বাংলা নিউজ > ময়দান > IND vs NZ: জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার আরও ৪০০ রান, ভারতের প্রয়োজন ৫ উইকেট
শুরুতেই ধাক্কা অশ্বিনের। ছবি- বিসিসিআই।

IND vs NZ: জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার আরও ৪০০ রান, ভারতের প্রয়োজন ৫ উইকেট

কিউয়িদের সামনে ৫৪০ রানের লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া।

তিন ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও কানপুরের প্রথম টেস্টে বাগে পেয়েও কিউয়িদের হারাতে পারেনি ভারত। গ্রিন পার্কে শেষ দিনে চোয়ালচাপা লড়াইয়ে ম্যাচ বাঁচিয়ে নেয় নিউজিল্যান্ড। এবার শুরু মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের লড়াই। ঘরের মাঠে সিরিজ জিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে বদ্ধপরিকর ভারত। অন্যদিকে নিউজিল্যান্ডও মরিয়া টিম ইন্ডিয়াকে আরও একবার হতাশ করতে।

05 Dec 2021, 05:29:42 PM IST

তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড ১৪০/৫

প্রথম ইনিংসে ভারতের ৩২৫ রানের জবাবে নিউজিল্যান্ড অল-আউট হয়ে যায় মাত্র ৬২ রানে। প্রথম ইনিংসের নিরিখে ২৬৩ রানের লিড নেয় ভারত। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৭৬ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। সুতরাং জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৪০ রানের। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তৃতীয় দিনের শেষে ৫ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য তাদের দরকার আরও ৪০০ রান। ভারতের প্রয়োজন ৫টি উইকেট। এখনও ২ দিনের খেলা বাকি। হেনরি নিকোলস ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৬ বলে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন। ২৩ বলে ২ রান করে নট-আউট রয়েছেন রাচিন রবীন্দ্র। অশ্বিন ২৭ রানে ৩টি উইকেট নিয়েছেন। ৪২ রানে ১ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল।

05 Dec 2021, 05:16:04 PM IST

৪৩ ওভারে নিউজিল্যান্ড ১৪০/৫

৪৩ ওভার শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটের বিনিময়ে ১৪০ রান তুলেছে। সুতরাং জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ৪০০ রান। হেনরি নিকোলস ব্যক্তিগত ৩৬ রানে ব্যাট করছেন। ২ রান অপরাজিত রয়েছেন রাচিন রবীন্দ্র।

05 Dec 2021, 04:59:11 PM IST

রান-আউট ব্লান্ডেল

৩৬.৫ ওভারে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন টম ব্লান্ডেল। ৬ বলে খেলে খাতা খুলতে পারেননি তিনি। নিউজিল্যান্ড ১২৯ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র।

05 Dec 2021, 04:49:42 PM IST

ডারিল মিচেল আউট

৩৪.২ ওভারে অক্ষর প্যাটেলকে ছক্কা মারেন ডারিল মিচেল। ঠিক তার পরের বলেই (৩৪.৩) জয়ন্ত যাদবের হাতে ধরা পড়েন তিনি। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯২ বলে ৬০ রান করে আউট হন মিচেল। নিউজিল্যান্ড শেষ ইনিংসে ১২৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান টম ব্লান্ডেল। ৩৫ ওভারে নিউজিল্যান্ড ১২৯/৪। ব্যক্তিগত ২৭ রানে ব্যাট করছেন হেনরি নিকোলস।

05 Dec 2021, 04:27:23 PM IST

হাফ-সেঞ্চুরি মিচেলের

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডারিল মিচেল। ৩০তম ওভারে উমেশ যাদবের বলে পরপর জোড়া বাউন্ডারি মেরে অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। নিউজিল্যান্ড ৩ উইকেটে ১০৯ রান তুলেছে।

05 Dec 2021, 04:24:01 PM IST

১০০ টপকাল নিউজিল্যান্ড 

২৯তম ওভারে ৩ উইকেটের বিনিময়ে দলগত ১০০ রান টপকে যায় নিউজিল্যান্ড। কিউয়িদের স্কোর ১০১/৩। ডারিল মিচেল ৪৩ ও হেনরি নিকোলস ১৬ রানে ব্যাট করছেন।

05 Dec 2021, 04:08:47 PM IST

২৫ ওভারে নিউজিল্যান্ড ৮১/৩

শেষ ইনিংসে ২৫ ওভার ব্যাট করে নিউজিল্যান্ড ৩ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলেছে। ডারিল মিচেল ৬৩ বলে ৩৪ রান করে অপরাজিত রয়েছেন। হেনরি নিকোলস ২৩ বলে ১১ রান করে ব্যাট করছেন। মিচেল ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন। নিকোলস ২টি বাউন্ডারি মেরেছেন।

