বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফের হার। এই টুর্নামেন্টে পরপর দুই সংস্করণের ফাইনালে উঠলেও শিরোপা জয় অধরাই থাকল টিম ইন্ডিয়ার। রবিবার পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভারতের সাত উইকেট তুলে নিয়ে ২০৯ রানে বড় জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।
প্রথম বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে হেরেছিল ভারত। আর এ বার অজিদের কাছে ল্যাজেগোবরে হয়ে হারল ২০৯ রানে। এই লজ্জাজনক হারের পর অবশ্য সাংবাদিকদের সামনে খুব বেশি হাহুতাশ করতে দেখা যায়নি রোহিত শর্মাকে। বরং দলের প্লেয়ারদের কাঁধে নানা দোষ চাপানোর পাশাপাশি, রোহিত বড় দাবি করে বসলেন। পরের বার থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিনটি ম্যাচ করার দাবি তুললেন ভারত অধিনায়ক।
অজিদের কাছে হারের পর অধিনায়ক রোহিত শর্মা বলে দেন, ‘গত দু'বছর ধরে অনেক পরিশ্রম করে আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু মাত্র একটা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হয়ে গেল। আমি চাইব, ফাইনাল অন্তত তিন ম্যাচের হোক। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফাইনাল তিন ম্যাচের করা হলে, সেটাই চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে একেবারে সঠিক হবে।’
এর পাশাপাশি ফাইনাল নিয়েও প্রশ্ন তুলেছেন রোহিত। আসলে দু'টি ফাইনালই হয়েছে। সেই সঙ্গে ইংল্যান্ডেই। রোহিত বলেছেন, কেন জুনেই ফাইনাল হতে হবে। ফাইনালও খেলা হতে পারে মার্চেও। এমন কী যে কোনও জায়গায় ফাইনাল খেলা যেতে পারে বলেও দাবি করেছেন তিনি। রোহিত বলেছেন, ‘জুন মাসেই শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হবে। এর কোনও মানেই নেই। আর এটি শুধুমাত্র ইংল্যান্ডে নয়, বিশ্বের যে কোনও জায়গায় খেলা যেতে পারে।’
আরও পড়ুন: বিতর্কিত ক্যাচ নিয়ে শুভমনের প্রতিক্রিয়ায় খুশি নন BCCI কর্তা, গিলকে দিলেন বড় বার্তা
সিরিজ জেতার থেকে চ্যাম্পিয়নশিপ জেতা অনেক বেশী গুরুত্বপূর্ণ, সেটা স্বীকার করে নিয়েছেন রোহিত শর্মা। প্রসঙ্গত, ২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৩ পরপর চারটি বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে ভারত হারালেও, আসল জায়গায় বাজিমাত করলেন স্টিভ স্মিথরাই। অজিরাই টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন হল। ওভালে ফাইনালে হার নিয়ে রোহিত বলেন, ‘প্রথম ইনিংসে আমরা মোটেও ভাল ব্যাট করিনি। সেটা বড় ফারাক গড়ে দিল। আমরা লক্ষ্যে টার্গেটে পৌঁছতে চেয়েছিলাম ঠিকই, তবে খারাপ শট খেলে আউট হয়েছি। ব্যাটিংয়ের জন্য ভাল পিচ ছিল। পাঁচ দিনই উইকেট ব্যাটিংয়ের উপযুক্ত ছিল। কিন্তু আমরা সেটা ব্যবহার করতে পারিনি। টেস্টে সাধারণত চতুর্থ এবং পঞ্চম দিনে উইকেট যে চরিত্র নেয় সেটা ছিল না। তাই আমরা ভেবেছিলাম রানটা তাড়া করতে পারব। আমাদের টপ ছয় ব্যাটারের মধ্যে অনেকেরই এই পরিবেশ এবং পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা ছিল। অস্ট্রেলিয়ার যেমন হেড এবং স্মিথ খেলে দিল। কিন্তু আমাদের ব্যাটাররা সেটা করতে পারেনি।’
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে রোহিত বলেন, ‘আমি ভেবেছিলাম টস জিতে আমরা ভালো শুরু করেছি, সেই পরিস্থিতিতে ওদের (অস্ট্রেলিয়াকে) ব্যাট করতে পাঠানোটা ঠিক ছিল। আমরা প্রথম সেশনে ভালো বোলিং করেছি এবং তার পরে আমরা যে ভাবে বোলিং করেছি, সেটা সত্যিই হতাশার।’
সঙ্গে তিনি যোগ করেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কৃতিত্ব দিতে হবে। হেড এবং স্টিভ স্মিথ সত্যিই ভালো খেলেছে। ওরা আমাদের লড়াই কঠিন করে দিয়েছিল। আমরা জানতাম যে প্রত্যাবর্তন করা সব সময়েই কঠিন, কিন্তু আমরা ভালো চেষ্টা করেছি। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমরা এই চার বছর কঠোর পরিশ্রম করেছি। সত্যি বলতে, দু’টি ফাইনাল খেলা আমাদের জন্য একটি বড় কৃতিত্বের। কিন্তু আমাদের আরও এগিয়ে যেতে হবে। আমরা মাথা উঁচু করে পরের চ্যাম্পিয়নশিপের জন্য লড়ব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।