HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: জোড়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন ঋষভ পন্ত, সিরিজ জিতল ভারত

IND vs NZ: জোড়া ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন ঋষভ পন্ত, সিরিজ জিতল ভারত

প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৫৩ রান তোলে।
  • ভারতের হয়ে হাফ-সেঞ্চুরি করেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা।
  • অভিষেক ম্যাচেই জোড়া উইকেট নেন হার্ষাল প্যাটেল।
  • হাফ-সেঞ্চুরি রাহুলের। ছবি- বিসিসিআই।

    জয়পুরে উত্তেজক জয় তুলে নিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ লিড নেয় টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই রাঁচির দ্বিতীয় টি-২০ ম্যাচ নিউজিল্যান্ডের কাছে সিরিজে টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছিল। যদিও ভারত রাঁচিতে জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে।

    19 Nov 2021, 11:14 PM IST

    ম্যাচের সেরা হার্ষাল প্যাটেল

    জাতীয় দলে এর থেকে স্মরণীয় অভিষেক আর কীভাবেই বা হতে পারত হার্ষাল প্যাটেলের। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচে ২৫ রানে ২টি উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হার্ষাল।

    19 Nov 2021, 10:56 PM IST

    সিরিজ জিতল ভারত

    জয়পুরের প্রথম টি-২০ ম্যাচে ৫ উইকেটে জয় তুলে নিয়ে ১-০ এগিয়ে গিয়েছিল ভারত। রাঁচির দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়া। কলকাতার তৃতীয় টি-২০ ম্যাচ কার্যত নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়।

    19 Nov 2021, 10:54 PM IST

    ৭ উইকেটে ম্যাচ জয় ভারতের

    জয়ের জন্য ৩ ওভারে ১১ রান দরকার ছিল ভারতের। ১৮তম ওভারে জিমি নিশামের হাতে প্রথমবার বল তুলে দেন কিউয়ি দলনায়ক সাউদি। প্রথম ২ বলে জোড়া ছক্কা হাঁকিয়ে ভারতকে ম্যাচ জেতালেন ঋষভ পন্ত। নিউজিল্যান্ডের ৬ উইকেটে ১৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ১৭.২ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৬ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জয় নিশ্চিত করেন রোহিতরা। পন্ত ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। বেঙ্কটেশ আইয়ার ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রান করে নট-আউট থেকে যান।

    19 Nov 2021, 10:47 PM IST

    ৩ ওভারে ভারতের দরকার ১১ রান

    ১৭ ওভারে ভারত ৩ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৩ ওভারে ভারতের দরকার ১১ রান। বেঙ্কটেশ আইয়ার ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ১২ রান করেছেন।

    19 Nov 2021, 10:42 PM IST

    সূর্যকুমার আউট

    ১৫.৬ ওভারে সাউদির বলে বোল্ড হন সূর্যকুমার যাদব। ২ বলে ১ রান করেন তিনি। ভারত ১৩৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত। সাউদি ৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।

    19 Nov 2021, 10:40 PM IST

    সাজঘরে ফিরলেন রোহিত

    ১৫.৩ ওভারে টিম সাউদির বলে মার্টিন গাপ্তিলের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৫ রান করে ক্রিজ ছাড়েন ভারত অধিনায়ক। ভারত ১৩৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

    19 Nov 2021, 10:37 PM IST

    হাফ-সেঞ্চুরি রোহিতের

    ১টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রোহিত শর্মা। ১৫ ওভারে ভারত ১ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে। জয়ের জন্য শেষ ৫ ওভারে ২০ রান দরকার টিম ইন্ডিয়ার। রোহিত ৫৫ ও বেঙ্কটেশ ৫ রানে ব্যাট করছেন। 

    19 Nov 2021, 10:28 PM IST

    রাহুল আউট

    ১৩.২ ওভারে টিম সাউদির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন লোকেশ রাহুল। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ৬৫ রান করে ক্রিজ ছাড়েন লোকেশ। ভারত ১১৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বেঙ্কটেশ আইয়ার।

    19 Nov 2021, 10:19 PM IST

    ১২ ওভারে ভারত ১০৫/০

    ১২ ওভার শেষে ভারত কোনও উইকেট না হারিয়ে ১০৫ রান তুলেছে। লোকেশ রাহুল ৪৬ বলে ৬৩ রান করেছেন। ২৬ বলে ৩৭ রান করেছেন রোহিত শর্মা।

