বাংলা নিউজ > ময়দান > IND vs SA: হরমনের দুর্দান্ত ফিল্ডিং, দীপ্তির চতুর থ্রো - অসাধারণ রান আউট করেও হার ভারতের

IND vs SA: হরমনের দুর্দান্ত ফিল্ডিং, দীপ্তির চতুর থ্রো - অসাধারণ রান আউট করেও হার ভারতের

 দীপ্তি শর্মার সেই রান আউট (ছবি সৌজন্যে টুইটার)

দেখুন সেই ভিডিয়ো

সেই হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মার যুগলবন্দি। তাতে ভর করেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে দুর্ধর্ষ রান আউট করল ভারত। যদিও শেষপর্যন্ত সেই ম্যাচ জিততে পারল না ভারত। তার ফলে বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গেল গতবাবের রানার্স আপরা।

আরও পড়ুন: গায়ে কাঁটা দেওয়া শেষ ওভার, লাস্ট বলের থ্রিলারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত

রবিবার প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৭৪ রান তোলে ভারত। জবাবে শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার সাত রান দরকার ছিল। ৫০ তম ওভার বোলিংয়ের দায়িত্ব পান দীপ্তি। দ্বিতীয় ওভারে অফস্টাম্পের ফুল বলে লং অনের দিকে বড় শট মারেন মিগনন ডু পেরেজ। দু'রান নেওয়ার চেষ্টা করেন।

লং অনে দুর্দান্তভাবে বল ধরে সঙ্গে সঙ্গে ছুড়ে দেন হরমন। শুয়েই বল ছোড়ায় বলে সেরকম গতি ছিল না। সেখানেই বুদ্ধিমত্তার পরিচয় দেন দীপ্তি। বল ঢিমেগতিতে আসায় নন স্ট্রাইকার এন্ডে স্টাম্প থেকে কিছুটা এগিয়ে আসেন। বল ধরেই স্টাম্পের দিকে ছুড়ে দেন। যা স্টাম্পে লাগে। আউট হয়ে যান তৃষা চেট্টি। সেইসময় চার বলে পাঁচ রান বাকি ছিল। পঞ্চম বলে উইকেটও নিয়েছিলেন। কিন্তু বিতর্কিত নো বল সিদ্ধান্তের জেরে বেঁচে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ বলে এক রান নিয়ে ম্যাচ জিতে যান প্রোটিয়ারা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন