নাগপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়ার সুবাদে অনিল কুম্বলের দুর্দান্ত একটি রেকর্ড ছুঁয়ে ফেলেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নিয়ে রবিচন্দ্রন বর্ডার-গাভাসকর ট্রফির ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসেন।
বর্ডার-গাভাসকর ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি:-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেওয়ার সুবাদে বর্ডার-গাভাসকর ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারিতে পরিণত হন রবিচন্দ্রন অশ্বিন। তিনি পিছনে ফেলে দেন ন্যাথন লিয়ঁ ও হরভজন সিংকে।
নাগপুর টেস্ট শুরুর আগে ৮৯টি উইকেট নিয়ে তিনি ছিলেন তালিকার চার নম্বরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের পরে দ্বি-পাক্ষিক এই টেস্ট সিরিজের ইতিহাসে অশ্বিনের উইকেট সংখ্যা দাঁড়ায় ৯৭। ভাজ্জি ও লিয়ঁ, উভয়েই বর্ডার-গাভাসকর ট্রফিতে ৯৫টি করে উইকেট নিয়েছেন। এই নিরিখে অশ্বিনের সামনে রয়েছেন কেবল অনিল কুম্বলে। তিনি ভারত-অস্ট্রেলিয়া দ্বি-পাক্ষিক টেস্ট সিরিজের ইতিহাসে সব থেকে বেশি ১১১টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন:- IND vs AUS: নাগপুরের পিচ খেলার অযোগ্য ছিল না, মেনে নিতে বাধ্য হলেন কামিন্স
বর্ডার-গাভাসকর ট্রফিতে সব থেকে বেশি উইকেট:-
১. অনিল কুম্বলে: ১১১টি
২. রবিচন্দ্রন অশ্বিন: ৯৭টি
৩. হরভজন সিং: ৯৫টি
৪. ন্যাথন লিয়: ৯৫টি
৫. রবীন্দ্র জাদেজা: ৭০টি।
ভারতের মাঠে সব থেকে বেশিবার টেস্ট ইনিংসে ৫ উইকেট:-
ভারতের মাটিতে টেস্টে সব থেকে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলের রেকর্ড ছুঁয়ে ফেলেন অশ্বিন। নিজের দেশে এই নিয়ে টেস্টে মোট ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিলেন অশ্বিন। কুম্বলেও ভারতের মাটিতে মোট ২৫টি টেস্ট ইনিংসে ৫ বা তারও বেশি উইকেট নিয়েছেন।
সার্বিকভাবে ঘরের মাঠে সব থেকে বেশিবার টেস্ট ইনিংসে ৫ উইকেট নেওয়ার নিরিখে অশ্বিনের সামনে রয়েছেন মাত্র দু'জন। মুথাইয়া মুরলিধরন ও রঙ্গনা হেরথ তাঁদের দেশে (শ্রীলঙ্কায়) যথাক্রমে ৪৫ ও ২৬ বার এমন কৃতিত্ব অর্জন করেছেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতেই হেরথকে ছুঁয়ে ফেলতে পারেন অশ্বিন।
ঘরে-বাইরে সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নিরিখে সাত নম্বরে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি এই নিয়ে মোট ৩১ বার এমন কৃতিত্ব অর্জন করেন। এই নিরিখে তাঁর সামনে রয়েছেন জেমস অ্যান্ডারসন (৩২), রঙ্গনা হেরথ (৩৪), অনিল কুম্বলে (৩৫), রিচার্ড হ্যাডলি (৩৬), শেন ওয়ার্ন (৩৭) ও মুথাইয়া মুরলিধরন (৬৭)।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।