১৫ বছরের মধ্যে ইংল্যান্ডে প্রথম টেস্ট সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়। উল্টোদিকে ইংল্যান্ডের ব্যাটাররা দুরন্ত ছন্দে ছিলন। যার নিট ফল, ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ব্রিটিশ দল। আর সিরিজ শেষ হয় ২-২ ড্র হয়ে। ভারতের বিখ্যাত পেস আক্রমণ, যা বিশ্বের অন্যতম সেরা হিসাবে স্বীকৃত, তারা ৩৭৮ রানের লক্ষ্য আটকাতে ব্যর্থ হয়।
আরও পড়ুন: বারবার তৃতীয় ইনিংসে ফেল ব্যাটাররা, রিভিউ করা হবে, সতর্কবার্তা দ্রাবিড়ের
প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার এবং বিখ্যাত ধারাভাষ্যকার ডেভিড লয়েড ভারতের এই হারের প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি মনে করেন যে, একজন ভালো স্পিনার না খেলানোর কারণে ভারতের আখেরে ক্ষতি হয়েছে। অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিনকে দলে না রাখা প্রসঙ্গেই তিনি খোঁচা দিয়েছেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।
আরও পড়ুন: ‘ভারতের বোলিং জঘন্য ছিল’, বুমরাহদের ধুইয়ে দিলেন ভারতের প্রাক্তনী
ভারত চার পেসার এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যিনি এক মাত্র স্পিনারের ভূমিকায় ছিলেন, তাঁকে নিয়ে মাঠে নেমেছিল ভারত। ডেভিড লয়েড ডেইলি মেইলে তাঁর কলামে লিখেছেন, ‘আমি কখনও-ই ভাবিনি যে আমাকে এটা বলতে হবে। কিন্তু একজন ভালো স্পিনার না থাকায় ভারতীয় দলে ক্ষতি হয়েছে। ওরা দীর্ঘ ব্যাটিং লাইন আপের জন্য রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছিল। ইংল্যান্ডে একজন স্পিনার হিসেবে ও খুব ফ্ল্যাট এবং খুব দ্রুত বল করেছে। তবে স্পিনে ফায়দা দিয়ে পারত রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু ভারত নিরাপদ খেলতে গিয়ে তার মাশুল চুকিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।