ওকসের বলে বাটলারের দস্তানায় ধরা পড়েন লোকেশ রাহুল। ৫ বলে ৫ রান করেন রাহুল। ভারত ৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বিরাট কোহলি। তিনি ওভারের শেষ বলে ১ রান নেন। ২ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০ রান। রোহিত ৪ রানে ব্যাট করছেন।
10 Nov 2022, 01:32 PM IST
রাহুলের বাউন্ডারিতে ম্য়াচ শুরু
রোহিত শর্মার সঙ্গে যথারীতি ওপেন করতে নামেন লোকেশ রাহুল। বোলিং শুরু করেন বেন স্টোকস। প্রথম বলেই চার মেরে খাতা খোলেন রাহুল। দ্বিতীয় বলে ১ রান নেন তিনি। চতুর্থ বলে ১ রান সংগ্রহ করেন রোহিত শর্মা। প্রথম ওভারে ৬ রান ওঠে।
10 Nov 2022, 01:14 PM IST
ইংল্যান্ডের প্রথম একাদশ
জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডন, ক্রিস ওকস ও আদিল রশিদ।
চোটের জন্য ইংল্যান্ড এই ম্যাচে দলে পাচ্ছে না ডেভিড মালান ও মার্ক উডকে। বদলে তারা মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় ফিল সল্ট ও ক্রিস জর্ডনকে। ভারত অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, দীনেশ কার্তিকের বদলে ঋষভ পন্তেই আস্থা রাথে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
10 Nov 2022, 01:04 PM IST
টস জিতল ইংল্যান্ড
ভারতের বিরুদ্ধে হাই-ভোল্টেজ সেমিফাইনালে টস জিতল ইংল্যান্ড। টস জিতে ব্রিটিশ দলনায়ক জোস বাটলার ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুচরাং, অ্যাডিলেড ওভালে রান তাড়া করবে ইংল্যান্ড। রোহিত শর্মা যদিও স্পষ্ট জানান যে, টস জিতলে
10 Nov 2022, 01:00 PM IST
প্রচুর রান রয়েছে পিচে, দাবি গাভাসকরের
অ্যাডিলেডের বাইশগজে প্রচুর রান উঠতে পারে, পিচ রিপোর্টে এমনটাই জানালেন সুনীল গাভাসকর। গুডলেনথ স্পটে কিছুটা জায়গায় ঘাস রয়েছে। তবে তাতে ব্যাটসম্যানদের বিব্রত হওয়ার কোনও কারণ দেখছেন না সানি।
10 Nov 2022, 12:32 PM IST
মাইলস্টোনের হাতছানি কোহলির সামনে
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ব্যাট করতে নেমে এমন এক নজির গড়তে পারেন বিরাট কোহলি, যা বিশ্বের আর কোনও ক্রিকেটারের নেই।
অ্যাডিলেড ওভালের বাইশগজ তুলনায় স্লো বোলারদের সাহায্যে করে। তার উপর পুরনো পিচে খেলা হবে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এই পিচেই গত ৪ নভেম্বর অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ খেলা হয়েছিল। পিচ মেরামত করার জন্য হাতে বেশ কিছুদিন সময় পাওয়া গেলেও হঠাৎ করে বাইশগজ তরতাজা হয়ে উঠবে, এমনটা আশা করা বোকামি।
10 Nov 2022, 11:35 AM IST
পাকিস্তান পেরেছে, ভারত কি পারবে?
শুধু উপমহাদেশের ক্রিকেটপ্রেমীরাই নন, বরং সারা বিশ্বের বেশিরভাগ ক্রিকেট অনুরাগীই চাইছেন বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তানের লড়াই দেখতে। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান ইতিমধ্যেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এবার চ্যালেঞ্জ ভারতের সামনে। টিম ইন্ডিয়া কি পারবে সেমিফাইনাবে ইংল্যান্ডের বাধা টপকে যেতে?
10 Nov 2022, 11:32 AM IST
কোন পথে সেমিফাইনালে ইংল্যান্ড
১. আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দেয়। ২. আয়ারল্যান্ডের কাছে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে হার মানে। ৩. অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ৪. নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে দেয়। ৫. শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেটে জয় তুলে নেয়।
10 Nov 2022, 11:26 AM IST
কোন পথে সেমিফাইনালে ভারত
১. পাকিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে। ২. নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারিয়ে দেয়। ৩. দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে যায়। ৪. বাংলাদেশের বিরুদ্ধে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৫ রানে ম্যাচ জেতে। ৫. জিম্বাবোয়েকে ৭১ রানে পরাজিত করে।