প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় সেমিফাইনালে সম্মুখসমরে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
পাকিস্তান ২০ ওভারে ১৭৬/৪: পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তুলেছে। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন ফখর জামান। ১ বলে ১ রান করে নট-আউট থাকেন মহম্মদ হাফিজ। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ১৭৭ রান।
হাফ-সেঞ্চুরি ফখরের: ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ফখর জামান। স্টার্কের বলে পরপর ২টি ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানের গণ্ডি টপকে য়ান তিনি।
শোয়েব মালিককে ফেরালেন স্টার্ক: ১৯.২ ওভারে শোয়েব মালিককে ফেরালেন মিচেল স্টার্ক। ২ বলে ১ রান করে বোল্ড হন তিনি। পাকিস্তান ১৬২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ হাফিজ।
ফখর জামানের ক্যাচ ছাড়লেন স্মিথ: ১৮.২ ওভারে ফখর জামানের সহজ ক্যাচ ছাড়লেন স্টিভ স্মিথ। ১৯ ওভার শেষে পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে। ফখর ৪১ ও শোয়েব মালিক ১ রানে ব্যাট করছেন।
আসিফ আলিকে ফেরালেন কামিন্স: ১৮.১ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন আসিফ আলি। ১ বল খেলে খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হল আসিফকে। পাকিস্তান ১৫৮ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শোয়েব মালিক।
রিজওয়ানকে ফেরালেন স্টার্ক: ১৭.২ ওভারে মিচেল স্টার্কের বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন মহম্মদ রিজওয়ান। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৬৭ রান করে ক্রিজ ছাড়েন রিজওয়ান। ক্রিজে নতুন ব্যাটসম্যান আসিফ আলি। ১৮ ওভার শেষে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছে। ফখর জামান ৪০ রানে ব্যাট করছেন।
হ্যাজেলউডের ওভারে ২১ রান তোলে পাকিস্তান: ১৭তম ওভারে জোস হ্যাজেলউডের বলে ২১ রান তোলে পাকিস্তান। ১টি ছক্কা ও ১টি চার মারেন রিজওয়ান। ফখর জামান ১টি ছক্কা হাঁকান। ১৭ ওভার শেষে পাকিস্তানেক স্কোর ১৪৩/১। রিজওয়ান ৬৭ ও ফকর ২৬ রানে ব্যাট করছেন।
১৫ ওভারে পাকিস্তান ১১৭/১: ১৫ ওভার শেষে পাকিস্তান ১ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলেছে। মহম্মদ রিজওয়ান ৫৪ রান করেছেন। ব্যক্তিগত ১৪ রানে ব্যাট করছেন ফখর জামান।
হাফ-সেঞ্চুরি রিজওয়ানের: ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তান ১৪ ওভারে দলগত ১০০ রান টপকে যায়। ১৪ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১০৬ রান। রিজওয়ান ৫০ ও ফখর জামান ৮ রানে ব্যাট করছেন।
১২ ওভারে পাকিস্তানের স্কোর ৮৯/১: ১২ ওভার শেষে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে। ৩৫ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন জোড়া জীবনদান পাওয়া মহম্মদ রিজওয়ান। ৩ বলে ২ রান করেছেন ফখর জামান।
বাবরকে ফেরালেন জাম্পা: ৯.৬ ওভারে অ্যাডাম জাম্পার বলে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন বাবর আজম। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৩৯ রান করে পাক দলনায়ক। ১০ ওভারে পাকিস্তানের স্কোর ৭১/১। জাম্পা ২ ওভারে ৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফখর জামান।
দলগত ৫০ রান টপকাল পাকিস্তান: ৭ ওভারে কোনও উইকেট না হারিয়ে দলগত ৫০ রান টপকাল পাকিস্তান। ৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৫১/০। বাবর ২৬ ও রিজওয়ান ২৩ রানে ব্যাট করছেন।
রিজওয়ানের ক্যাচ ছাড়লেন জাম্পা: ৫.৬ ওভারে প্যাট কামিন্সের বলে মহম্মদ রিজওয়ানের ক্যাচ ছাড়েন অ্যাডাম জাম্পা। পাওার প্লে-র ৬ ওভারে পাকিস্তান বিনা উইকেটে ৪৭ রান তুলেছে। রিজওান ১৮ বলে ২১ রান করেছেন। ১৮ বলে ২৪ রান করেছেন বাবর আজম।
রিজওয়ানের ক্যাচ ছাড়লেন ওয়ার্নার: তৃতীয় ওভারে বল করতে আসেন গ্লেন ম্যাক্সওয়েল। তৃতীয় বল তুলে মারেন রিজওয়ান। পিছন দিকে অনেকটা দৌড়ে ক্যাচ ধরার চেষ্টা করেন ডেভিড ওয়ার্নার। যদিও বল তাঁর হাতে লেগে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। উইকেট খোয়ানোর বদলে চার রান উপহার পায় পাকিস্তান। ৩ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২১/০। বাবর ১৫ ও রিজওয়ান ৫ রানে ব্যাট করছেন।
প্রথম ওভারে পাকিস্তান ৬/০: পাকিস্তানের হয়ে যথারীতি ওপেন করতে নামেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম ওভারে পাকিস্তান কোনও উইকেট না হারিয়ে ৬ রান তুলেছে। ১টি বাউন্ডারি মারেন বাবর।
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।
পাকিস্তানের প্রথম একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফকর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ এবং শাহিন আফ্রিদি।
টস জিতল অস্ট্রলিয়া: পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মহাগুরুত্বপূর্ণ টস জিতল অস্ট্রেলিয়া। টস জিতে অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ প্রত্যাশা মতোই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানকে। সুতরাং, দুবাইয়ে টস হেরে শুরুতে ব্যাটিং বাবর আজমদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।