অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুরে টেস্টের প্রথম ইনিংসে ৪৭ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন মহম্মদ শামি। ১০ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, নাগপুরে ৩টি ছক্কা হাঁকানোর পথে বিরাট কোহলিকে পিছনে ফেলে দেন তিনি।
টেস্ট ক্রিকেটে ছক্কা হাঁকানোর নিরিখে বিরাট কোহলিকে টপকে গেলেন শামি। তারকা পেসার ৮১টি টেস্টের ৮৫টি ইনিংসে ব্যাট করতে নেমে মোট ২৫টি ছক্কা মারেন। কোহলি ১০৫টি টেস্টের ১৭৮টি ইনিংসে ব্যাট করে ২৪টি ছক্কা মেরেছেন।
শামি টেস্ট কেরিয়ারে এখনও পর্যন্ত (নাগপুর টেস্টের প্রথম ইনিংসের পরে) ৭২২ রান সংগ্রহ করেছেন। কোহলির সংগৃহীত টেস্ট রান ৮১৩১।
উল্লেখযোগ্য বিষয় হল, ছক্কা হাঁকানোয় শামি ইতিমধ্যেই পিছনে ফেলে দিয়েছেন তাবড় তাবড় ভারতীয় ব্যাটসম্যানদের। এই নিরিখে শামির পিছনে রয়েছেন রাহুল দ্রাবিড় (২১), ভিভিএস লক্ষ্মণ (৫), মহম্মদ আজহারউদ্দিন (১৯), গুণ্ডাপ্পা বিশ্বনাথ (৬), দিলীপ বেঙ্গসরকার (১৭), চেতেশ্বর পূজারার (১৫) মতো তারকা ক্রিকেটাররা। টেস্টে ছক্কা হাঁকানোর শামি কিংবদন্তি সুনীল গাভাসকরের (২৬) ঠিক পিছনেই রয়েছেন।
আরও পড়ুন:- লিগের শেষ ম্যাচে হার শাকিবদের, BPL-এর চূড়ান্ত পয়েন্ট টেবিল ও প্লে-অফের সূচিতে চোখ রাখুন
গাভাসকর ছাড়া টেস্টে ৫ হাজারের বেশি রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শামির থেকে বেশি ছক্কা মেরেছেন কেবল কপিল দেব (৬১), সৌরভ গঙ্গোপাধ্যায় (৫৭), বীরেন্দ্র সেহওয়াগ (৯১) ও সচিন তেন্ডুলকর (৬৯)।
নাগপুরে মাঠে নামা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শামির থেকে বেশি টেস্ট ছক্কা রয়েছে রোহিত শর্মা (৬৬) ও রবীন্দ্র জাদেজার (৫৫)। শামির থেকে টেস্ট কম ছক্কা মেরেছেন লোকেশ রাহুল (১৭), রবিচন্দ্রন অশ্বিন (২০), অক্ষর প্যাটেলরা (৯)।
অস্ট্রেলিয়ার ১৭৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪০০ রান তোলে। রোহিত শর্মা দলের হয়ে সব থেকে বেশি ১২০ রান করেন। অক্ষর প্যাটেল ৮৪ ও রবীন্দ্র জাদেজা ৭০ রানের দুর্দান্ত যোগদান রাখেন। এছাড়া মহম্মদ শামি ৩৭, লোকেশ রাহুল ২০, রবিচন্দ্রন অশ্বিন ২৩ ও বিরাট কোহলি ১২ রান করেন। ভারত প্রথম ইনিংসের নিরিখে ২২৩ রানের বিরাট লিড নেয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।