05 Dec 2021, 03:29:56 PM IST

অশ্বিনের তৃতীয় শিকার টেলর

১৬.১ ওভারে অশ্বিনের বলে পূজারার হাতে ধরা পড়েন রস টেলর। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন টেলর। নিউজিল্যান্ড ৫৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলস।

05 Dec 2021, 03:20:59 PM IST

ইয়ং আউট

১৪.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে পরিবর্ত ফিল্ডার সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন ইয়ং। ৪টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন কিউয়ি ওপেনার। নিউজিল্যান্ড ৪৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রস টেলর। নিউজিল্যান্ড ১৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫০ রান তুলেছে।

05 Dec 2021, 03:12:18 PM IST

১২ ওভারে নিউজিল্যান্ড ৩৫/১

শেষ ইনিংসে নিউজিল্যান্ড ১২ ওভার ব্যাট করে ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। উইল ইয়ং ৩২ বলে ১২ রান করেছেন। ২৫ বলে ১৭ রান করেছেন ডারিল মিচেল।

05 Dec 2021, 02:24:57 PM IST

চায়ের বিরতি

জয়ের জন্য ৫৪০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা তৃতীয় দিনের চায়ের বিরতিতে ১ উইকেট হারিয়ে ১৩ রান তুলেছে। ইউল ইয়ং ব্যাট করছেন ব্যক্তিগত ৭ রানে।

05 Dec 2021, 02:18:13 PM IST

লাথামকে ফেরালেন অশ্বিন

৩.৬ ওভারে টম লাথামকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান রবিচন্দ্রন অশ্বিন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন কিউয়ি ওপেনার। নিউজিল্যান্ড ১৩ রানে ১ উইকেট হারায়। 

05 Dec 2021, 02:05:37 PM IST

নিউজিল্যান্ডের রান তাড়া করা শুরু

নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন উইল ইয়ং ও টম লাথাম। ভারতের হয়ে বোলিং শুরু করেন মহম্মদ সিরাজ। প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন লাথাম। দ্বিতীয় বলে ৪ মারেন ইয়ং। প্রথম ওভারে ৭ রান ওঠে।

05 Dec 2021, 01:56:09 PM IST

ভারত ব্যাট ছাড়ল ৭ উইকেটে ২৭৬ রান তুলে

ভারত দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৭ উইকেটে ২৭৬ রান তুলে। সুতরাং প্রথম ইনিংসের ২৬৩ রানের লিড মিলিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে ৫৩৯ রানে। জয়ের জন্য শেষ ইনিংসে নিউজিল্যান্ডকে করতে হবে ৫৪০ রান। অক্ষর প্যাটেল দ্বিতীয় ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়া আজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসে ১০৬ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। রাচিন রবীন্দ্র নেন ৫৬ রানে ৩ উইকে।

05 Dec 2021, 01:51:49 PM IST

জয়ন্ত যাদব আউট

৬৯.৬ ওভারে আজাজ প্যাটেলের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন জয়ন্ত যাদব। ১টি ছক্কার সাহায্যে ১১ বলে ৬ রান করেন তিনি। ভারত দ্বিতীয় ইনিংসে ২৭৬ রানে ৭ উইকেট হারায়। আজাজের এটি ম্যাচে ১৪ নম্বর শিকার।

05 Dec 2021, 01:36:13 PM IST

রবীন্দ্রর শিকার ঋদ্ধি

৬৬.২ ওভারে রাচিন রবীন্দ্রর বলে কাইল জেমিসনের হাতে ধরা পড়েন ঋদ্ধিমান সাহা। ২টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১৩ রান করে ক্রিজ ছাড়েন তারকা উইকেটকিপার। ভারত ২৩৮ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জয়ন্ত যাদব। ঋদ্ধি ফেরার পর সেই ওভারেই রবীন্দ্রকে ২টি ছক্কা ও ১টি চার মারেন অক্ষর প্যাটেল। ভারত ৬৭ ওভারে ২৫০ রানের গণ্ডি টপকে যায়। ভারতের স্কোর ২৫৪/৬। অক্ষর ২৫ রানে ব্যাট করছেন।

