বাংলা নিউজ > ময়দান > INDA vs SAA: ড্র সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি সাইনি, ভারতের হয়ে সবথেকে বেশি রান হনুমা বিহারীর

INDA vs SAA: ড্র সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি সাইনি, ভারতের হয়ে সবথেকে বেশি রান হনুমা বিহারীর

নভদীপ সাইনি ও হনুমা বিহারী। ছবি- গেটি।

ড্র হয় দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরনদের তৃতীয় বেসরকারি টেস্ট।

ব্লুমফেন্টনে শেষ দিনের খেলায় বাধ সাধে বৃষ্টি। ফলে প্রথম দু'ম্যাচের মতো দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে ভারতীয়-এ দলের চার দিনের তৃতীয় বেসরকারি টেস্টও ড্র হয়। তিনটি ম্যাচই ড্র হওয়ায় সিরিজ ০-০ ব্যবধানে অমীমাংসিত থেকে যায়।

তৃতীয় টেস্টে জয়ের জন্য শেষ ইনিংসে ভারতের দরকার ছিল ৩০৪ রান। ভারত ১৭ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৯০ রান তুললে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। ফলে ম্যাচ তথা সিরিজ ড্র ঘোষিত হয়। শেষ ইনিংসে পৃথ্বী শ ৩৪ বলে ৩৮ রান করে আউট হন। ২৫ বলে ১৯ রান করেন অভিমন্যু ঈশ্বরন। ২৮ বলে ১৫ রান করে ক্রিজ ছাড়েন দেবদূত পাডিক্কাল। হনুমা বিহারী ব্যক্তিগত ১৩ রানে অপরাজিত থাকেন।

উল্লেখ্য, তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৬৮ রানের জবাবে ভারতীয়-এ দল ২৭৬ রান তোলে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটের বিনিময়ে ৩১১ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। শেষ ইনিংসে ভারত তোলে ৩ উইকেটে ৯০ রান।

নভদীপ সাইনি ও দীপক চাহার দুই ইনিংস মিলিয়ে ৪টি করে উইকেট নেন। সাইনি তিন ম্যাচের সিরিজে দু'দলের মধ্যে সর্বাধিক ১১টি উইকেট নেন। ইশান পোড়েল নিয়েছেন ৬টি উইকেট। হনুমা বিহারী সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ ২২৭ রান করেন। তাঁর ব্যাটিং গড় ৭৫.৬৬, যা দু'দলের মধ্যে সেরা। অভিমন্যু ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২০৫ রান করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন