বৃষ্টি থামার পর মাঠে নামলেই দুই পয়েন্ট নিশ্চিত ছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল দক্ষিণ আফ্রিকাকে। ধাক্কা খেল নেট রানরেটের লড়াইয়ে। তার ফলে ভারত এবং পাকিস্তান অত্যন্ত লাভবান হল।
সোমবার বৃষ্টির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে 'সুপার ২' গ্রুপের জিম্বাবোয়ে বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভেস্তে গিয়েছে। বৃষ্টির জন্য ন'ওভারের ম্যাচের চেষ্টা করা হয়েছিল। প্রথমে ব্যাট করে নির্ধারিত নয় ওভারে পাঁচ উইকেটে ৭৯ রান তোলে জিম্বাবোয়ে। দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামার পর ফের বৃষ্টি শুরু হয়। যখন বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়, তখন ১.১ ওভারে প্রোটিয়াদের স্কোর ছিল বিনা উইকেটে ২৪ রান। পরে বৃষ্টি থামলে সাত ওভারে দক্ষিণ আফ্রিকার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬৪ রান।
আরও পড়ুন: IND vs PAK: মাঠে অনুপ্রবেশকারীকে ৬ লাখ জরিমানা,ভারত অভিযোগ জানালে কঠোর হত শাস্তি
সেই পরিস্থিতিতে দ্রতগতিতে রান তুলতে থাকে দক্ষিণ আফ্রিকা। কিন্তু তৃতীয় ওভারের শেষে ফের বৃষ্টি নামে। সাময়িকভাবে স্থগিত হয়ে যায় খেলা। সেইসময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল বিনা উইকেটে ৫১ রান। কিন্তু তারপর বৃষ্টির জন্য খেলা শুরু করা যায়নি। ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত সময়ও খেলা শুরু করা যায়নি। তার ফলে আম্পায়াররা ম্যাচ বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হন। কিন্তু বৃষ্টি থামার পর মাঠে নামলেই জয় নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার।
কীভাবে মাঠে নামলেই জয় নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার?
নিয়ম অনুযায়ী, যে কোনও ম্যাচ হওয়ার জন্য দুটি দলকে কমপক্ষে পাঁচ ওভার করে ব্যাট করতে হয় (কোনও দল যদি পাঁচ ওভারের আগেই রান তাড়া করে জিতে যায়, তাহলে পাঁচ ওভার ব্যাটিং না করলেও হয়)। পাঁচ ওভারের ম্যাচ যদি করা যেত, তাহলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন হত ৪৬ রান। যে রানটা ততক্ষণে তুলে ফেলেছিলেন প্রোটিয়ারা।
আরও পড়ুন: ৪,৪,৪,৬,৪,১: প্রথম ওভারেই বিশ্বরেকর্ড ডি'ককের, চালাকি করে ম্যাচ ভেস্তে দিয়ে পয়েন্ট কাড়ল জিম্বাবোয়ে
অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচ ওভারের ম্যাচ করার মতো সময় থাকলে দক্ষিণ আফ্রিকা মাঠে নামলেই ম্যাচ জিতে যেত। কিন্তু নির্ধারিত সময়ের আগে বৃষ্টি না থামায় পাঁচ ওভারের ম্যাচ করার মতো সময় ছিল না। তাই ভেস্তে যায় ম্যাচ। নিশ্চিত দু'পয়েন্ট হাতছাড়া হয় প্রোটিয়াদের। শুধু তাই নয়, নেট রানরেটে অনেকটা এগিয়ে যেতে পারত দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেটাও হল না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।