শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিরই ৩ নম্বরে ব্যাট করা উচিত। যে জায়গায় এতদিন চেতেশ্বর পূজারা ব্যাট করতেন। কিন্তু কোহলি নিজের জায়গা ছেড়ে কেন পূজারার জায়গায় ব্য়াট করবেন, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে পূজারা ছাড়াও অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা এবং ইশান্ত শর্মা বাদ পড়েছেন। মোহালিতে প্রথম টেস্ট হবে ৪ মার্চ থেকে। এর পর বেঙ্গালুরুতে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত-শ্রীলঙ্কা।
পূজারা না থাকায় তিন নম্বরে কে খেলবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিকল্পদের মধ্যে হনুমা বিহারী, শুভমন গিল এবং মায়াঙ্ক আগরওয়াল এবং কেএল রাহুলের নাম রয়েছে। তবে রিকি পন্টিংয়ের উদাহরণ টেনে গাভাসকর দাবি করেছেন, দলের সেরা ব্যাটসম্যান হিসেবে কোহলিরই ৩ নম্বরে খেলা উচিত।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গাভাসকর বলেছেন, ‘আদর্শগত ভাবে, কোহলিকেই তিন নম্বরে নামানো উচিত। কারণ আপনি দেখতে পাচ্ছেন সেরা ব্যাটসম্যান...রিকি পন্টিংও ৩ নম্বরে খেলেছেন। জো রুট ৪ নম্বরে ব্যাট করছেন ঠিকই, তবে আমার মনে হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ও ৩ নম্বরে ব্যাট করবে। আসলে তিন নম্বরে ব্যাট করছেন দলের সেরা ব্যাটসম্যানরা। প্রথম দিকে হাতে উইকেট থাকলে ও নতুন বল মোকাবিলা করতে সক্ষম এবং কোহলি যদি শুরুতে ভালো খেলে দেয়, তবে দল ছন্দ পেয়ে যাবে। তাই তিনে খেলার জন্য কোহলিই আদর্শ পছন্দ হবে।’
কিংবদন্তি ব্যাটাসম্যান আরও মনে করেন, কোহলি না হলে হনুমা বিহারীও একটি বিকল্প হতে পারে, যিনি দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত খেলেছিলেন। গাভাসকর বলেছেন, ‘অন্যথায় হনুমা বিহারীকেও খেলানো যায়। ও দক্ষিণ আফ্রিকায় ভাল খেলেছে। এবং অনেক সাহস দেখিয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।