বাংলা নিউজ > ময়দান > IND vs AUS, WTC Final 2023: স্মিথের ছায়ার ব্যাট করার মজাই আলাদা- ঐতিহাসিক সেঞ্চুরির পরেও সতীর্থে মুগ্ধ হেড

IND vs AUS, WTC Final 2023: স্মিথের ছায়ার ব্যাট করার মজাই আলাদা- ঐতিহাসিক সেঞ্চুরির পরেও সতীর্থে মুগ্ধ হেড

স্টিভ স্মিথে মুগ্ধ ট্রেভিস হেড।

ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে হেডের ১৫৬ বলে অপরাজিত ১৪৬ রানের অসাধারণ ইনিংসের হাত ধরেই অস্ট্রেলিয়া চালকের আসনে। স্মিথ ৯৫ করে অপরাজিত রয়েছে। সেঞ্চুরি থেকে আর মাত্র পাঁচ রান দূরে।

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ট্রেভিস হেড বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পুরো রং-ই বদলে দেন। পাশে পান অভিজ্ঞ এবং টেস্ট ক্রিকেটে দক্ষ ব্যাটার স্টিভ স্মিথকে। তিনি প্রথম বার ঘরের মাঠের বাইরে সেঞ্চুরি হাঁকান। বুধবার দুরন্ত ছন্দে সেঞ্চুরি হাঁকান হেড। এটি তাঁর ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি ছিল। কিন্তু ঘরের মাঠের বাইরে এটি প্রথম শতরান ছিল হেডের।

ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনে হেডের ১৫৬ বলে অপরাজিত ১৪৬ রানের অসাধারণ ইনিংসের হাত ধরেই অস্ট্রেলিয়া চালকের আসনে। স্মিথ ৯৫ করে অপরাজিত রয়েছে। সেঞ্চুরি থেকে আর মাত্র পাঁচ রান দূরে। ৭৬ রানে ৩ উইকেট থেকে হেড এবং স্মিথের ২৫১ রানের অপরাজিত পার্টনারশিপের হাত ধরে অস্ট্রেলিয়া দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করে ফেলে।

আরও পড়ুন: রোহিতের সমালোচনা মিলিয়ে দিল সৌরভ-শাস্ত্রীকে, দু' জনেই ত্রুটি খুঁজে পেলেন ভারতের রণনীতিতে

প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর হেড বলেছেন, ‘সব সময়েই বলি যে, আমি স্টিভের সঙ্গে ব্যাটিং উপভোগ করি কারণ ওর দিকে বিপক্ষের মনোযোগ খুব বেশি থাকে। আসলে ও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন এবং সম্ভবত আমাদের সেরা প্লেয়ার।’

হেড আরও যোগ করেছেন, ‘ও যেহেতু আমাদের সেরা ব্যাটার, তাই বিরোধীরা ওর উপর বেশি মনোযোগ দেয়। এবং ওর কাছে বল করা সত্যিই কঠিন। তাই আমি সব সময়ে বলি, ওর সঙ্গে ব্যাট করতে যাওয়া মানে মনে হয়, ওর ছায়ায় রয়েছি। যে কারণে মন খুলে খেলা যায়।’

অস্ট্রেলিয়ার বাইরে হেড প্রথম সেঞ্চুরি করতে ২২টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। তিনি বলেছেন যে, তাঁর বর্তমান মানসিকতা এবং ২০১৯-এর পরে তিনি ব্যাটিংয়ে যে প্রযুক্তিগত পরিবর্তনগুলি করেছেন, তাতেই এই সাফল্য।

আরও পড়ুন: পরিস্থিতি দেখেই সিদ্ধান্ত নিয়েছিলাম- অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে সাফাই বোলিং কোচের

হেড বলেছেন, ‘সকালে টস হারের পরে সকলেই একটু হতাশ হয়েছিলাম। কিন্তু তার পরে আমরাই ইতিবাচক এবং ব্যতিক্রমী ক্রিকেট খেলেছি। তবে লড়াইটা এখনও শেষ হয়নি। ভারতীয় দল দ্বিতীয় নতুন বল নিয়েছে। ফলে আমাদেরও আরও ভালো কিছু করতে হবে।’

তার পদ্ধতির বিষয়ে কথা বলতে গিয়ে, তিনি যোগ করেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ছিল, শুরুটা যেন ভালো হয়। আমি নিজেও শুরু থেকে ঠিক করে নিয়েছিলাম, এই পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে। দিনের শেষে সেই কারণে তৃপ্তি আরও বেশিমাত্রায় অনুভব করছি। উইকেটের সব দিক দিয়ে রান করার উপরে বিশেষ জোর দিয়েছি। কোনও সময়েই নিজের ব্যাটিং নিয়ে পরীক্ষা করার চেষ্টা করিনি। মাথায় রেখেছিলাম, এই পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। ২০১৯ সাল থেকেই আমার খেলার ধরন অনেক বদলে গিয়েছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ ভারী বৃষ্টি চলবে ৭ জেলায়, ৬০ কিমিতে ঝড়, কোন ৮টিতে ঝোড়ো হাওয়ার বেগ কম থাকবে? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রীকে ডাকল CBI ঝাড়খণ্ডে বাংলাদেশী ঢুকছে, অভিযোগ মোদীর, প্রমাণ দিতে বলল শাসক জেএমএম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.