আর কয়েক ঘণ্টা পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে পড়বে ভারতীয় দল। তবে এখনও পর্যন্ত ভারতকে কে নেতৃত্ব দেবে, সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত হলেও, কোচ রাহুল দ্রাবিড় এখনও দাবি করেন যে তিনি যে টেস্টে খেলবেন না, তেমনটা নিশ্চিত নয়।
তবে Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী, রোহিত নাকি সোমবার (২৭ জুন) ভারতীয় দলের সঙ্গে বার্মিংহ্যামে সফরই করেননি। বার্মিংহ্যামের এজবাস্টনেই সফরের একমাত্র টেস্টটি খেলবে ভারতীয় দল। পরিবর্তে রোহিত ওয়ারউইকশায়ার আলাদাভাবে গিয়েছেন। এই অবস্থায় দ্রাবিড় যাই বলুন না কেন, রোহিতের টেস্ট ম্যাচে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। রোহিতের পরিবর্তে ভারতীয় দলের অধিনায়কত্ব তাহলে কে করবেন, এই প্রশ্ন সকলের মুখে মুখে।
একাধিক রিপোর্ট অনুযায়ী এ বছরের ষষ্ঠতম ভারতীয় অধিনায়ক হিসাবে এজবাস্টনে দলের দায়িত্ব নেবেন জসপ্রীত বুমরাহ। তিনি বাদে ঋষভ পন্তও দৌড়ে ছিলেন বটে। পন্ত সদ্যই রোহিত ও লোকেশ রাহুলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। পন্ত তাই স্বাভাবিকভাবেই অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন। এছাড়া সিনিয়রদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের নামও নাকি নেতৃত্ব দেওয়ার জন্য বিচার করা হচ্ছিল।
তবে এই দুইজনের বদলে বুমরাহকেই শেষমেশ অধিনায়ক করা হচ্ছে। পন্তের থেকে বুমরাহর অভিজ্ঞতা বেশি আর অশ্বিনের ক্ষেত্রে দলে তাঁর জায়গা নিশ্চিত নয়। তাই এই দুই তারকা ক্রিকেটার ভারতীয় অধিনায়ক হওয়ার দৌড়ে শেষ ধাপ অতিক্রম করতে পারেননি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।