    19 Nov 2021, 10:09 PM IST

    হাফ-সেঞ্চুরি লোকেশ রাহুলের

    ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লোকেশ রাহুল। ইনিংসের ১০.২ ওভারে অ্যাডাম মিলিনের বলে ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। ঠিক পরের বলেই চার মারেন রাহুল। ১১ ওভারে ভারতের স্কোর ৯২/০। 

    19 Nov 2021, 10:07 PM IST

    ১০ ওভারে ভারতের দরকার ৭৫ রান

    ১০ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ৭৫ রান। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৭৯/০। ৩৮ বলে ৪৫ রান করেছেন লোকেশ রাহুল। ২২ বলে ৩০ রান করেছেন রোহিত শর্মা।

    19 Nov 2021, 09:49 PM IST

    ৭ ওভারে ভারত ৫২/০

    ৭ ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ৫২ রান তুলেছে। লোকেশ রাহুল ৩০ বলে ৩৭ রান করেছেন। ১২ বলে ১২ রান করেছেন রোহিত শর্মা। লোকেশ ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। রোহিত মেরেছেন ১টি ছক্কা।

    19 Nov 2021, 09:41 PM IST

    পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত ৪৫/০

    পাওয়ার প্লে-র ৬ ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান তুলেছে। লোকেশ রাহুল ২৬ বলে ৩২ রান করেছেন। ১০ বলে ১০ রান করেছেন রোহিত শর্মা। লোকেশ ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

    19 Nov 2021, 09:34 PM IST

    ৪ ওভারে ভারত ৩২/০

    ৪ ওভার শেষে ভারত বিনা উইকেটে ৩২ রান তুলেছে। লোকেশ রাহুল ১৯ বলে ২২ রান করেছেন। তিনি ৪টি বাউন্ডারি মেরেছেন। রোহিত ৫ বলে ৮ রান করেছেন। ১টি ছক্কা হাঁকিয়েছেন হিটম্যান।

    19 Nov 2021, 09:16 PM IST

    ভারতের রান তাড়া করা শুরু

    ভারতের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন টিম সাউদি। প্রথম বলে বাউন্ডারি মেরে খাতা খোলেন লোকেশ রাহুল। প্রথম ওভারে ৮ রান ওঠে। কোনও উইকেট হারায়নি ভারত।

    19 Nov 2021, 09:00 PM IST

    নিউজিল্যান্ড ২০ ওভারে ১৫৩/৬

    নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলেছে। মিচেল স্যান্টনার ৯ বলে ৮ ও অ্যাডাম মিলিন ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। ৪ ওভারে ৪২ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন দীপক চাহার। জয়ের জন্য ভারতের দরকার ১৫৪ রান।

    19 Nov 2021, 08:52 PM IST

    হার্ষাল ৪ ওভারে ২৫/২

    অভিষেক ম্যাচে বল হাতে দুরন্ত পারফর্ম্যান্স হার্ষাল প্যাটেলর। ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নেন তিনি। নিউজিল্যান্ড ১৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলেছে।

    19 Nov 2021, 08:46 PM IST

    ভুবির শিকার নিশাম

    ১৭.৬ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে উইকেটকিপার পন্তের দস্তানায় ধরা পড়েন জিমি নিশাম। ১২ বলে ৩ রান করে ক্রিজ ছাড়েন জিমি। নিউজিল্যান্ড ১৪০ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অ্যাজাম মিলিন। ভুবনেশ্বর ৪ ওভারে ৩৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

    19 Nov 2021, 08:38 PM IST

    হার্ষালের দ্বিতীয় শিকার ফিলিপস

    ১৬.৩ ওভারে হার্ষাল প্যাটেলের বলে পরিবর্ত ফিল্ডার রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ধরা পড়েন গ্লেন ফিলিপস। ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩৪ রান করে ক্রিজ ছাড়েন ফিলিপস। নিউজিল্যান্ড ১৩৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার। ১৭ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১৩৮/৫।

    19 Nov 2021, 08:26 PM IST

    সেফার্তকে ফেরালেন অশ্বিন

    ১৫.১ ওভারে অশ্বিনের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ধরা পড়েন টিম সেফার্ত। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৩ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১২৫ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জিমি নিশাম। ১৬ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১২৮/৪। অশ্বিন ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। ফিলিপস ব্যাট করছেন ১৭ বলে ২৬ রান করে।

    19 Nov 2021, 08:24 PM IST

    ১৫ ওভারে নিউজিল্যান্ড ১২৫/৩

    ১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ১২৫ রান তুলেছে। ফিলিপস ১৬ বলে ২৫ রান করেছেন। ১৪ বলে ১৩ রান কেরছেন সেফার্ত।

    19 Nov 2021, 08:12 PM IST

    ১৩ ওভারে নিউজিল্যান্ড ১০২/৩

    ১৩ ওভার শেষে নিউজিল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ১০২ রান তুলেছে। ফিলিপস ১১ ও সেফার্ত ৬ রানে ব্যাট করছেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৬ রানের বিনিময়ে ১ উইকেট নিয়েছেন।

    19 Nov 2021, 08:08 PM IST

    হার্ষালের প্রথম উইকেট

    ১১.২ ওভারে হার্ষাল প্যাটেলের বলে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন ডারিল মিচেল। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৩১ রান করেন ডারিল। নিউজিল্যান্ড ৯০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টিম সেফার্ত। ১২ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৯৪/৩। হার্ষাল ২ ওভারে ৯ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

    19 Nov 2021, 07:55 PM IST

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৮৪/২

    ১০ ওভার শেষে নিউজিল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলেছে। ২৪ বলে ২৯ রান করেছেন ডারিল মিচেল। ৪ বলে ১ রান করেছেন গ্লেন ফিলিপস।

    19 Nov 2021, 07:48 PM IST

    চাপম্যানকে ফেরালেন অক্ষর

    ৮.৫ ওভারে অক্ষর প্যাটেলের বলে লোকশ রাহুলের হাতে ধরা পড়েন মার্ক চাপম্যান। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ২১ রান করেন তিনি। নিউজিল্যান্ড ৭৯ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।

    19 Nov 2021, 07:35 PM IST

    প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ৬৪/১

    পাওয়ার প্লে-র ৬ ওভারে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে। ডারিল মিচেল ১৫ বলে ২১ রান করেছেন। ৬ বলে ১১ রান করেছেন মার্ক চাপম্যান।

    19 Nov 2021, 07:27 PM IST

    গাপ্তিলকে ফেরালেন চাহার

    ৪.২ ওভারে দীপক চাহারের বলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন মার্টিন গাপ্তিল। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৩১ রান করেন গাপ্তিল। নিউজিল্যান্ড ৪৮ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মার্ক চাপম্যান। ৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৫৬/১। মিচেল ১৯ ও চাপম্যান ৫ রানে ব্যাট করছেন।

    19 Nov 2021, 07:17 PM IST

    ৩ ওভারে নিউজিল্যান্ড ২৯/০

    আগ্রাসী শুরু নিউজিল্যান্ডের। তারা ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৯ রান তুলেছে। ১১ বলে ১৯ রান করেছেন মার্টিন গাপ্তিল। ৭ বলে ১০ রান করেছেন ডারিল মিচেল।

    19 Nov 2021, 07:06 PM IST

    নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু

    নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন মার্টিন গাপ্তিল ও ডারিল মিচেল। ভারতের হয়ে নতুন বলে বোলিং শুরু করেন ভুবনেশ্বর কুমার। প্রথম ২টি বলে পরপর ২টি চার মারেন গাপ্তিল। চতুর্থ বলে ক্যাচ মিস করেন রাহুল। শেষ বলে গাপ্তিল আরও একটি চার মারেন। প্রথম ওভারে ১৪ রান ওঠে। কোনও উইকেট হারায়নি নিউজিল্যান্ড।

    19 Nov 2021, 06:48 PM IST

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ

    নিউজিল্যান্ড প্রথম একাদশে তিনটি বদল করে। লকি ফার্গুসন, রাচিন রবীন্দ্র ও টড অ্যাস্টল বাদ পড়েন। দলে ঢোকেন অ্যাডাম মিলিন, ইশ সোধি ও জিমি নিশাম।

    প্রথম একাদশ: মার্টিন গাপ্তিল, ডারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, টিম সেফার্ত (উইকেটকিপার), অ্যাডাম মিলিন, ইশ সোধি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি (ক্যাপ্টেন), ট্রেন্ট বোল্ট।

    19 Nov 2021, 06:44 PM IST

    ভারতের প্রথম একাদশ

    রোহিত শর্মা (ক্যাপ্টেন), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার ও হার্ষাল প্যাটেল।

    19 Nov 2021, 06:34 PM IST

    ফের টস জিতলেন রোহিত

    নিয়মিত টি-২০ ক্যাপ্টন হিসেবে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ফের টস জিতলেন রোহিত শর্মা। স্বাভাবিকভাবেই তিনি রান তাড়া করার সিদ্ধান্ত নেন। সুতরাং, রাঁচিতে টস হেরে শুরুতে ব্যাটিং নিউজিল্যান্ডের। পরে ব্যাট করবে ভারত। 

    19 Nov 2021, 06:31 PM IST

    অভিষেক হার্ষালের

    সব ধরণের ক্রিকেট থেকে এক আরসিবি তারকার অবসরের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আর এক আরসিবি তারকার। শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় এবি ডি'ভিলিয়র্স জানিয়ে দেন, তিনি চিরতরে তুলে রাখলেন ব্যাট-প্যাড। একই দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের জার্সিতে আত্মপ্রকাশ করলেন হার্ষাল প্যাটেল। আইপিএল ২০২১-এর বেগুনি টুপির মালিককে জাতীয় দলে জায়গা ছেড়ে দিলেন মহম্মদ সিরাজ। হার্ষালের হাতে ইন্ডিয়া ক্যাপ তুলে দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা অজিত আগরকর।

    19 Nov 2021, 06:23 PM IST

    বিতর্ক উস্কে দিলেন পন্টিং

    টি-২০ বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর, বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং কেএল রাহুলকে টার্গেট করেছিলেন। তাদের নিয়ে সমালোচনা করা হয়েছিল। তাদের খেলতে না পারা এবং যুবদের দলে আনা উচিত এই প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। যদিও এর সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। বিস্তারিত পড়ুন:- রোহিত, রাহুল, কোহলিকে একসঙ্গে খেলালে সমস্যা, বিতর্ক উস্কে দিলেন পন্টিং

    19 Nov 2021, 05:24 PM IST

    মুখোমুখি সাক্ষাতের ফল

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিরুদ্ধে মোট ১৮ বার মাঠে নেমেছে। ভারত জিতেছে ৭টি ম্যাচে। নিউজিল্যান্ড জিতেছে ৯টি ম্যাচ। টাই হয়েছে ২টি ম্যাচ।

    19 Nov 2021, 05:20 PM IST

    সিরিজ পকেটে পুরতে মরিয়া টিম ইন্ডিয়া

    জয়পুরের জয়ে ভারত তিন ম্যাচের টি-২০ সিরিজে ইতিমধ্যেই ১-০ লিড নিয়েছে। এবার রাঁচিতে নিউজিল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া টিম ইন্ডিয়া। যদিও নিউজিল্যান্ড সিরিজে সমতা ফেরাতে চোয়ালচাপা লড়াই চালাবে নিশ্চিত। 

    Latest News

    RR-কে হারিয়ে উত্থান DC-র, দুইয়েই থাকলেন সঞ্জুরা, চার দলের ১২ পয়েন্ট, জমেছে লড়াই রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট ভাইপোকে ‘রাজনৈতিক উত্তরসূরী’র পদ থেকে সরালেন মায়াবতী, বাংলার ঠিক উলটো! সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় এসে সাফল্য দেবের চেয়ে উচ্চশিক্ষিত,রয়ছে PhD ডিগ্রি! BJP-র হিরণের মাথায় কোটি টাকার দেনা আজই ৫ লাখ কোটি টাকা গায়েব! ভোটের মধ্যে কেন লোকসভা ভোটে ধস নামল? এখনই ঠিক হবে? ডুবে যাওয়া টাইটানিকের ধনী যাত্রীর সোনার পকেট ঘড়ি নিলামে, কত দাম উঠল BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে বেতনে পাবেন দু'টি প্রাইভেট জেট কেনার টাকা! উইপ্রোর নতুন সিইওর বেতন আকাশছোঁয়া

    Latest IPL News

    সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার

    Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
    প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