05 Dec 2021, 01:32:57 PM IST

৫০০ ছাড়াল লিড

দ্বিতীয় ইনিংসে ৬৬ ওভার ব্যাট করে ভারত ৫ উইকেটের বিনিময়ে ২৩৮ রান তুলেছে। সুতরাং প্রথম ইনিংসের ২৬৩ রানের লিড মিলিয়ে ভারত এগিয়ে রয়েছে ৫০১ রানে। ঋদ্ধিমান সাহা ১৩ ও অক্ষর প্যাটেল ৯ রানে ব্যাট করছেন।

05 Dec 2021, 01:20:27 PM IST

কোহলিকে ফেরালেন রবীন্দ্র

৬২.১ ওভারে রাচিন রবীন্দ্রর বলে বোল্ড হন বিরাট কোহলি। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ৩৬ রান করে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ২১৭ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান অক্ষর প্যাটেল।

05 Dec 2021, 01:15:06 PM IST

সাজঘরে শ্রেয়স

৬১.২ ওভারে আজাজ প্যাটেলের বলে স্টাম্প-আউট হন শ্রেয়স আইয়ার। ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৪ রান করেন তিনি। ভারত ২১১ রানে ৪ উইকেট হারায়। ম্যাচে আজাজ প্যাটেলের এটি ১৩ নম্বর উইকেট। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

05 Dec 2021, 01:09:45 PM IST

২০০ টপকাল ভারত

জোড়া ছক্কার ভারতকে দ্বিতীয় ইনিংসে ২০০ রানের গণ্ডি পার করালেন শ্রেয়স আইয়ার। সামারভিলের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ছক্কা মারেন শ্রেয়স। ভারত ৬১ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২১১ রান তুলেছে। কোহলি ৩৫ ও শ্রেয়স ১৪ রানে ব্যাট করছেন। ভারতের লিড ৪৭৪ রানের।

05 Dec 2021, 01:02:32 PM IST

গিল আউট

৫৯.৪ ওভারে রাচিন রবীন্দ্রর বলে টম লাথামের হাতে ধরা পড়েন শুভমন গিল। পূজারার মতোই নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন গিল। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৫ বলে ৪৭ রান করে ক্রিজ ছাড়েন। ভারত দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানের মাথায় ৩ উইকেট হারায়। রাচিনের এটিই প্রথম টেস্ট উইকেট। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।

05 Dec 2021, 12:48:49 PM IST

৫৬ ওভারে ভারত ১৮৫/২

দ্বিতীয় ইনিংসে ভারত ৫৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলেছে। শুভমন গিল ৪৩ ও বিরাট কোহলি ২৭ রানে ব্যাট করছেন।

05 Dec 2021, 12:24:43 PM IST

১৫০ টপকাল ভারত

৪৯ ওভারে টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংস ২ উইকেটের বিনিময়ে ১৫৫ রান তুলেছে। সামারভিলকে ছক্কা হাঁকিয়ে ভারতকে ১৫০ রানের গণ্ডি পার করান শুভমন গিল। শুভমন ২৫ ও কোহলি ১৬ রানে ব্যাট করছেন।

05 Dec 2021, 11:37:23 AM IST

লাঞ্চে ভারত ১৪২/২

তৃতীয় দিনের লাঞ্চে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলেছে। ২টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ১৭ রান করেছেন শুভমন গিল। বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ৩৫ বলে ১১ রান করে। তিনি কোনও বাউন্ডারি মারেননি। সুতরাং প্রথম ইনিংসের ২৬৩ রানের লিড মিলিয়ে ভারত ইতিমধ্যেই ৪০৫ রানে এগিয়ে রয়েছে।

05 Dec 2021, 11:08:38 AM IST

৪০ ওভারে ভারত ১২৮/২

৪০ ওভার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১২৮ রান তুলেছে। তিন নম্বরে ব্যাট করতে নেমে শুভমন গিল ২২ বলে ১৪ রান করেছেন। বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ১৩ বলে ৩ রান করে। ভারতের লিড ৩৯১ রানের।

05 Dec 2021, 10:48:27 AM IST

হাফ-সেঞ্চুরি হাতছাড়া পূজারার

প্রথম ইনিংসে ১০ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দুই ভারতীয় ওপেনারকে সাজঘরে ফেরালেন আজাজ প্যাটেল। সুতরাং ম্যাচে ইতিমধ্যেই নিজের ১২তম উইকেট তুলে নেন কিউয়ি স্পিনার। ৩৫.৫ ওভারে প্যাটেলের বলে টেলরের হাতে ধরা পড়েন পূজারা। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৭ বলে ৪৭ রান করে মাঠ ছাড়েন চেতেশ্বর। ভারত ১১৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।

