বাংলা নিউজ > ময়দান > IND vs ENG: 'ছন্দে না থাকায় কোহলিকে আউটের এটাই সেরা সময়?' মুখ খুললেন বিরাট শিকারী গ্লিসন

IND vs ENG: 'ছন্দে না থাকায় কোহলিকে আউটের এটাই সেরা সময়?' মুখ খুললেন বিরাট শিকারী গ্লিসন

বিরাট কোহলিকে আউটের পর রিচার্ড গ্লিসন। (ছবি সৌজন্যে রয়টার্স)

IND vs ENG: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ঋষভ পন্তকে আউট করেছেন ইংল্যান্ডের রিচার্ড গ্লিসন। যিনি প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করেছেন ২৭ বছরে। তারপর ৩৪ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন।

একেবারে ছন্দে নেই বিরাট কোহলি। সেজন্যই কি বোলারদের কাজ কিছুটা সোজা হয়ে যাচ্ছে? সাংবাদিক বৈঠকে এমনই প্রশ্নের সপাটে জবাব দিলেন ইংল্যান্ডের রিচার্ড গ্লিসন। যিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ঋষভ পন্তকে আউট করেছেন।

আরও পড়ুন: Virat Kohli failed in IND vs ENG match: শুরু থেকেই বেধড়ক মার! রোহিতের ‘নয়া ভারতের’ প্রথম পরীক্ষায় ফেল বিরাট

শনিবার এজবাস্টনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক গ্লেসনকে প্রশ্ন করেন, ছন্দে না থাকায় কি বিরাটের উইকেট নেওয়ার কাজটা কিছুটা সোজা হয়ে গিয়েছে? সেই প্রশ্নের জবাবে গ্লিসন বলেন, ‘আমি নিজে কী করছি, শুধুমাত্র সেটার উপর ফোকাস করছিলাম (মাঠে বোলিংয়ের সময়)। ও কী করছে, ও কী ছন্দে আছে, সেটা ভাবিনি। ও অবশ্যই বিশ্বমানের খেলোয়াড়। ওর পরিসংখ্যান দুর্দান্ত। আমাদের নিজস্ব পরিকল্পনা ছিল। সেটাই কার্যকর করার চেষ্টা করেছি। আর কিছু নয়।’

আরও পড়ুন: Bhuvneshwar Kumar on Test comeback: ‘সুযোগ পেলে না বলব না’, সাদা বলে জাদু দেখিয়ে টেস্টে প্রত্যাবর্তন নিয়ে বললেন ভুবি

কীভাবে বিরাটকে আউট করলেন গ্লিসন?

এজবাস্টনে আক্রমণাত্মক খেলার চেষ্টা করছিলেন বিরাট। নিজের তৃতীয় বলেও সেই আক্রমণাত্মক মেজাজ বজায় রাখতে চান। কার্যত বিষহীন বলে ক্রিজ থেকে বেরিয়ে এসে বড় শট মারার চেষ্টা করেন। কিন্তু বলের ধারকাছে পৌঁছাতে পারেননি। সেইভাবেই বড় শট খেলার চেষ্টা করেন। কিন্তু ব্যাটের বাইরের দিকে অংশে বল লাগে এবং ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে ক্যাচ উঠে যায়। পিছন দিকে দৌড়ে দুর্দান্ত ক্যাচ নেন ডেভিড মালান।

বন্ধ করুন