05 Dec 2021, 10:23:26 AM IST

মায়াঙ্ককে ফেরালেন আজাজ

৩১.২ ওভারে আজাজ প্যাটেলের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়েন মায়াঙ্ক আগরওয়াল। ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ৬২ রান করে ক্রিজ ছাড়েন মায়াঙ্ক। ভারত দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শুভমন গিল, যিনি চোটের জন্য ওপেন করতে পারেননি। সুতরাং, গিলের পরিবর্তে ওপেন করেন পূজারা। চেতেশ্বরের পছন্দের তিন নম্বরে ব্যাট করতে আসেন গিল।

05 Dec 2021, 10:11:18 AM IST

১০০ টপকাল ভারত

২৯তম ওভারে দ্বিতীয় ইনিংসে দলগত ১০০ রান টপকে গেল ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ১০১/০। মায়াঙ্ক ৫৮ ও পূজারা ৪১ রানে ব্যাট করছেন। ভারতের লিগ ৩৬৪ রানের।

05 Dec 2021, 09:51:58 AM IST

হাফ-সেঞ্চুরি মায়াঙ্কের

২৫.১ ওভারে আজাজ প্যাটেলের বলে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মায়াঙ্ক আগরওয়াল। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯০ বলে অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। ঠিক পরের বলেই আরও একটি চার মারেন মায়াঙ্ক। ভারত ২৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ৯৯ রান তুলেছে। মায়াঙ্ক ৫৬ ও পূজারা ৪১ রানে ব্যাট করছেন।

05 Dec 2021, 09:35:22 AM IST

তৃতীয় দিনের খেলা শুরু

তৃতীয় দিনে ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ভারতীয় ব্যাটসম্যান মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারা। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন আজাজ প্যাটেল। প্রথম ওভারের তৃতীয় বলে ১ রান নেনে মায়াঙ্ক। শেষ ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন পূজারা। সুতরাং, প্রথম ওভারে ৯ রান ওঠে। ২২ ওভার শেষে ভারতের স্কোর ৭৮/০। পূজারা ৩৭ ও মায়াঙ্ক ৩৯ রানে ব্যাট করছেন। 

05 Dec 2021, 09:19:43 AM IST

সারা দিনে খেলা হবে ৯৬ ওভার

প্রথম সেশন:- ৯টা ৩০ থেকে ১১টা ৩০।
লাঞ্চ:- ১১টা ৩০ থেকে ১২টা ১০।
দ্বিতীয় সেশন:- ১২টা ১০ থেকে ২টো ৩৩।
চা:- ২টো ৩৩ থেকে ২টো ৫৩।
তৃতীয় সেশন:- ২টো ৫৩ থেকে ৪টে ৫৩।
নির্ধারিত সময়ে ৯৬ ওভার শেষ করা না গেলে খেলা টেনে নিয়ে যাওয়া হবে ৫টা ২৩ পর্যন্ত।

05 Dec 2021, 09:14:35 AM IST

অক্সিজেনের খোঁজে পূজারা

বেশ কিছুদিন হল নিজেদের পরিচিত ছন্দে মেলে ধরতে পারেননি চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। অজিঙ্কা মুম্বই টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছেন। ফলে পূজারা লাইফ-লাইন পেয়ে যান আরও একবার। মুম্বই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ফের ব্যর্থ হয়েছেন চেতেশ্বর। তবে দ্বিতীয় ইনিংসে গিলের পরিবর্তে ওপেন করতে নেমে তিনি শুরুটা মন্দ করেননি। এখন দেখার যে তৃতীয় দিনের সকালে নিজের ইনিংসকে আরও কতদূর টেনে নিয়ে যেতে পারেন পূজারা। ওয়াংখেড়ের দ্বিতীয় ইনিংসে বড় রানের ইনিংস খেলে চেতেশ্বর নিশ্চিতভাবেই নিজের টেস্ট কেরিয়ারে অক্সিজেন জোগাতে চাইবেন। 

05 Dec 2021, 09:08:07 AM IST

দ্বিতীয় দিনের স্কোর

ভারতের ৩২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়েছে মাত্র ৬২ রানে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ২৬৩ রানের লিড হাতে পেয়ে যায় টিম ইন্ডিয়া। আপাতত দ্বিতীয় দিনের শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৬৯ রান তুলেছে। সুতরাং প্রথম ইনিংসের লিড মিলিয়ে টিম ইন্ডিয়া ইতিমধ্যেই ৩৩২ রানে এগিয়ে রয়েছে। পূজারা ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫১ বলে ২৯ রান করে অপরাজিত রয়েছেন। মায়াঙ্ক আগরওয়াল ৬টি বাউন্ডারির সাহায্যে ৭৫ বলে ৩৮ রান করে নট-আউট রয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.